ইন্ডিয়ান মার্কেটগুলোতে আসুসের স্মার্টফোনগুলো বেশ সমাদৃত। আমাদের দেশেও অনেক মানুষ আছেন যারা কোয়ালিটির জন্য আসুসের স্মার্টফোনকে পছন্দ করেন। মধ্যম বাজেট আর উন্নত কোয়ালিটির তেমনি একটি স্মার্টফোন হলো আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১) যেটি ভালো পারফর্মেন্সের জন্য অন্যান্য দেশের অনেকের কাছেই প্রিয় একটি ফোন।
নিচের ছবি থেকে এক নজরে দেখে নিন এই ফোনের রেটিং।
আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১)
আপনি যদি মোটামুটি একটি বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আমি আমি আপনাকে সাজেস্ট করবো আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১)। এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ২২৫ ডলার বা প্রায় ১৮০০০ টাকায়। ফোনটিতে আপনি পাবেন একটি দীর্ঘস্থায়ী ব্যাটারী যা ৫০০০ এমএএইচ।
স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ব্যাটারির পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তবে এক নজর চোখ বুলিয়ে আসতে পারেন, দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা ১০টি স্মার্টফোন সম্পর্কে আমাদের অন্য একটি পোস্ট থেকে।
ডিজাইন
আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১) ফোনটি দেখতে অন্যান্য স্মার্টফোনের মতোই। তবে এর চারপাশে এলুমিনিয়ামের ফ্রেম থাকার কারণে ফোনটি দেখতে বেশ ভালো লাগে। ফোনটির ওজন ১৮০ গ্রাম, যদিও এই ওজন একটি স্মার্টফোনের জন্য অনেক বেশি। মূলত ফোনের ৫০০০ এমএএইচ ব্যাটারি ও চারপাশের ফ্রেমের জন্য ফোনটির এত ওজন।
ফোনটির ডিসপ্লে হলো ১৮ঃ৯ রেশিও এর রাউন্ড কর্নার ডিসপ্লে এবং এর চারপাশের বর্ডার অনেক ক্ষুদ্র। যে কারণে ফোনটি দেখতে একটু আলাদাই। এছাড়া এতে রয়েছে ২.৫ ডি কার্ভ গ্লাস যা ফোনের ডিসপ্লেকে রক্ষা করে।
ডিসপ্লে
আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১) এর রয়েছে ১৮ঃ৯ রেশিও এর ৫.৯৯ ইঞ্চি ফুল এইডি+ ডিসপ্লে যা দিয়ে আপনি মুভি দেখে বেশ মজা পাবেন। এছাড়া দিনের বেলা আপনি যখন ঘরের বাইরে ফোনটি ব্যবহার করবেন, তখনও রোদের মধ্যে বেশ ভালো দেখতে পাবেন ফোনের স্ক্রিন। এটা বলা যায়, এই দামের মধ্যে অন্যসব ফোনের চেয়ে আসুসের এই ফোনটির ডিসপ্লে অনেক ভালো।
পারফর্মেন্স
আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১) তে রয়েছে স্ন্যাপ ড্রাগন ৬৩৬, এই একই প্রসেসর রয়েছে রেডমি নোট ৫ প্রো তে (Redmi Note 5 Pro)।
ডিভাইসটি রয়েছে দুই রকমের ম্যামোরি। একটি হলো ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এবং অন্যটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট। আর এই ফোনটি গেমিং এর জন্য বেশ ভালো।
হার্ডওয়্যার
ডিভাইসটিতে দুটি ন্যানো সিম ও একটি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে এবং একই সময়ে সবগুলোই এক্টিভ থাকে। তবে দুইটি ফোরজি সিম একসাথে ব্যবহার করতে পারলেও ডাটা ব্যবহারের ক্ষেত্রে যে কোনো একটিতে ফোরজি থাকবে আর অন্যটিতে থ্রিজি।
ক্যামেরা
আসুস জেনফোন ম্যাক্স প্রো (এম ১) তে রয়েছে দুইটি ব্যাক ক্যামেরা। যার একটি হলো ১৩ মেগাপিক্সেল ও অন্যটি ৫ মেগাপিক্সেল। সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরা বেশ ভালো। এর ফ্রন্ট সাইডে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে আপনি বেশ ভালো সেলফি উঠাতে পারবেন। কারণ ফ্রন্ট ক্যামেরার সাথেও থাকছে একটি এলইডি ফ্ল্যাশ।
শেষ কথা
সবকিছু মিলিয়ে আসুসের এই ফোনটি বেশ ভালো, চাইলে আপনি ফোনটি কিনতে পারেন। আর রিভিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।
Leave a Reply