ফেসবুকে কোন বড় স্টেটাস লিখছেন, লিখতে লিখতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে! বিরক্ত হয়ে রেখে দিচ্ছেন! যা, আজ আর লিখবোই না! অথবা বন্ধুর সঙ্গে চ্যাট করছেন, এত কথা মনে আসছে যে সব লেখা হয়ে উঠছে না, দুই এক কথাতেই সারতে হচ্ছে !! কখনো কখনো হয়তো ভেবেছেন, ইস্, যদি এমন হতো যে আমি বলতাম আর কেউ লিখে দিতো!
হ্যাঁ, আপনি শুধু মুখে বলবেন আর অন্যজন আপনার হয়ে লিখে দেবে। না, এই অন্যজন আপনার কোন বন্ধু নয়, ভাই-বেরাদার নয়, গার্ল ফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ডও নয়; বরং তার থেকেও বেশি। এ যে গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত দারুণ একটি অ্যাপ, যার নাম জিবোর্ড।
অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি প্রতিনিয়তই কোন না কোন চমক আমাদের সামনে নিয়ে আসছে। নিজেদের জনপ্রিয়তাকে ধরে রাখতে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন নতুন ফিচার যোগ করেই চলেছে। প্রতিনিয়তই গুগল প্লে ষ্টোরে তাদের অফিসিয়াল বিভিন্ন প্রোডাক্ট পাবলিশ করছে যা অ্যান্ড্রয়েডের কর্মক্ষমতাকে উন্মুক্ত করে আমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ করে তুলছে। যার সর্বশেষ আপডেট হলো অ্যান্ড্রয়েডে মুখে বলে বাংলা টাইপ করা।
অবাক হচ্ছেন! অবাক হওয়ার মত হলেও সত্যি যে আপনাকে এখন আর কষ্ট করে অ্যান্ড্রয়েডে হাত দিয়ে টাইপ করার প্রয়োজন নেই। মাত্র কয়েকটি ধাপের একটি সহজ পদ্ধতি অনুসরন করলেই আপনার ফোনটি এখন থেকে আপনার মুখের কথায় বাংলা লিখতে শুরু করবে।
অ্যান্ড্রয়েডে মুখে বলে বাংলা টাইপ
গুগলের বিভিন্ন সেবায় বাংলা ভাষা অনেক আগে স্বীকৃতি পেলেও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটি এতোদিন পিছিয়ে ছিলো। আমাদের দেশের সাধারণ ব্যবহারকারীদের এর আগে বাংলায় টাইপ করার জন্যেও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ এর সাহায্য নিতে হতো। কিন্তু সম্প্রতি গুগলের জিবোর্ড-দ্যা গুগল কি-বোর্ড অ্যাপটি ব্যবহার করে এখন বাংলাভাষী মানুষেরা শুধু বাংলায় হাত দিয়ে টাইপ করাই নয় বরং চাইলে মুখে বলেও তাদের ডিভাইসটিকে দিয়ে স্বয়ক্রিয়ভাবে টাইপ করাতে সক্ষম হবেন সহজ কিছু পদ্ধতি অনুসরন করার মধ্যমে। তাই দেরী না করে চলুন শুরু করি-
- কাজটি করার জন্য প্রথমেই গুগল প্লে ষ্টোর থেকে Gboard – the Google Keyboard অ্যাপটি ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে। অ্যাপটির সাইজ মাত্র ২২ মেগাবাইটের মত। গুগল প্লে ষ্টোরে যেয়ে Gboard লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন অথবা ছবির নিচের নীল বাটনে ক্লিক করে Install করে নিন। অ্যাপটি Install এ ক্লিক করে ডাউনলোড এবং ইনষ্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- সফলভাবে অ্যাপটি ইনষ্টল হয়ে গেলে সেটি ওপেন করুন এবং Enable In Setting এ ক্লিক করুন। এরপর ইনপুট মেথড এ Gboard অপশনটি এনাবল করে দিন। এনাবল করার সময় স্ক্রিনে একটি বার্তা আসবে সেখানে ওকে ট্যাপ করুন।
- ২য় ধাপটি সম্পন্ন হওয়ার পরপরই Gboard এর Step-2 অর্থাৎ Select Input Method স্ক্রিনটি আপনাদের সামনে এসে হাজির হবে। এখানে ক্লিক করলেই আপনার ফোনে ইনষ্টল থাকা যাবতীয় কিবোর্ডের তালিকা আপনার সামনে এসে আসবে এখানে Gboard কে সিলেক্ট করে দিন এবং Done লেখাটিকে ক্লিক করুন।
- এবার কি-বোর্ড সেটিংস স্ক্রিনটি আপনার সামনে এসে উপস্থিত হবে। এখান থেকে প্রথমে Language এ ক্লিক করুন।
