নোকিয়া ব্র্যান্ডটির মালিকানার পরিবর্তণ ঘটলেও গ্রাহকদের প্রতি ভালোবাসা অক্ষুন্ন রয়েছে। নোকিয়াও তার গ্রাহকদের চাহিদামত নিত্যনতুন ডিভাইস দিয়ে বাজার মাতিয়ে রেখেছে। তারি ধারাবাহিকতায় এবার বাজারে আনতে চলেছে নোকিয়া এক্স।
২০১৪ সালের নোকিয়া এক্স এর কথা মনে আছে নিশ্চয়ই। এইচএমডি গ্লোবাল পূর্বের নকিয়া ফোনের নাম ফিরিয়ে আনতে চলেছে। তবে নাম পুরনো হলেও পন্য একেবারে নতুন। জনশ্রুতি রয়েছে যে হ্যান্ডসেটটি অ্যাপলের আইফোন এক্স এর অনুকরণে তৈরি হয়েছে। চলুন নোকিয়ার এই আসন্ন এই ডিভাইসটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করি।
নোকিয়া এক্স এর ঘোষণা এবং মুক্তিঃ
নোকিয়া এক্স ফোনটির খবর ইতিমধ্যে বেশ কয়েকটি সরকারী সূত্রের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই নোকিয়া এক্স নামের একটি ডিভাইস এইচএমডি গ্লোবাল বাজারে আনতে চলেছে তা আমরা অনেকেই জানি। প্রাথমিকভাবে, নোকিয়া এক্স এর একটি বিজ্ঞাপন চীনে দেখানো হয় এবং ২৭ এপ্রিলকে মুক্তির একটি সম্ভাব্য তারিখ হিসেবেও ঘোষনা দেয়া হয়।
যদিও একটি ফোন ২৭ এপ্রিল চীনে কিছুটা দেখানো হয়েছিল, তবে সেটা প্রকাশ্যে ছিল না এবং শোনা যায় যে ফোনটি স্লিম বডির ছিল। এখন শোনা যাচ্ছে ১৬ মে ২০১৮ সাল নাগাদ ডিভাইসটি বাজারে আসতে পারে। নোকিয়ার অফিসিয়াল ওয়েবপেজেও এই তারিখটির উল্লেখ করা হয়েছে, সাথে ফোনটির একটি ইমেজও দেয়া হয়েছে।
কিছুদিন আগে একটি টিজার নোকিয়ার ওয়েইবো চ্যানেলে পোস্ট করা হয়েছিল, যেখানে নোকিয়া এক্স লেবেলযুক্ত শিপিং কন্টেইনার দেখায় এবং টেক্সটে হিন্টস্ হিসেবে দেয়া ছিল যে “উই মে সি মোর দ্যান ওয়ান মডেল”।
এই সময়ে শুধুমাত্র চীনেই নোকিয়া এক্স এর টিজার ইমেজটি দেখা গিয়েছে। এর থেকে এই ডিভাইসটিকে ইন্টারন্যাশনালি রিলিজ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে, অন্তত প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। নকিয়া নামটি বিশ্বজুড়ে পরিচিত হলেও, এইচএমডি গ্লোবাল বারবার প্রথমে চীনে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করেছে। যেমন- নোকিয়া ৫, নোকিয়া ৬ এবং নোকিয়া ৭ এবং নোকিয়া এক্সের ক্ষেত্রেও এই প্যাটার্নটি বজায় রাখলে খুব একটা অবাক হওয়ার নেই।
নোকিয়া এক্স এর ডিজাইন
নোকিয়া এক্স দেখতে কেমন হতে পারে, জানতে ইচ্ছে করছে নিশ্চয়? জনশ্রুতি রয়েছে যে, মোবাইল শিল্পের ক্রমবর্ধমান ট্রেন্ড অনুসরণ করে এতে একটি স্ক্রিন নচ থাকবে। এই রহস্যময় ফোনটির একটি ইমেজ চীনের অফিসিয়াল ওয়েইবো পেজে নোকিয়া পোস্ট করেছে। নোকিয়া এক্স হিসাবে ১৬ মে বাজারে আসছে এমন একটি ফোনের ফ্রন্ট পার্ট দেখাচ্ছে ইমেজটিতে। ইমেজে ফোনটির স্ক্রিনের উপরের দিকে একটি নচ বিপরীত দিকে একটি চিন দেখা যাচ্ছে।
Ben Geskin যিনি অ্যাপল আইফোন এর তথ্য লিকের জন্য পরিচিত, তার টুইটে অনুরুপ ডিজাইনের নোকিয়া এক্স (অথবা নকিয়া এক্স6) এর লাইভ ইমেজ দেখা যাচ্ছে।
