ফটোশপে কাজ করতে ভালোবাসেন, তবে এখনো পিএসডি ফাইল ডাউনলোডের জন্যে সেরা ওয়েবসাইটগুলো খুঁজে পাননি, তবে এই আর্টিকেল আপনার জন্যে। এখানে আমি এমন ২০টি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি সম্পুর্ণ ফ্রিতে ফটোশপের জন্যে পিএসডি ফাইল ফাইল ডাউনলোড করতে পারবেন।
ফটোশপের জন্যে পিএসডি ফাইল
প্রথমে পিএসডি সম্পর্কে ছোট্ট করে ধারণা দেই আপনাদের। পিএসডি এর সম্পুর্ণ রুপ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। যার অর্থ অন্য কারো ডিজাইন করা প্রোডাক্ট যা আপনি ফটোশপে ওপেন করে নিজের ইচ্ছামত এডিট করে নিতে পারবেন।
চলুন একনজরে ফটোশপের জন্যে সেরা সেরা পিএসডি ফাইল ডাউনলোডের জন্যে ওয়েবসাইটগুলো দেখে নেওয়া যাক।
এই ওয়েবসাইটে পিএসডি ফাইলের বিশাল বড় কালেকশন পাবেন এবং নিজের ডিজাইন ও এই ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।
২। ফ্রিবাইসএক্সপ্রেস (freebiesexpress)
এখানে পাবেন ফ্রিবাইস পিএসডি এবং মক আপ এর বিশাল বড় কালেকশন।
এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন প্রয়োজনীয় ভেক্টর এবং পিএসডি ফাইল।
পরিমানে কম থাকলেও এই ওয়েবসাইটে পাবেন সেরা কিছু পিএসডি ফাইল যা এখন পর্যন্ত ৮৮ হাজার বার ডাউনলোড হয়েছে।
এই ওয়েবসাইটে এক মিলিয়ন এর বেশি পিএসডি ফাইল রয়েছে। যাতে আছে ব্যানার থেকে শুরু করে মক আপ পর্যন্ত। দেরী না করে নিজের পছন্দের পিএসডি ফাইল ডাউনলোড করে ফেলুন।
৬। অল ফ্রি ডাউনলোডস (Allfreedownloads)
গ্রাফিক রিসোর্স এর বিশাল বড় কালেকশন পাবেন এই ওয়েবসাইটে।
৭। অফিসিয়াল পিএসডি’স (officialPSDs)
এই ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরি থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিজের পছন্দের পিএসডিটি।
৮। পিএসডি গ্রাফিক্স (Psdgraphics)
এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, মক আপ, আইকন ইত্যাদি।
এই ওয়েবসাইটে আপনি অন্যান্য ডিজাইনারদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের ডিজাইন ডাউনলোড করতে পারবেন।
এটি একটি গ্রাফিক কম্যুনিটি যেখানে ডিজাইনারদের ডিজাইন শেয়ার করা হয়।
গ্রাফিক ডিজাইনারদের জন্যে এটি একটি প্রিয়াম সোর্স যাতে ইউ আই আইকন থেকে শুরু করে ডিজাইনিংয়ের সব কিছুই পেয়ে যাবেন। নিয়মিত নতুন নতুন ডিজাইন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এখানে গ্রাফিক ডিজাইন এর পাশাপাশি পেয়ে যাবেন ওয়েব ডিজাইনের জন্য বিভিন্ন টেমপ্ল্যাট।
৩। ল্যান্ড অফ ওয়েব (Land of web)
ইউ আই এলিমেন্ট, প্যাট্ররন, ব্রাশ, টেক্সচার, সবই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে।
১৪। ব্লু গ্রাফিক (Blue graphic)
পিক্সেল পারফেক্ট পিএসডি ফাইলস এবং ওয়েবসাইটের থিমের জন্যে সেরা এই ওয়েবসাইট।
১৫। গ্রাফিকবার্গার (Graphic burger)
ভালোবাসা দিয়ে রিফাইন করা প্রতিটা পিক্সেল এর জন্যে সুনাম এই ওয়েবসাইটের। ডিজাইনিং এর প্রয়োজনীয় সবই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে।
১৬। টেক এন্ড অল (Tech and all)
টেক লাভার এবং ওয়েব ডিজাইনারদের জন্যে সেরা ওয়েব ম্যাগাজিন। ঘুরে আসতে পারেন এর বিশাল কালেকশনের মধ্যে।
১৭। টেমপিস (Tempees)
এই ওয়েবসাইটের প্রফেশনাল সব ডিজাইন আপনাকে মুগ্ধ করবেই। নিজের পছন্দের ডিজাইনও পেয়ে যাবেন এই ফ্রি ওয়েবসাইটে।
১৮। গ্রাফিক্সফুয়েল (Graphics fuel)
গত কয়েকবছর ধরে কোয়ালিটি প্রোডাক্ট এর সাপ্লাই দিয়ে যাচ্ছে এই ওয়েবসাইট। আশা করি, আপনার প্রয়োজনীয় ডিজাইন ও পেয়ে যাবেন অসাধারণ এই ওয়েবসাইটে।
১৯। প্রিমিয়াম পিক্সেলস (Premium pixels)
প্রিমিয়াম রিসোর্স যেমন ইউ আই আইকন, প্যটার্ন, টেক্সচার ও ব্যকগ্রাউন্ডের বিশাল বড় কালেকশন রয়েছে এই ওয়েবসাইটে।
২০। ফ্রি পিএসডি ফাইলস (Freepsdfiles)
ফ্রি পিএসডি এবং রিসোর্স এর বিশাল বড় কালেকশন নিয়ে অনলাইন জুড়ে তুমুল জনপ্রিয় এই ওয়েবসাইট।
আশা করি, ফটোশপের জন্যে পিএসডি ফাইল ডাউনলোডের এই ওয়েবসাইটগুলো আপনার খুব কাজে লাগবে। আপনি যদি ভবিষ্যতের জন্যে এই লেখাটি তুলে রাখতে চান, তবে লেখাটি ফেসবুকে শেয়ার করে রাখুন।
thuisa marma says
ভাই, গ্রাফিক্স ডিজাইন করার জন্য পিএসডি ফাইল কিভাবে ডাউনলোড করবো? দয়া করে একটু হেলপ করলে ভাল হবে। আমি একজন নতুন ডিজাইনার।
টি আই অন্তর says
ধন্যবাদ, thuisa marma। পিএসডি ফাইল ডাউনলোডের আলাদা কোনও নিয়ম নেই। আমরা ছবি, অডিও, ভিডিও, কিংবা যে কোনও ফাইল যেভাবে ডাউনলোড করি, ঠিক সেভাবেই গ্রাফিক্স ডিজাইনের জন্যে পিএসডি ফাইল ডাউনলোড করা যায়। এখানে যেসব ওয়েবসাইট দেয়া আছে, এগুলোর যে কোনটিতে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইলটি সার্চ দিয়ে বের করে নিন, এরপর দেখুন সেটির পিএসডি দেয়া আছে কিনা, যদি থাকে, তো সাধারণ নিয়মেই Download বাটনের উপর ক্লিক করে ডাউনলোড করে নিন।
hafijur says
পিএসডি ফাইলের প্রয়োজনে সার্চ করতে গিয়ে এই লেখাটি খুঁজে পাওয়া। দারুণ, এক জায়গাতেই পেয়ে গেলাম ২০টি সাইট যেগুলো থেকে দরকারি ফাইলটি ডাউনলোড করতে পারছি। ধন্যবাদ হৈচৈ কে।