স্মার্টফোনের চাহিদা পূরণ করতে নিত্যনতুন সব ফোন বাজারে আসছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই ইউমিডিজি তাদের নতুন স্মার্টফোন ইউমিডিজি জেড২ নিয়ে এসেছে। স্মার্টফোন কোম্পানি ইউমিডিজি ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে।
এবারেও তারা বেজেল লেস ডিসপ্লের ফোন নিয়ে এসেছে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ফোনটির স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
ইউমিডিজি জেড২ এর স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন ৮.১ ওরিও
- ডিসপ্লে – ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে
- প্রসেসর – হিলিও পি২৩
- ক্যামেরা – ডুয়েল (১৬+৮) মেগাপিক্সেল রেয়ার, (১৬+৮) মেগাপিক্সেল ফ্রন্ট
- র্যাম ও স্টোরেজ – ৬জিবি; ৬৪ জিবি
- ব্যাটারি – ৩,৮৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি
- ফিঙ্গারপ্রিন্ট – আছে
বিস্তারিত স্পেসিফিকেশন
- ইউমিডিজি জেড২ তে ৬.২ ইঞ্চির আইপিএস,এলসিডি ফুল এইচডি ২২৪৬*১০৮০ পিক্সেলের, ১৯:৯ ডিসপ্লে রেশিওর বেজেল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে । ফোনটির স্ক্রিন যথেষ্ট সার্প ও দৃষ্টিনন্দন। ডিসপ্লের ৯০ শতাংশই স্ক্রিন রয়েছে ফোনটিতে।
- এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও পি২৩; ৬৪ বিটের অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। অনেকের কাছেই মিডিয়াটেক প্রসেসরের স্মার্টফোনগুলি ভালো নিম্নমানের ও স্লো মনে হয়ে থাকে। তবে ফোনটি যথেষ্ট ফাস্ট।
- এই ফোনটির রেয়ারে থাকছ (১৬+৮) মেগাপিক্সেলের ডুয়েল ফ্ল্যাশ যুক্ত ক্যামেরা। রেয়ার ক্যামেরার অ্যাপাচার এফ ২.০ যেটির সাহায্যে আপনি নিখুঁত ছবি তুলতে পারবেন। ফ্রন্টেও (১৬+৮) মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে যেটি চমৎকার সেলফি তোলায় কাজে আসবে। ফ্রন্ট ক্যামেরাতেও এফ ২.০ অ্যাপাচার দেওয়া হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার হলো রেয়ার বা ব্যাক ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে।
- স্মার্টফোনটিতে ৬ জিবি র্যাম দেওয়া হয়েছে। স্টোরেজ দেওয়া হয়েছে ৬৪ জিবি যা এক্সটার্নাল মেমোরি ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত বাডিয়ে নিতে পারবেন। র্যামের ঘাটতি না থাকার কারণে যারা প্রসেসরের সমস্যা নিয়ে ভাবছিলেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ৬ জিবি র্যাম ফোনটির জন্য যথেষ্ট হবে।
- ফোনটি হাইব্রিড সিম (ন্যানো সিম+ন্যানো সিম/মাইক্রোএসডি) সাপোর্টেড। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, এক্সেলেরোমিটার এবং কম্পাস রয়েছে।
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, এনএফসি, ডুয়েল ব্যান্ড, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোনেস, ৪জি, ওটিজি, ওয়্যারলেস চার্জিং কানেকটিভিটি রয়েছে।
- এই ফোনটিতে নন-রিমুভেবল ৩,৮৫০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে যা ডিসপ্লের তুলনায় বেশ কম। তবে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে টানা ৫-৭ ঘন্টা চলতে সক্ষম ফোনটি। ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় কম ব্যাটারির ঘাটতি মানিয়ে নেওয়া যেতেই পারে।
- স্মার্টফোনটির দাম হিসাব করলে অনেক কমই বলা চলে। আশাকরা হচ্ছে এই ফোনটির মুল্য ২০ থেকে ২২ হাজার টাকার ভিতর হবে। ফোনটি Black, Twilight Black ও Twilight এই তিনটি রঙের পাওয়া যাবে।
শেষ কথা
ইউমিডিজি জেড২ একটি বাজেট স্মার্টফোন। র্যাম বেশি থাকায় ফোনটি যথেষ্ট ফাস্ট হবে। সেই সাথে ফাস্ট চার্জিং সুবিধার জন্য বাইরে যাওয়ার তাড়া থাকলেও দ্রুত চার্জ করিয়ে নেওয়া সম্ভব ফোনটিকে। পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই।
Leave a Reply