হুয়াওয়ে নিয়ে এসেছে তাদের ট্রিপল ক্যামেরা স্মার্টফোন হুয়াওয়ে পি২০ প্রো। এই মোবাইলের ব্যাকে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল, একটি ২০ মেগাপিক্সেল এবং সর্বশেষটি ৮ মেগাপিক্সেল, তার সাথে আছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এই মোবাইলের ক্যামেরাই একে করে তুলেছে অনন্য।
চলুন জেনে নেই এর স্পেসিফিকেশন এবং ফিজিক্যাল ওভারভিউ।
হুয়াওয়ে পি২০ প্রো স্পেসিফিকেশন
ডিসপ্লে হিসাবে এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ৬.১ইঞ্চির ওলেড টাচস্ক্রিন ফুল ভিউ নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০ * ২২৪৪ পিক্সেল। ব্যাটারি হিসাবে আছে লি-পলিমার ৪০০০ এমএ এইচ এর ব্যাটারি।
এই মোবাইলের ক্যামেরাই এর সবচেয়ে অনন্য ফিচার, এর পিছনেই ব্যবহার করা হয়েছে তিন তিনটি ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেলের যার অ্যাপেরচার ১.৬। দ্বিতীয়টি টেলিফটো লেন্স যেটি ৮ মেগাপিক্সেলের এবং সর্বশেষ ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের মনোক্রম ক্যামেরা।
এর ফ্রন্ট ক্যামেরায় আছে ২৪ মেগাপিক্সেলের ২.০ অ্যাপেরচার যুক্ত অটোফোকাস ক্যামেরা যা আপনার সেলফি কে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
এই মোবাইলে ব্যবহার করা হয়েছে হিসিলিকন ৯৭০ চিপসেট। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ওক্টাকোর+মাইক্রোকোর আই ৭. আর এটি চলে অ্যান্ড্রয়েড ভার্সব ৮.১ অরিও তে।
এতে আছে ৬ জিবির র্যাম এবং ১২৮ জিবি রম।
এতে রয়েছে হাইব্রিড সিম স্লট। যাতে আপনি ব্যবহার করতে পারবেন ন্যানো সিম।
এতে চার্জিং এর জন্যে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি। সাথে আপনি পেয়ে যাবেন একটি ফার্স্ট চার্জার।
এর বিশেষ ফিচার হচ্ছে এটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। ১ মিটার পানির নিচে এটি সর্বোচ্চ ৩০ মিনিট থাকতে পারে।
এতে আলাদা কোনো মাইক্রো এসডি স্লট পাচ্ছেন না। তাছাড়া ডেডিকেটেড ইয়ারফোন পোর্ট ও পাচ্ছেন না। তবে প্যাকেটের সাথে কনভার্টার পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট টু ৩.৫ এমএম অডিও পোর্ট এ।
আর এতে অন্যান্য সব ফিচারই পেয়ে যাচ্ছেন যা বর্তমানে সব স্মার্ট ফোনেই পেয়ে যাচ্ছেন। যেমন ফিঙারপ্রিন্ট স্ক্যানার, ফেইস আনলক, বিভিন্ন ধরণের সকল সেন্সর। সে সব বিষয়ে প্রায় সবাই জানে, তাই বিস্তারির বলারও প্রয়োজন নেই।
এই মোবাইলের সবকিছু টপক্লাস সে সাথে দামটাও এ+ লেভেলের। ইন্ডিয়ায় এই মোবাইলের দাম ধরা হয়েছে ৬৫ হাজার টাকা প্রায়। অর্থ্যাৎ বাংলাদেশে সব মিলয়ে এর দাম রাখা হবে প্রায় ৭৫-৮০ হাজার টাকা। যা আমার মতে এই মোবাইলের জন্যে একটু বেশিই দাম। ৫০-৬০ হাজার টাকার ভিতরে হলে একদম পারফেক্ট হতো।
সবশেষে বলতে চাই মোবাইল হিসাবে খুবই ভালো এই ডিভাইস। আপনার হাতে যদি টাকা থাকে এবং আপনি যদি হুয়াওয়ে লাভার হয়ে থাকেন, তবে অবশ্যই কিনতে পারেন হুয়াওয়ে পি২০ প্রো।
বন্ধুদের এই আর্টিকেলটি পড়তে সাহায্য করতে আর ট্রিপল ক্যামেরার এই ফোনটি সম্পর্কে জানাতে শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে।
Leave a Reply