যারা ইউটিউবের সাথে সব সময় আপডেট থাকতে চান, তাদের জন্য টপটিউব অ্যাপ হতে পারে একটি দারুণ কালেকশন। এই অ্যাপটি দিয়ে আপনি ইউটিউবে দিনের সব চেয়ে সেরা ভিডিওর নোটিফিকেশনসহ খুব সহজে ইউটিউবের সব আপডেট জানতে পারবেন।
অনেকেই ইউটিউবের এত ভিডিওর মধ্যে নিজের পছন্দের ভিডিও খুঁজে পেতে অনেক সমস্যায় পড়েন। আবার অনেকে টপ ভিডিও খোঁজেন কিন্তু পান না। আর এ সমস্যা সমাধান করে ইউটিউব প্রেমীদের জন্য এই প্রথম বাংলাদেশের অ্যাপ ডেভেলপারদের বানানো “টপটিউব” নামের একটি অ্যাপ যেটি ইতিমধ্যেই অনেক সুনাম কুড়িয়ে নিয়েছে।
টপটিউব অ্যাপ ব্যবহারে যে-সব সুবিধা পাবেন
- প্রতি বারো ঘন্টায় ইউটিউবের সবচেয়ে বেশি দেখা সেরা ১০টা হিট ভিডিও আপনি দেখতে পারবেন।
- প্রায় নয়টি দেশের ট্রেন্ডিং ভিডিও দেখতে পারবেন। যেখানে রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, আরবী, স্পেনিশ, জার্মানসহ প্রায় সব ভাষার মিউজিক আলাদা ক্যাটাগরিতে দেখার সুবিধা।
- বিভিন্ন দেশের সংবাদ থেকে শুরু করে মিউজিক, এমনকি লাইভ ভিডিও দেখতে পারবেন।
- এই অ্যাপের সবচেয়ে ভাল বৈশিষ্ট্য হচ্ছে এটি মুল ইউটিউবের চেয়ে ২২% ফাস্ট। তাই কোন প্রকার বাফারিং ছাড়াই ভিডিও উপভোগ করতে পারবেন।
- খেলাধুলার ভিডিও লাইভ দেখতে পারবেন।
- এই অ্যাপে ভার্চুয়াল ব্রেইন থাকায় ইউটিউবের মিলিয়ন মিলিয়ন ভিডিও প্রতি ১২ ঘন্টায় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে প্রসেস করা হয়। মজার ব্যাপার এটা কিন্তু ইউটিউবে করা হয় না। যে কারণে ইউটিউবে এই ফিচার আমরা এখনো পাইনি অথচ এই অ্যাপে রয়েছে।
- ইউটিউবের মতো এখানে মাল্টিটাস্কের ফিচার অ্যাড করা হয়েছে। ফলে আপনি খুব সহজেই ভিডিও দেখার পাশাপাশি একসাথে ভিডিও চয়েস করতে পারবেন।
- তাই আর দেরি না করে টপটিউব অ্যাপ ডাউনলোড করে নিন নিচের লিংকে ক্লিক করে।
আশা করি, এই এন্টারটেইনমেন্ট অ্যাপটি আপনাকে হতাশ করবে না, বরং আপনার ইউটিউব ব্যবহারের আনন্দকে বাড়িয়ে দেবে অনেক গুণ। এটি একটি লাইট-ওয়েট অ্যাপ হওয়ায় আপনার স্মার্টফোনের বেশি জায়গা দখল করবে না এবং চলবে খুব স্মুথলি। তবে, আপনি চাইলেও এই অ্যাপ দিয়ে ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন না। যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, তবে এই অ্যাপগুলোর যে কোনটি ব্যবহার করতে পারেন।
অ্যাপটির বাংলাদেশী ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান EnamelBD Limited সম্প্রতি এটির আফডেট দিয়েছে। আর সাম্প্রতিক এই আফডেটের ফলে অ্যাপটি আগের তুলনায় ২৮% বেশি দ্রুততর হয়েছে। নতুন আফডেটে ফ্লোয়েটিং পপ-আপ ফিচার যোগ করা হয়েছে।
Leave a Reply