২৭ এপ্রিল প্রকাশিত খুব সংক্ষিপ্ত একটি ভিডিওতে যে ফোনটির রিয়ার পার্ট এবং ফ্রন্ট পার্ট দেখানো হয়েছে ধারণা করা হচ্ছে সেটিই হচ্ছে নোকিয়া এক্স। এই স্বল্প ভিডিওটি থেকে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে ধারণা পেতে চাইলে খুব দ্রুত আপনাকে দেখার কাজটি করতে হবে। কারণ ভিডিওটি এতটাই সংক্ষিপ্ত যে এর ফ্রন্টে নচটিও ঠিকমত নজরে আসে না। যাইহোক, এই অল্প সময়ের মধ্যেও রিয়ারে ডুয়াল লেন্স ক্যামেরা আছে লক্ষ্য করা যায়।
তবে এখুনই এত উচ্ছ্বাসিত হবেন না, কারন টিজারে এক নজরে যা দেখছেন বাস্তবিকে নোকিয়া এক্স তেমনটা নাও হতে পারে। কেননা এর আগে নোকিয়া ৬ এরও এমন কিছু টিজার বেরিয়েছিল কিন্তু অরিজিনাল ডিভাইসটির টিজারে দেখানো ফোনের সাথে তেমন কোন মিলই ছিল না। এটি সম্ভব, এইচএমডি গ্লোবাল নোকিয়া এক্স ব্র্যান্ডের নাম ব্যবহার করে একাধিক ফোন প্রদর্শন করতে পারে যা অনেকটা কয়েক বছর আগে নোকিয়া এবং মাইক্রোসফট যেমন করেছিল।
যদিও এই মুহূর্তে যাচাই করা যাবে না, তবে লিক হওয়া টিজার অনুসারে ডিভাইসটির স্ক্রিনের নিচের দিকে ছোট্ট চিন দেখা যায় এবং রিয়ারে লম্বালম্বিভাবে ডুয়াল লেন্স ক্যামেরা দেখা যায়। দেখে মনে হয়েছে কপার কালারের হাইলাইটগুলো ডিভাইসটির সাদা বডিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ডিভাইসটির রিয়ারে ক্যামেরা অ্যারের নীচে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেখা যায়।
নোকিয়া এক্স স্পেসিফিকেশন
নোকিয়া এক্স৬ যদি নোকিয়ার প্রথম নতুন এক্স ফোন হয় তবে ছড়িয়ে পড়া গুজব অনুসারে এর স্ক্রিন ৫.৮ ইঞ্চির হতে পারে এবং স্বাভাবিকের চেয়ে বড় ১৯:৯ এস্পেক্ট রেশিও থাকতে পারে। ধারণা করা হচ্ছে এর দামটাও বেশ প্রতিযোগিতামূলক হতে পারে। এতে মিডিয়াটেক পি৬০ প্রসেসর থাকতে পারে এবং ৪জিবি র্যাম থাকার সম্ভাবণা আছে। পরবর্তীতে একটি ইন্টারন্যাশনাল ভার্সস স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপ এবং ৬ জিবি র্যামের সাথেও চালু হতে পারে।
চলুন এবার ডিভাইসটির নামকরণ নিয়ে কিছু কথা বলা যাক
আমরা এখুনো পুরোপুরি নিশ্চিত না যে নোকিয়া এক্স একটি পৃথক ডিভাইস হবে, নাকি এটি কমপ্লিট নিউ রেঞ্জের ফোন হতে যাচ্ছে নোকিয়া। এইচএমডি গ্লোবাল এর নামকরণ স্ট্র্যাটেজি সংখ্যার উপর নির্ভরশীল যেটা আমরা নোকিয়া ২ থেকে নোকিয়া ৮ পর্যন্ত বিভিন্ন মডেলের ডিভাইসগুলোতে দেখেছি এবং নোকিয়া ৯ এর গুজবও ইতোমধ্যে ছড়িয়েছে।
এর মানে হল যে এটির নাম উভয় প্রকারেরই হতে পারে অর্থাৎ গুজব অনুসারে নোকিয়া ৬এক্স হতে পারে আবার পৃথকভাবে নোকিয়া এক্সও হতে পারে। এর নামকরণ পৃথকভাবে নোকিয়া এক্স হলে “নোকিয়া ১০” এর পরিবর্তে অ্যাপলের আইফোন এক্স এর মত করে রোমান হরফে লেখা হতে পারে।
এই ছিল এখন পর্যন্ত নোকিয়া এক্স নিয়ে ছড়িয়ে পরা সর্বশেষ খবরাখবর। নোকিয়ার এই সেটটি সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
মাহামুদুল হাসান আসিফ says
নোকিয়ার বাজারে যে ধ্বস নেমেছিলো তারপরো তাদের এরকম নতুন কিছু প্রচেষ্টা দেখে ভালো লাগছে। We can only hope they’ll regain their reputation over time.
Good news with a proper destribution of information.
সানজিদা জামান says
অনেক ধন্যবাদ