FTP ক্লায়েন্ট এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে FTP সার্ভার থেকে ফাইল ট্র্যান্সফার করা যায়। এমন অনেক ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি এক সার্ভার থেকে অন্য সার্ভারে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারেন।
আপনি যদি ওয়েবসাইটের কন্টেন্ট আপলোড করতে চান, গুরুত্বপূর্ণ যে কোনো ডকুমেন্ট কোন অফ-সাইট লোকেশনে ব্যাক আপ রাখতে চান, তাহলে আপনার এই সফট্ওয়্যার প্রয়োজন। এমনকি, আপনি যদি একটি নিরাপদ সার্ভারের মাধ্যমে বন্ধুদের নির্বাচিত গ্রুপে কোন ফাইল শেয়ার করতে চান, তাহলে FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার আপনার জন্য সবচেয়ে ভালো অপশন।
একটি FTP ক্লায়েন্টের সাধারণত বাটন এবং মেনুসহ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে যা ফাইলসমূহ ট্র্যান্সফার প্রক্রিয়া পরিচালনার জন্য বিভিন্ন অপশন প্রদান করে। যদিও কিছু এফটিপি ক্লায়েন্ট পুরোপুরি টেক্সট ভিত্তিক এবং কমান্ড লাইন থেকে রান করানো হয়।
ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার
FTP ক্লায়েন্ট পিসি এবং দূরবর্তী সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তর করার একটি অপরিহার্য সফটওয়্যার। প্রক্সি ও এনক্রিপশন এবং নিরাপত্তার দিকটি বিবেচনা করে এখানে ৫টি ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন জেনে নেওয়া যাক পাঁচটি ফ্রি এফটিপি ক্লায়েন্ট সফট্ওয়্যার সম্পর্কে।
১. FileZilla Client
উইন্ডোজ, ম্যাক, ওএস এবং লিনাক্সের জন্য একটি জনপ্রিয় ফ্রি এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যার হল ফাইলজিলা ক্লায়েন্ট। প্রোগ্রামটি ব্যবহার করা ও বোঝা সহজ এবং একই সাথে এটি একাধিক যুগান্তকারী সার্ভার সমর্থনের জন্য ট্যাবড্ ব্রাউজিং ব্যবহার করে।
ফ্রি এফটিপি ক্লায়েন্ট প্রোগ্রামের শীর্ষে থাকা এই সফটওয়্যারটির রয়েছে সার্ভারে আপনার সংযোগের লাইভ লগ বৈশিষ্ট্য এবং রিমোট ফাইলের পাশে একটি বিভাগে আপনার নিজের ফাইলসমুহ দেখাবে। FileZilla ক্লায়েন্ট সহজেই অ্যাক্সেসের জন্য বুকমার্কিং এফটিপি সার্ভার সমর্থন করে। ড্র্যাগ এবং ড্রপ, FTP সার্ভারের মাধ্যমে অনুসন্ধান এবং বড় ফাইল যা 4 গিগাবাইট কিংবা আরও বৃহত্তর এমন ফাইলগুলো রিসুম করা এবং ট্র্যান্সফার করার সুবিধা রয়েছে এই সফটওয়্যারটিতে।
২. WinSCP
“SCP (Session Control Protocol)” হলো নিরাপদ ফাইল ট্রান্সফারের জন্য একটি পুরানো স্ট্যান্ডার্ড যা SCP এবং প্রথাগত FTP-র সাথে নতুন SFTP (Secure File Transfer Protocol) স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। প্রোগ্রাম “কমান্ডার” এবং “এক্সপ্লোরার” দুটি UI পদ্ধতি ব্যবহার করে এই ফ্রি এফটিপি ক্লায়েন্ট প্রোগ্রামটি।
WinSCP এর “Download and Delete” অপশনটি আপনার নিজস্ব সার্ভার থেকে একটি ফাইল / ফোল্ডার ডাউনলোড করার পর স্বয়ংক্রিয়ভাবে সার্ভারের সংস্করণ মুছে ফেলতে সাহায্য করে। এছাড়াও “Batch renaming” এর মাধ্যমে একাধিক ফাইল পুনরায় নামকরণ করা সহজ করে তোলে এই FTP ক্লায়েন্ট সফট্ওয়্যারটি।
৩. CrossFTP
ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজের জন্য একটি ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার হলো এই CrossFTP। প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে এই এফটিপি ক্লায়েন্টের রয়েছে ট্যাবড সার্ভার ব্রাউজিং, সার্চ, ব্যাচ ট্র্যান্সফার, ফাইল প্রিভিউ এবং কম্প্রেসিং ও এক্সট্রাক্টিং আর্কাইভ।
এই ফ্রি এফটিপি ক্লায়েন্টটি আপনাকে নির্দিষ্ট ইভেন্টের জন্য কমান্ড এবং শব্দ সেট করার সুযোগ দেয়, যাতে আপনি ক্লায়েন্টকে অটো-পাইলটে চালাতে পারেন এবং ট্রান্সফার লগে নজর রাখতে না পারলেও কি ঘটছে তা অনুভব করতে পারেন।
৪. CoffeeCup Free FTP
স্থানীয় এবং রিমোট ফাইলের মধ্যে সহজ ড্র্যাগ এবং ড্রপ ইন্টারফেস প্রদান করে এই ফ্রি এফটিপি ক্লায়েন্টটি। সার্ভারটি আপনার সমস্ত FTP সার্ভারগুলোকে সংরক্ষণ করে রাখে। যার ফলে আপনি সহজেই অ্যাক্সেস করতে পারেন। ট্রান্সফার অ্যাক্টিভিটি উইন্ডো আপনাকে ট্র্যান্সফারের অবস্থা মনিটর ও পাউস করার অপশন প্রদান করে।
এছাড়াও লাস্ট এফটিপি সেশন অটোমেটিক্যালি রিস্টোর হয়ে যায় যখন আপনি প্রোগ্রামটি পুনরায় ওপেন করবেন। তাছাড়াও রিমোট ফোল্ডার বুকমার্ক করতে পারবেন এই ফ্রি এফটিপি ক্লায়েন্টটির মাধ্যমে।
৫.FTP Voyager
লোকাল এবং রিমোট ফাইল ব্রাউজার এবং ট্যাবযুক্ত ব্রাউজিং সুবিধাসম্বলিত এই সফটওয়্যারটির সাথে মিল পাওয়া যায় FileZilla ক্লায়েন্টের। সফটওয়্যারটিতে যে বৈশিষ্ট্যগুলো পাবেন তার মধ্যে রয়েছে কম্প্রেশন লেভেলে সেটের সুযোগ।
লগ ইন করার সময়, লগ ইন ফেইলড হলে কিংবা সফলভাবে একটি ফাইল স্থানান্তর করা শেষ হলে আপনি সাউন্ড এলার্ট কিংবা পপ আপ এলার্ট পাবেন। এছাড়াও প্যাটার্ন নিয়ম দ্বারা ডাউনলোড এবং আপলোড করা ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনঃনামকরণ হয়ে যাবে।
আপনি যদি সার্ভারে কোন কিছু আপলোড করতে চান তাহলে FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এই আর্টিকেলে সেরকমই কিছু ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকায় এইসব FTP ক্লায়েন্টগুলোর ব্যবহার বর্তমানে অধিক। প্রায় প্রতিটি সফটওয়্যারই ভালো। তবে বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যা আপনার ভালো লাগবে। তো আর দেরি না করে ডাউনলোড করে নিন ফ্রি FTP ক্লায়েন্ট সফট্ওয়্যারগুলো।
Leave a Reply