অগ্রসরমান প্রযুক্তির অন্যতম বড় অবদান ভার্চুয়াল রিয়েলিটি (ভি আর)। আমরা হয়ত অনেকেই ভি আর সম্পর্কে ধারণা রাখি। কিন্তু ভি আর এর অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে। এর মূল কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে ভি আর এর চড়া মূল্য এবং প্রয়োজনীয় সব যন্ত্রপাতির অপ্রতুলতা। আমি আজকে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবো যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনেই ভি আর উপভোগ করতে পারবেন।
তবে হ্যাঁ, যে কোন ফোনেই কিন্তু ভি আর সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিশেষ এক ধরণের সেন্সরের যার নাম Gyroscope Sensor। এখন আপনার ফোনে এই সেন্সর আছে কি না সেটা জানতে নিচের অ্যাপটির সাহায্য নিন। অ্যাপটির নাম Sensor Box For Android।
অ্যাপটি ইনস্টল করে ওপেন করে দেখুন আপনার ফোনে gyroscope সেন্সর আছে কি না। এই সেন্সরটি ফোনের হার্ডওয়্যারের অংশ, তাই আপনার ফোনে যদি সেন্সরটি না থাকে সেক্ষেত্রে আপনি ভি আর করতে পারবেন না। সেজন্য আপনার gyroscope সেন্সরযুক্ত কোন ফোনের প্রয়োজন হবে।
আমি কিছু ফোনের নাম বলছি যেগুলো gyroscope sensor যুক্ত। যেমন, Samsung Galaxy S6 Edge, Samsung Galaxy S6 Edge+, Samsung Galaxy Note 5, Samsung Galaxy S7, Samsung Galaxy S7 Edge। এছাড়া কম দামি কিছু ফোনেও আপনি ফিচারটি পেতে পারেন। যেমন, Walton Primo NF2+। যারা নতুন ফোন কিনবেন ভাবছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই gyroscope sensor যুক্ত ফোন কিনুন।
আপনার gyroscope sensor যুক্ত ফোনে ভি আর উপভোগ করার জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে-
১. ভি আর প্লেয়ার অ্যাপস
(আপনি প্লে-স্টোরে এরকম অসংখ্য অ্যাপস পাবেন। নিচে কিছু নির্ভরযোগ্য অ্যাপস ও তাদের ডাউনলোড লিংক দিলাম।
3. Plex VR
২. ভি আর বক্স
(আপনি যে কোন মোবাইল বা কম্পিউটার এর অ্যাক্সেসরিজ এর দোকান থেকেই এটি কিনতে পারবেন। দামও অনেক কম।)
কিভাবে উপভোগ করবেন:
প্রক্রিয়া ১: উল্লিখিত অ্যাপগুলোর যে কোন একটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল দিয়ে নিন।
প্রক্রিয়া ২: এরপর অনলাইন থেকে আপনি থ্রিডি মুভি/গান ডাউনলোড করে নিন। যারা মেমরি কার্ড লোড দেয়, তাদের থেকেও থ্রিডি মুভি/গান/গেম সংগ্রহ করতে পারেন। এছাড়া ইউটিউবে 360 videos লিখে সার্চ দিলেও আপনি থ্রিডি মুভি/গান পাবেন।
প্রক্রিয়া ৩: এবার ইনস্টলকৃত অ্যাপ ওপেন করে এবং ভি আর বক্স কানেক্টেড করে আপনার থ্রিডি মুভি/গান উপভোগ করুন এবং সম্পূর্ণ ভিন্ন জগতে পরিভ্রমণ করুন।
আপনার পছন্দনীয় কোন দ্বিমাত্রিক (2D) মুভি/গানকে খুব সহজেই ত্রিমাত্রিক (3D) এ রূপান্তর করতে পারবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর সাহায্যে। যার জন্য আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যারের যার নাম AVCWare 2D to 3D Converter for Windows/Mac , সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
কিভাবে 2D ভিডিও কে 3D করবেন-
প্রক্রিয়া ১: উপরে উল্লিখিত সফটওয়্যারটি রান করে ওপেন করুন।
প্রক্রিয়া ২: প্রথম পাতায় আপনি তিনটি অপশন পাবেন তার মধ্যে ১ম টি অর্থাৎ 2D to 3D তে ক্লিক করুন।
প্রক্রিয়া ৩: ডিরেক্টরি থেকে আপনার কাঙ্খিত 2D ভিডিওটি সিলেক্ট করুন।
প্রক্রিয়া ৪: ভিডিওর নিচের চিত্র থেকে Side by Side সিলেক্ট করুন এবং 3D Depth সেটিংস থেকে Depth সিলেক্ট করুন। Swap L/R Image এর সামনে টিক (√) চিহ্ন দিন। Finish এ ক্লিক করে মেইন উইন্ডোতে ফিরে আসুন।
প্রক্রিয়া ৫: এখন কনভার্ট এর উপর ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন যতক্ষণ না সম্পূর্ণ ভিডিওটি কনভার্ট হয়। এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে।
প্রক্রিয়া ৬: এবার Output Settings এ ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন যেমন , iPhone, iPad, Apple TV, Android phones, Android Pad, TV/Mac/PC ইত্যাদি। যেহেতু ভিডিওটি আপনি আপনার অ্যান্ড্রয়েডে দেখতে চান সেহেতু এখানে Android Phones এর উপর ক্লিক করুন।
কনভার্ট শেষ হলে ভিডিওটি আপনার অ্যান্ড্রয়েডে নিয়ে ভি আর বক্স দিয়ে উপভোগ করুন।
গেম লাভার্সদের জন্য নতুন দিগন্ত উন্মোচন-
যারা গেম পাগল তারা Adventure Time: I See Ooo VR, Hidden Temple VR Adventure, VR Noir, Vanguard VR, Proton Pulse এর মত ভি আর গেমগুলো আপনার স্মার্টফোনে স্বাচ্ছন্দ্যেই খেলতে পারবেন।
এছাড়া আপনি প্লে-স্টোরে গিয়ে বিনামূল্যেই Google Cardboard এর New York VR, Caribbean VR, Paris VR মর মত অ্যাপস ইনস্টল করে ঘরে বসেই নিউইয়র্ক, ওয়েস্ট ইন্ডিজ, প্যারিস ঘুরতে পারবেন ভি আর প্রযুক্তির সাহায্যে। আজ থেকেই তাহলে শুরু করুন আপনার ভি আর জগতের পদচারণা, শুভকামনা সবার জন্য।
Leave a Reply