ডিজিটাল মার্কেটিং এখন যে কোন ব্যবসা-প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য্য। গুগলে ডিজিটাল মার্কেটিং কোর্স করুন একদম ফ্রিতে আর কোর্স শেষে গুগলের কাছ থেকেই সার্টিফিকেট নিন ঘরে বসে। কিভাবে? পুরো লেখাটি পড়ুন, তাহলেই সব পরিস্কার হয়ে যাবে, বুঝতে পারবেন কিভাবে গুগল থেকে সার্টিফিকেট পাবেন।
প্রতিযোগিতার এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে একদিকে যেমন দরকার প্রাতিষ্টানিক শিক্ষাগত যোগ্যতা, ঠিক তেমনি দরকার বাড়তি কিছু দক্ষতা। আর এ-সব বাড়তি দক্ষতা চাকুরি এবং আউট সোর্সিংয়ের মার্কেটে আপনাকে অন্যদের চেয়ে শতগুণ এগিয়ে রাখবে।
আজকাল শিক্ষার্থীরা কেবল একাডেমিক সার্টিফিকেটেই নিজেদের সীমাবদ্ব রাখছে না, সাথে বাড়িয়ে নিচ্ছে নিজের প্রফেশনাল দক্ষতা। দেখা যায় পরবর্তী জীবনে এই এক্সট্রা কারিকুলামগুলাই বেশি কাজে আসে।
বিশ্বের অন্য সকল কোম্পানীর মত এবার গুগলও শিক্ষার্থীদের জন্য দিচ্ছে একদম ফ্রি প্রফেশনাল কোর্স করার সুযোগ। তাও আবার অনলাইনে।
গুগলে ডিজিটাল মার্কেটিং কোর্স
গুগলে ডিজিটাল মার্কেটিং কোর্সটি করলেই আপনি পেয়ে যাবেন একটি সার্টিফিকেট। যে সার্টিফিকেটটি বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত। নিচে এ-সব প্রতিষ্টানের/অ্যাওয়ার্ডের নাম দিলাম।
- মারকম অ্যাওয়ার্ড
- ইউকে ডিজিটাল এক্সপেরিয়েন্স অ্যাওয়ার্ড
- ডিগিডে
- ক্রিষ্টাল লোভা লুপা অ্যাওয়ার্ড ২০১৬
কোর্সের বিষয়বস্তু কি?
ডিজিটাল মার্কেটিং মানে কীভাবে কোন ব্যক্তি তার নিজের পন্যকে/প্রতিষ্টানকে গ্রাহকের কাছে পৌছে দিবেন তা নিয়ে বিস্তারিত শিখানো হবে। এমনিতে এই ধরনের কোর্স করতে সাত থেকে আট হাজার টাকা লাগে। কিন্তু আপনি এখানে পাচ্ছেন একদম বিনামূল্যে। তাও আবার বিশ্বের সবচেয়ে বড প্রতিষ্ঠান গুগলের কাছে, যারা কিনা এই ডিজিটাল মার্কেটিং এর রাজা !
কোথায় করবেন এই কোর্স?
গুগলের ওয়েবসাইট গুগল ডিজিটাল গ্যারেজ থেকে এই কোর্স করতে হবে।
কেন করবেন?
এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি। তবুও আবারো বলছি আপনি যদি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নিজের স্কিল বাড়াতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। খুব সহজেই গুগলের মত প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন, যেটা কিনা আপনার সিভিকে আরোও ভারী করবে।
কোর্স করার জন্য কী যোগ্যতা লাগবে ?
গুগলের মতে কেবল ইচ্ছা থাকলেই চলবে, আর কিছুই লাগবে না। যে কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ এই কোর্স করতে পারবে। শুধুমাত্র ইংরেজীতে একটু দক্ষতা থাকলেই হবে ।
বয়সের কোন ধরাবাঁধা আছে নাকি?
না বয়সের কোন ধরাবাঁধা নাই, যে কোন বয়সেই করতে পারবেন।
কোর্সটি করতে কয়দিন সময় লাগবে?
এমনিতে ৫ থেকে ৬ সাপ্তাহ কিন্তু আপনি চাইলে আরও আগেই শেষ করতে পারবেন এটা আপনার উপর।
কোর্সে কি কি পড়ানো হবে?
মোট ২৬ টি বিষয়ে এখানে পড়ানো হবে। বিষয়গুলো খুব বেশি কঠিন না, তাই সহজে শেষ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা বিষয় ভিডিওর মাধ্যমে বুঝানো হবে। পড়া হয়ে গেলে কিছু কুইজের অ্যান্সার দিতে হবে। ভয় পাবেন না, কুইজ গুলো কঠিন না। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেই পারবেন। আর অ্যান্সার দিলেই পরের বিষয়ে যেতে পারবেন।
সার্টিফিকেট কখন পাব?
সবগুলো বিষয় আর কুইজ শেষ হয়ে গেলেই আপনি সহজেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। পরে প্রিন্ট করে নিয়ে আপনার সিভিতে অ্যাড করে নিতে পারবেন।
মোবাইলে কী এই কোর্সটি করা যাবে?
এই কোর্সের বড় একটি সুবিধা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই সহজে এই কোর্সটি করতে পারবেন।
ভিডিওগুলো কি আমি ডাউনলোড করতে পারব?
না, গুগল আপনাকে সে পারমিশন দিচ্ছে না। আপনি চাইলে যে কোন সময়ে দেখতে পারবেন কিন্তু ডাউনলোড করা যাবে না।
কীভাবে শুরু করব?
ডিজিটাল মার্কেটিং কোর্সে গুগলের সার্টিফিকেট পেতে প্রথমেই আপনার একটি জিমেইল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। এরপর আপনার জিমেল দিয়ে ভেরিফিকশন করতে হবে। ভেরিফিকেশুন শেষ করে লগিন করে আপনি কোর্স শুরু করে দিতে পারবেন।
লগইন করলে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন সেখানেই বিস্তারিত সব দেয়া থাকবে। আপনার কত পার্সেন্ট শেষ হয়েছে সেটা উল্লেখ করা থাকবে। আপনাকে সব দেখিয়ে দেয়া হবে, তাই আপনি সময় নষ্ট না করে এখনই শুরু করে দিন।
আপনাকে ধন্যবাদ জানাই গুগলে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে সুন্দর তথ্য দিয়ে সাহায্য করার জন্য।
I am Md Lavlu Rari from Bangladesh & want to learn digital marketing on Google.
আমি গুগলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের লেখাটি পড়ার জন্যে।
জিমেইল ভেরিফাই করে কোথায় লগইন করবো স্যার?
ধন্যবাদ গুগলকে। ওয়েবসাইট এর জায়গায় কি লিখবো বুঝতে পারছি না।