কিছুদিন পরেই শুরু হচ্ছে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপ। কে জিতবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের গবেষণা। নিজের দেশ অংশগ্রহণ না করলেও ফুটবল যে এদেশের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় একটি খেলা তা এই সময় আসলেই বোঝা যায়। শুধু যে মাঠেই ফুটবল খেলা যাবে এমনটা নয়, মোবাইলের জন্যও রয়েছে অ্যান্ড্রয়েড ফুটবল গেম। নিজের পছন্দের টিমকে নিয়ে এখন অ্যান্ড্রয়েড মোবাইলেই খেলা যায় মজার মজার সব ফুটবল গেম।
অ্যান্ড্রয়েড ফুটবল গেম
অ্যান্ড্রয়েডের জন্য হাই কোয়ালিটি ও গ্রাফিক্সের অনেক গেম পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। সেই সব গেমে পাওয়া যায় নিজের পছন্দের টিম। এমনকি পছন্দের প্লেয়ারটিকেও পাওয়া যায় বিভিন্ন ভার্সনে। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি ফুটবল গেম সম্পর্কে।
১. Dream League Soccer 2018
এই গেমটিতে আপনি আপনার নিজের পছন্দের দল নির্বাচন করতে পারবেন যার নাম হবে “ড্রিম এফসি”। গেমটিতে আপনি ইচ্ছা করলে ট্র্যান্সফার মার্কেট থেকে যে কোনো প্লেয়ারের সাথে তার স্কিলের উপর নির্ভর করে নির্দিষ্ট পরিমাণ কয়েন দিয়ে সেই প্লেয়ারের সাথে সাইন করতে পারবেন।
কয়েনের জন্য আপনাকে অবশ্যই ম্যাচ জিততে হবে, অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে হবে অথবা অ্যাড দেখতে হবে। গেমসটি আপনার সমস্ত প্রোগ্রেস ক্লাউডে সংরক্ষণ করে। এর ফলে আপনি যে কোনো ভিন্ন ডিভাইস থেকে আপনার প্রোগ্রেস কন্টিনিউ করতে পারবেন।
২. FIFA Soccer
অ্যান্ড্রয়েডের জন্য ফিফা সচার সবচেয়ে তীব্র এবং বৈশিষ্ট্যপূর্ণ মোবাইল ফুটবল গেমগুলোর মধ্যে একটি। অফিশিয়াল গেম হওয়ার কারণে অতীত ও বর্তমানের স্টার প্লেয়ারসহ ৫৫০টি রিয়াল টিম থেকে অনেক লাইসেন্সধারী খেলোয়াড় রয়েছে।
এছাড়াও এই গেমটির রয়েছে আলটিমেট টিম, ড্রিম টিম বৈশিষ্ট্য। তাছাড়াও বেস্ট প্লেয়ার কার্ড এবং FUT কয়েনের জন্য বিশ্বব্যাপী খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এই ফুটবল গেমটির মাধ্যমে।
৩. Real Football
বিপুল সংখ্যক লাইসেন্সপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় এবং টিম, সেই সাথে সুন্দর গ্রাফিক্সের আরও একটি অ্যান্ড্রয়েড ফুটবল গেম হলো রিয়াল ফুটবল। প্রদর্শনী ম্যাচ, লীগ, এবং আন্তর্জাতিক কাপ মোডসহ বিস্তৃত গেম মোড রয়েছে এই গেমটির। এছাড়াও আপনি সবসময় প্রশিক্ষণ মোডে আপনার দক্ষতা অনুশীলন করতে পারেন।
Real Football গেমে রয়েছে কাস্টমাইজেবিলিটি বোর্ড যার মাধ্যমে আপনি আপনার টিম কিটগুলো কাস্টমাইজ করতে পারবেন, দল গঠন করতে পারবেন, আপনার স্টেডিয়ামগুলো আপগ্রেড করতে পারবেন। একই সাথে বিভিন্ন কৌশল নির্বাচন করতে পারবেন।
৪. Top Eleven 2018 – Be a Soccer Manager
অ্যান্ড্রয়েডের জন্য জনপ্রিয় একটি অনলাইন ফুটবল গেম এটি। এই গেমটিতে আপনাকে আপনার নিজের দল তৈরি করতে হবে এবং অনলাইনে লক্ষ লক্ষ খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। একজন ফুটবল ম্যানেজার হওয়ার হতে হলে আপনাকে টপ-লেভেলের একটি টিম গঠন করতে হবে অন্য দলকে হারানোর জন্য।
Top Eleven 2018 গেমে আপনি কাপ, লীগ এবং অন্যান্য সেসনের জন্য খেলতে পারবেন। এছাড়াও আপনি আপনার দল নিয়ে অন্যান্য ফুটবল ম্যানেজারদের চ্যালেঞ্জ করতে পারেন। তাছাড়াও আপনি আপনার বন্ধুদেরও ফ্রেন্ডলি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারবেন।
৫. FIFA 16 Soccer
অ্যান্ড্রয়েডের জন্য আরও একটি সেরা গ্রাফিক্সের মনমাতানো ফুটবল গেম হলো ফিফা ১৬ সকার। গেমটিতে আপনি বিশ্বের সেরা প্লেয়ারদের নিয়ে আপনার পছন্দের টিম বানাতে পারেন। খেলার স্টাইল, ফরম্যাশন, কিটস, ব্যালেন্স প্লেয়ারদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করতে পারবেন।
FIFA 16 Soccer গেমে ডেইলি চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে আপনি অ্যাওয়ার্ড অর্জণ করতে পারবেন। ৫০০ টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত দল থেকে ১০,০০০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে আপনার পছন্দের টিম নির্বাচন করার সুযোগ রয়েছে। এমনকি, এই গেমটিতে অন্যান্য টিমের সাথে লড়াই করতে পারবেন আপনার সাজানো স্ট্রং টিম নিয়ে।
অবসর সময় কাটানোর জন্য গেম খেলা যেতেই পারে। আর তা যদি ফুটবল হয়ে থাকে, তাহলে তো সময় যে কখন কেটে যাবে তা টের পাওয়াও দুস্কর। গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই পোস্টে আলোচনা করা সেরা ৫টি অ্যান্ড্রয়েড ফুটবল গেম আর মজা নিন ফুটবল খেলার।
Leave a Reply