আমাদের দেশের ব্যবসায়ী, ছোট-খাট কোম্পানির জন্য অথবা ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য অনেকেরই ওয়েবসাইট তৈরির প্রয়োজন পড়ে। সেই ওয়েবসাইট তৈরি করতে আমাদের কোনো না কোনো হোস্টিং কোম্পানির সাহায্য নিতে হয়। আজকে আমরা এমন কিছু ডোমেইন ও হোস্টিং কোম্পানির নাম জানবো যারা আমাদের দেশেই রয়েছে। এমনকি, দেশেই তাদেরকে পেমেন্ট দেয়ার খুব সহজ উপায় রয়েছে।
বিশ্ব সেরা ওয়েব হোস্টিং কোম্পানী তাদের সার্ভিসে ডোমেইন এবং হোস্টিং দুই সেবাই দিয়ে থাকে। কিন্তু আমরা পেমেন্ট করা নিয়ে সমস্যায় পড়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের দেশের কোম্পানিগুলোর কাছ থেকে অনেকে সার্ভিস নিয়ে থাকে এবং তাদের সার্ভিসও যথেষ্ট ভালো। তবে ঝামেলা হয় পেমেন্ট অপশন নিয়ে।
অনেকেরই পেপাল বা ক্রেডিট কার্ড থাকে না। সেক্ষেত্রে অর্থের সমস্যা না থাকলেও এই পেমেন্টের কারণে অনেকেরই ওয়েব হোস্টিংয়ের বিষয়টি নিয়ে খুব ভোগান্তি হয়ে থাকে। তাই, নির্ভরযোগ্য এবং পেমেন্ট সুবিধার জন্য আমাদের দেশের ট্রাস্টেড ওয়েব হোস্টিং কোম্পনিগুলোর থেকে সার্ভিস নেওয়া ভালো।
বাংলাদেশের ট্রাস্টেড ডোমেইন ও হোস্টিং কোম্পানি
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, আমাদের দেশের ওয়েব হোস্টিং প্রদানকারী কোম্পানিগুলো যদি প্রতারণা করে, তবে কি হবে? এর উত্তর: আমাদের দেশের অনেক ট্রাস্টেড ওয়েব হোস্টিং কোম্পানি আছে যারা ডোমেইন এবং হোস্টিং সুবিধা দেয় এবং তাদের কাছ থেকে অনেকেই সার্ভিস নিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
আর প্রতিনিয়তই এ-সব কোম্পানী থেকে বহু প্রতিষ্ঠান বা ব্যবসায়ীক কোম্পানিরা ডোমেইন ও হোস্টিং সার্ভিস নিচ্ছে। তাহলে তারা কি তাদের সার্ভিস বন্ধ করে হুট করেই চলে যাবে? নিশ্চয়ই না, কারণ তাদেরকে ব্যবসা চালিয়ে যেতে হলে প্রতারণা থেকে দূরে থাকতে হবে। আর তাছাড়া, আমি যে কোম্পানীগুলোর কথা বলছি, তারা সততার জন্যে ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জণ করে নিয়েছে।
নোট: এরপরও এখানকার যে কোন কোম্পানী থেকে ডোমেইন বা ওয়েবসাইটের জন্যে হোস্টিং কেনার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি কি কি পাচ্ছেন। আর কেনার পর অবশ্যই আপনার প্রাপ্য সবকিছু বুঝে নিন। বিশেষ করে সি-প্যানেলের অ্যাক্সেস যেন আপনার হাতেই থাকে, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
Dhaka Web Host
ঢাকা ওয়েব হোস্ট একটি নির্ভরযোগ্য ডোমেইন এবং হোস্টিং কোম্পানি। তাদের কাছ থেকে অনেকেই ডোমেইন এবং হোস্টিং সার্ভিস নিয়ে থাকে। তারা ভিপিএস সার্ভার, Dedicated Server, SSD Hosting, ডেডিকেটেড হোস্টিং ইত্যাদি হোস্টিং সুবিধা দিয়ে থাকে।
ঢাকা ওয়েব হোস্ট বেশ সস্তা মূল্যে সার্ভিস দিয়ে থাকে বলে জানা যায়। যেমন: তাদের সর্বনিম্ন ওয়েব হোস্ট ৬০০ টাকায় (SMALL PLAN) সার্ভিস প্রদান করে যেখানে আপনি ৫০০ এমবি স্পেস পাবেন। এছাড়া মাত্র ৭, ২০০ টাকায় আনলিমিটেড ওয়েব স্পেস সার্ভিস দিয়ে থাকে। ঢাকা ওয়েব হোস্ট খুব স্বল্প মুল্যে ওয়েব ডিজাইন সার্ভিসও প্রদান করে থাকে।
Alpha Net
আলফা নেটও একটি নির্ভরযোগ্য ডোমেইন এবং হোস্টিং কোম্পানি। তারা দীর্ঘ ১৭ বছর যাবৎ এই সার্ভিস প্রদান করে আসছে। আলফা নেট, ঢাকা ওয়েব হোস্টের মতই হোস্টিং, ডোমেইন এবং বিভিন্ন প্রকারের ওয়েব ডিজাইন সার্ভিস প্রদান করে থাকে।
এছাড়াও তারা Free SSL Certificates, Premium SSL Certificates ও Providers সুবিধা দিয়ে থাকে। যা আপনি বেছে নিতে পারবেন ইচ্ছামত। আপনি চাইলে তাদের অফিসে যেয়েও পেমেন্ট করতে পারবেন।
Web Host BD
ওয়েব হোস্ট বিডি একটি নামকরা ডোমেইন এবং হোস্টিং কোম্পানি। তারাও বেশ কিছুদিন সার্ভিস প্রদান করছে। এরই মধ্যে তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েব হোস্ট বিডি থেকেও আপনি যথেষ্ট ভালো সার্ভিস পাবেন।