- এরপর Add Keyboard এ ক্লিক করলে দেখা যাবে Suggested Language এ Bangla (Bangladesh) দেখাবে। সেখানে ক্লিক করুন। আর যদি সেখানে না পান তাহলে Alll Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করে দিন।
- এই ধাপে আপনাকে বাংলা ভাষা সম্পর্কিত সেটিংস এর জন্য সম্ভাব্য অপশনগুলো নির্বাচন করতে হবে। আপনি চাইলে সবগুলো অপশনই নির্বাচন করতে পারেন। তবে আমরা যে কাজটি করতে যাচ্ছি তার জন্য শুধু Bangla অপশনটি নির্বাচন করে Done এ ক্লিক করলেই হবে।
বাংলা ভয়েস টাইপিং এর জন্য আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেটিংসগুলি করা শেষ। এবার টাইপ করার জন্য যেকোন ওয়ার্ড প্রসেসিং অ্যাপ বা ম্যাসেজিং অ্যাপ ওপেন করুন। আমি এখানে গুগল ডক ওপেন করেছি আপনারা চাইলে ম্যাসেঞ্জার, ফেসবুক বা অন্যান্য অ্যাপও ব্যবহার করতে পারেন। ফেসবুকে বা গুগল ডকে টাইপ করার জন্য নির্দিষ্ট স্থানে ক্লিক করুন। এ অবস্থায় অবশ্যই আপনার ডিফল্ট কিবোর্ড হিসাবে Gboard চালু হয়ে যাবে।
লক্ষ্য করে দেখুন কিবোর্ডটি তে স্পেস বার এ English লেখা আছে। স্পেসবারটি কিছুক্ষন চেপে রাখুন এবং Change Keyboard অপশন থেকে Bangla (Bangladesh) অপশনটি নির্বাচন করে দিন।
এখন আপনি বাংলা ভয়েস টাইপিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার সামনে যে কিবোর্ড টি রয়েছে খেয়াল করে দেখুন তার ডান কোনায় একটি স্পিক আইন রয়েছে। আইকনটিতে ট্যাপ করুন। Speak Now লেখাটি প্রদর্শিত হলে কথা বলুন আর ম্যাজিক দেখুন।
এখন আপনি চাইলেই ফেসবুক, ম্যাসেঞ্জার সহ যে কোন ধরনের অ্যাপেই মুখে বলে বাংলাতে টাইপ করতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে যে এই ফিচারটির মাধ্যমে আপনি দাড়ি, কমা ইত্যাদি ধরনের চিহ্নগুলি দিতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে কোন লাইন বলা শেষ হলে কিবোর্ড থেকে দাড়ি বা কমা চিহ্নটি চাপ দিয়ে কাজ করাই ভালো। চিহ্নগুলি বসানো হয়ে গেলে পুরনায় Speak Now বাটনে ক্লিক করে কথা বলা শুরু করুন।
অ্যান্ড্রয়েডে মুখে বলে বাংলা টাইপ করা ছাড়াও এমন হাজারও ফিচার রয়েছে যা এখনও আমাদের অজানা। বলার অপেক্ষা রাখে না যে, অ্যান্ড্রয়েড এর কারণেই স্মার্টফোনের ব্যবহার একজন সাধারণ ব্যবহারকারীর কাছে দিন দিন সহজ থেকে সহজতর হয়ে উঠছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর কারণেই স্মার্টফোন থেকে প্রিন্ট করা, ক্লাউড স্টোরেজে নিজের মূল্যবান তথ্য জমা রাখার মত ফিচারগুলি এত ব্যাপক পরিসরে ব্যবহৃত হচ্ছে।
তাই সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন মোবাইল অপারেটিং সিস্টেম এর বাজারে অ্যান্ড্রয়েড তার একক অধিপত্য কায়েম করবে। আজ এ পর্যন্তই শেষ করছি। আগামীতে এমন আরো কিছু মজার ট্রিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। পোষ্টটি কোথাও বুঝতে অসুবিধা হলে বা বাংলা টাইপ না করতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
সানজিদা জামান says
আর্টিকেলটি অনেক কাজের, ব্যস্ততার সময় টাইপ করতে সত্যিই বিরক্ত লাগে।
জুয়েল says
জিবোর্ডে ভয়েস কমান্ডের মাধ্যমে দাড়ি, কমা ইত্যাদী দেওয়া যায় কিভাবে?
tipstuner says
মুখে বলে বাংলা টাইপ করার উপর অনেক সুন্দর একটা পোস্ট। এটি থেকে বাংলায় না লিখেও টাইপ করার উপায় জেনে উপকৃত হবে বাংলা ভাষাভাষি সকলেই।
Techbd345.blogspot.com says
প্রযুক্তির এই যুগে হাতে লেখা সত্যিই বিরক্তিকর। মুখে বলে লেখা বা টাইপ করার এই অপশনটি সম্পর্কে জানানোর জন্যে পাঠকদের পক্ষ থেকে ধন্যবাদ।