মে মাসে মোট কার্য্য দিবস ছিল ২৪ দিন আর মোট লেখা প্রকাশ হয়েছে ৭৫টি। আসুন আগে জেনে নেই কোন লেখাগুলো ফেসবুকে বেশি শেয়ার হয়েছে, তবে ২০ এর নিচে শেয়ার হওয়া লেখাগুলো থাকছে না এই লিস্টে-
১. ১২টি প্রয়োজনীয় গুগল অ্যাপস যেগুলো আপনি হয়তো জানেনও না
- শেয়ার – ২০, কমেন্ট – ০
২. কম্পিউটার কত সময় পর পর বন্ধ করা উচিৎ?
- শেয়ার – ২১, কমেন্ট – ০
৩. মাদারবোর্ড কি? মাদারবোর্ডে কি থাকে ও কিভাবে কাজ করে?
- শেয়ার – ২৩, কমেন্ট – ০
৪. মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন?
- শেয়ার – ২৫, কমেন্ট – ০
৫. ওয়েবসাইট তৈরি করা শিখুন নিজেই
- শেয়ার – ২৫, কমেন্ট – ১
৬. ফটোশপ ব্যবহার করে ছবি থেকে যে কোনো কিছু মুছে ফেলবেন যেভাবে
- শেয়ার – ২৭, কমেন্ট – ১
আমাদের সকলেরই প্রয়োজন হয় ছবি থেকে অপ্রয়োজনীয় অবজেক্ট মুছে ফেলার। তাই মাহফুজ বিন মনসুর এর এই লেখাটির টপিক খুব কমন হলেও বেশ দরকারি। কাজেই পুরস্কার পাওয়ার প্রথম সিঁড়ি পার হয়েছেন তিনি টপিক বাছাইয়ে।
আর যে সিঁড়িটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অর্থাৎ ফেসবুক শেয়ার, সেটিতে তিনি সবাইকে টপকিয়ে একদম উপরে রয়েছেন। তার এই লেখাটি ২৭ বার শেয়ার হয়েছে। সঙ্গত কারণেই মে মাসের পুরস্কারটি তার হাতেই যাচ্ছে। ঘোষণা অনুযায়ী এ লেখাটার জন্যে তিনি পাচ্ছেন ৫০০ টাকা পুরস্কার।
মাহফুজ বিন মনসুর এর গ্রামের বাড়ি বরিশাল, তিনি ১০ই নভেম্বর ২০০১ সালে জন্ম গ্রহন করেন। বর্তমানে তিনি বরিশাল ক্যাডেট কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়ন করছেন। বাবা মুনসুর আলী হাওলাদার বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত কলেজের অধ্যক্ষ আর মা বরিশালের কর্ণকাঠী জি আর হাই স্কুলের সিনিয়র শিক্ষক। বাবা-মা আর বড় বোনকে নিয়ে তাদের ৪ জনের সুখী পরিবার।
মাহফুজ বিন মনসুর এর খুব ভাল লাগে গ্রাফিক্স ডিজাইন, আমাদের ওয়েবসাইটে যে লেখাটির জন্যে তিনি সেরা লেখক নির্বাচিত হয়েছেন, সেটিও গ্রাফিক্স ডিজাইনের ওপর টিউটোরিয়াল। ডিজাইনের বাইরে ফটোগ্রাফি করতে খুব ভাল লাগে তার, ভাল লাগে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতেও। বই পড়া আর ছবি আঁকার মত দারুণ দু’টি গুণও রয়েছে তার। পড়াশুনার মাঝে একটু অবসর পেলে বসে পড়েন ইলেকট্রোনিক্সের ছোট-খাট কোন প্রজেক্ট নিয়ে।
টেক ট্রেইনি থেকে পুরস্কার পাওয়ার সংবাদে বেশ আনন্দিত তিনি। তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, টেক ট্রেইনির অনেক রাইটারের লেখাই পড়ি আমি, খুব ভাল লাগে। কয়েকজনের লেখা তো অসাধারণ, মুগ্ধ হয়ে পড়ি। কিন্তু আমার কোন লেখা যে পুরস্কারের জন্যে নির্বাচিত হতে পারে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এ প্রাপ্তি আমার একার নয়, টেক ট্রেইনিতে আমার সকল লেখক বন্ধুদের। আশা করি, আমার আনন্দে তারাও আনন্দিত হবে।
শাহরিয়ার আহমেদ says
মে মাসের সেরা লেখক “মাহফুজ বিন মনসুর” কে জানাই শুভেচ্ছা 🙂
সানজিদা জামান says
“মাহফুজ বিন মনসুর” আপনাকে অনেক অভিনন্দন।
তাজওয়ার উচ্ছাস says
ভাল উদ্যোগ।
তাজওয়ার উচ্ছাস says
জুন মাসের সেরা লেখক? যেহেতু পুরস্কার ক্যাটাগরিটা শো করতেসেন…
টি আই অন্তর says
জুন মাসে বেশ কিছু দিন ওয়েবসাইটের কার্য্যক্রম বন্ধ ছিল। তাই, জুনের অল্প কিছু জুলাই মাসের সঙ্গে একত্রিত করে পুরস্কার দেয়া হবে। লাস্ট নোটিশ বোর্ডে সম্ভবত বিষয়টি উল্লেখ করা হয়েছিল।