এই কোম্পানিটিও SSL Certificate প্রদান করবে। Premium Hosting, VPS Server, Dedicated Server ইত্যাদি হোস্টিং সুবিধা পাবেন এখান থেকেও। ওয়েব হোস্ট বিডি থেকে ওয়েব ডিজাইনের বিভিন্ন সার্ভিসও নিতে পারবেন।
Hosting Bangladesh
হোস্টিং বাংলাদেশ একটি ডোমেইন ও হোস্টিং কোম্পানি। তারাও যথেষ্ট ভালো সার্ভিস প্রদান করে থাকে বলে জানা যায়। হোস্টিং বাংলাদেশ থেকেও ডোমেইন, বিভিন্ন প্রকার হোস্টিং সুবিধা, SSL Certificate সুবিধা পাওয়া যাবে। অনেকেই তাদের সার্ভিস নিচ্ছে। তাদের ৬,৫০০+ গ্রাহকও রয়েছে বাংলাদেশেই।
Web Bangladesh.net
ওয়েব বাংলাদেশ ডট নেট বেশ স্বল্প মূল্যে তাদের সার্ভিস প্রদান করছে। আপনি চাইলে মাসে মাসে তাদেরকে ওয়েব হোস্টিংয়ের জন্য পেমেন্ট করতে পারেন অথবা এক বছরের জন্যও পারবেন। তারা ডোমেইন, হোস্টিং এবং ওয়েব ডিজাইন সার্ভিসও প্রদান করে থাকে এবং SSL Certificate প্রদান করে থাকে।
We Host Dhaka
বাংলাদেশে আরেকটি ভাল হোস্টিং কোম্পানী We Host Dhaka যারা বছরে মাত্র ৫০০ টাকায় আপনাকে হোস্টিং প্রোভাইড করছে। তবে এটি তাদের বিগিনিং প্যাকেজ। এরপর অ্যাডভান্সড্, প্রপেশনাল, বিজনেস, বিজনেস প্রো এবং আনলিমিটেড প্যাকেজ রয়েছে তাদের। আপনার প্রয়োজন এবং সুবিধা মতো We Host Dhaka থেকে যে কোন প্যাকেজ নিয়ে কাজ শুরু করতে পারেন।
পেমেন্ট সুবিধাগুলো:
- Bkash
- Rocket (DBBL Mobile Banking)
- DBBL Mobile Banking
- MY Cash
উপরের সব ডোমেইন এবং হোস্টিং কোম্পানিগুলোর পেমেন্ট সুবিধা এক নয়। তবে Bkash পেমেন্ট সুবিধা পাবেন সবগুলোতেই। যদি কেউ তাদের সার্ভিস নিতে চান, তবে তাদের সাথে আগে যোগাযোগ করে নিন। আপনি যে যে সুবিধাগুলো চাচ্ছেন তা বুঝতে সমস্যা হলে তাদেরকে সরাসরি ফোন করে জেনে নিন।
আশাকরি, বাংলাদেশের ডোমেইন ও হোস্টিং কোম্পানী নিয়ে এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। আপনার বন্ধুদের মধ্যে কারো না কারো ডোমেইন ও হোস্টিং এর প্রয়োজন হতে পারে। তাই পোস্টটি শেয়ার করুন এবং তাদেরকে বাংলাদের হোস্টিং কোম্পানীগুলো সম্পর্কে জানান।
Shahad Hridoy says
Nice article about Bangaladeshi Web Hosting Company. You are requested to add We Host Dhaka to this post as it’s one of the most popular web hosting providers in Bangladesh.
টি আই অন্তর says
Thank you, Shahad Hridoy for reading this post. We have added We Host Dhaka to the post & updated it. Hope you will enjoy this post more than before. Additionally, We are interested to publish a single web hosting review with Web Host Dhaka. Can you prepare the write-up & send us the piece through our contact page?
Rangochango.com says
দারুণ ৫টি ডোমেইন-হোস্টিং কোম্পানীর রিভিউ পড়লাম। এর বাইরে ২০২০ সালের আরো কিছু ভাল মানের হোস্টিং কোম্পানী আছে, সেগুলো সম্পর্কে জানতে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।
Roky Das says
ধন্যবাদ, বাংলাদেশের সেরা কয়েকটি ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে জানানোর জন্য। তবে আমি দীর্ঘদিন ধরে Hostorient এর সার্ভিস নিয়ে আসতেছি। সাইট সুপার ফাস্ট লোড হয়। ডাউনটাইম থাকে না।
MD Riazul Islam says
ডোমেইন ও হোস্টিং বিষয়ে খুব সুন্দর উপস্থাপনা আপনার। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে দেশের সেরা কিছু কোম্পানীর পরিচয় করিয়ে দেয়ার জন্যে যাদের কাছ থেকে নিশ্চিন্তে ডোমেইন-হোস্টিং নেয়া যাবে।
Tanzid Shahriar says
অনেক সুন্দরভাবে আপনি দেশি ওয়েব হোস্টিং নিয়ে পোস্টটি লিখেছেন! আমিও আমার উইকিমেলা ব্লগে এই বিষয়ে একটি পোস্ট করেছি, চাইলে ভিজিট করতে পারেন।