মাদারবোর্ড কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গুরুত্বপূর্ণই নয়, আসলে এটি কম্পিউটারের অপরিহার্য্য অংশ। কেননা, মাদারবোর্ড ছাড়া কম্পিউটার হয়ই না। মাদার মানে মা। সুতরাং, বুঝতেই পারছেন এটি কম্পিউটারের মা, যা ছাড়া সন্তানের কথা কল্পণাই করা যায় না। আসুন, কম্পিউটারের এই অপরিহার্য্য পার্টটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
মাদারবোর্ড কি?
মাদারবোর্ড একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যা কম্পিউটারের মূল ফাউন্ডেশন হিসেবে কাজ করে। এটি কম্পিউটার চ্যাসিসের নিচে কিংবা ব্যাক সাইডে থাকে। মাদারবোর্ড কম্পিউটারের অন্যান্য ডিভাইসে পাওয়ার সাপ্লাই দেয় এবং সিপিইউ, র্যাম ও অন্যান্য হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে র্যাম। সুতরাং, জেনে নিন র্যাম কি আর কম্পিউটারে এটি কিভাবে কাজ করে।
যাইহোক, মাদারবোর্ডের আরো অন্যান্য অনেক নাম রয়েছে যেমন, এমবি, বেস বোর্ড, মোবো, মেইন বোর্ড, মেইন সার্কিট বোর্ড, এম-বোর্ড, সিস্টেম বোর্ড, প্ল্যানার বোর্ড, লজিক বোর্ড ইত্যাদি। কম্পিউটারের সাইজ ও টাইপের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের মাদারবোর্ড রয়েছে।
কম্পিউটারের জগতে প্রথম মাদারবোর্ড
১৯৮১ সালে রিলিজ হওয়া আইবিএম পারসোনাল কম্পিউটারের মাদারবোর্ডটিকেই কম্পিউটার জগতের প্রথম মাদারবোর্ড হিসেবে বিবেচনা করা হয়। তখন অবশ্য আইবিএম কোম্পানি এটার নাম দিয়েছিল প্লানার।
স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে কি মাদারবোর্ড আছে?
হ্যাঁ, ডেস্কটপ কম্পিউটার ছাড়াও ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনেও মাদারবোর্ড আছে্ যা মূলত লজিক বোর্ড হিসেবেই বেশি পরিচিত। লজিক বোর্ড দেখতে অনেকটা মাদারবোর্ডের মতই যা একই রকমভাবে কাজ করে। তবে কম্পিউটারের মাদারবোর্ডে যত কম্পোনেন্ট থাকে, এ উল্লেখিত ডিভাইসগুলোতে অত বেশি কম্পোনেন্ট থাকে না।
মাদারবোর্ডে কি কি থাকে?
মাদারবোর্ডে অনেক কিছু থাকে, নিচে প্রধান প্রধান কম্পোনেন্টগুলোর লিস্ট দেয়া হল-
- এক্সপেনশন স্লটস্ (পিসিআই এক্সপ্রেস, এজিপি)
- মেমোরি স্লট
- ব্যাক পেন কানেক্টর
- ফোর পিন পাওয়ার কানেক্টর
- থ্রি পিন কেস পেন কানেক্টর
- ফ্লপি কানেকশন
- সিস্টেম প্যানেল কানেক্টর
- ২৪ পিন এটিএক্স পাওয়ার সাপ্লাই কানেক্টর
- এটিএ/ আইডিই ডিস্ক ড্রাইভ প্রাইমারি কানেকশন
- ইনডাক্টর
- হিট সিংক
- ক্যাপাসিটর
- নর্থব্রিজ
- সাউথব্রিজ
- স্ক্রু হোল
- সিপিইউ সকেট
- ইউএসবি হেডার
- রেইড
- এফডব্লিউএইচ
- সিডি-ইন
- জাম্পারস্
- সিরিয়াল পোর্ট কানেক্টর, ইত্যাদি।
কম্পিউটারের কি ফাদারবোর্ড আছে?
কম্পিউটারের যেহেতু মাদারবোর্ড আছে, সেহেতু এর ফাদারবোর্ডও থাকার কথা। আছে কি? না ভাই, কম্পিউটারের মাদারবোর্ড থাকলেও ফাদারবোর্ড নেই। তবে, ডটারবোর্ড আছে। ডটারবোর্ড কম্পিউটারের একটি এক্সপ্যানশন বোর্ড যা মাদারবোর্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে এবং এটি কম্পিউটারে নানা রকম ফাংশনালিটি যোগ করে। যেমন, মডেম যোগ করা এই ডটারবোর্ডের কাজ।
ডটারবোর্ডের আরো অনেক নাম রয়েছে। যেমন, পিগিব্যাক বোর্ড, ডটার কার্ড, ইত্যাদি। তবে, বর্তমানের ডেস্কটপ কম্পিউটারে ডটারবোর্ড ব্যবহার করা হয় না। তার পরিবর্তে আইএসএ কার্ড বা পিসিআই কার্ড ব্যবহার করা হয়।
যাইহোক, মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত জানা হলো। এবার জেনে নিন মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে কি করবেন। আশা করি, মাদারবোর্ড সম্পর্কে আপনার মনে আর কোনও প্রশ্ন নেই। যদি থাকে, তবে অবশ্যই কমেন্ট করে হৈচৈ বাংলাকে জানান, উত্তর পেয়ে যাবেন।
Mahruf says
মাদারবোর্ড সম্পর্কে Awesome একটি পোস্ট যা পড়ে মাদারবোর্ড কি ও এটি কিভাবে কাজ করে, সে সম্পর্কে বিস্তারিত জাানা হলো।