বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্যের পেছনে যেমন একগাদা কৌতুহল, তেমনই ইন্টারনেটের পেছনেও কৌতুহলের কোনো সীমা নেই। টরেন্ট, ইউটিউব, গুগল, ডার্ক ওয়েব, ব্লগ সাইটসমূহের একেকটি যেনো তথ্যের মহাসমূদ্র। এর যতোদূর গভীরে যাওয়া যায়, ততোই রহস্য গভীর হতে থাকে।
তবে এই বিচিত্র তথ্যের মহাসমূদ্রেও পাওয়া যায় ক্লোনফিশের মতো বিচিত্র কিছু তথ্য। একটা ব্লগিং সাইট চালাতে অনেক পরিচালনা,পরিকল্পনা, তথ্য সংযোজন এর কাজ সামলাতে হয় যা কখনোবা ব্যায়বহুল আবার কখনোবা সময়সাধ্য। কিন্তু বিচিত্রতার আমূল পরিচয় দিয়েই এই জগতের উপরের স্তরে চলে গেছে অনেক ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ যার সুনাম ইন্টারনেটের সর্বত্রে।
ইউটিউবের মতো মূল্যবান প্লাটফর্ম এ যেমন ফেলিক্স তার কালজয়ী পিউডিপাই নামের চ্যানেল এ গেইমস খেলে টাকা আয় করে সুখের দিন কাটাচ্ছেন তেমনি কিছু ওয়েবসাইটের পরিচয় তুলে ধরবো যা শুধুই ৪-৫ টি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হাতিয়ে নিয়েছে অ্যাডসেন্সের সিংঘভাগ অর্থ। পরিচিত হয়ে নেয়া যাক ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ এর সাথে যারা ইন্টারনেট এর চেহারার উদ্ভট একটি রুপ দিয়েছে তাদের কাজের মাধ্যমে।
ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ
নিম্নে ওয়েবসাইটের স্ক্রিনশট ও বর্ণনা দেয়া আছে। লিংকে যেতে টাইটেলে ক্লিক করুন এবং দেখে আসুন ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ।
Akinator – ইন্টারনেটের সবজান্তা
আকিনেটর ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ এর মধ্যে একটি। এটি কুইজ ভিত্তিক জাভাস্ক্রিপ্ট বেজড ওয়েবপেজ যার আলাদা অ্যান্ড্রয়েড বেজড্ অ্যাপ্লিকেশনও আছে। এই ওয়েবপেজের বিখ্যাত সবজান্তা আকিনেটর আপনার মনের কথা পড়ে ফেলতে পারে।
এর সাথে কুইজভিত্তিক খেলা খেলতে প্রথমে মনে মনে একটি ফিকশনাল ক্যারাক্টার বা সেলিব্রিটি এর কথা চিন্তা করে ফেলুন। তারপর ওই ক্যারাক্টার সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য আকিনেটরকে ওর প্রশ্নের উত্তরের সাহায্যে দিন। যদি আপনার মনের কাল্পনিক চরিত্র বা সেলিব্রিটি এর বৈশিষ্ট্য সঠিকভাবে দিতে পারেন, তাহলে আকিনেটর খুব সহজেই ২০টি প্রশ্নের মধ্যে আপনার প্রশ্নের উত্তরগুলোর উপর ভিত্তি করে বলে দেবে আপনি কার কথা কল্পনা করছেন।
মজার ব্যাপার হলো বন্ধুমহলে বসে গেজিং গেইম খেলতে বসলে আকিনেটরকে নিয়ে বসবেন আর আপনার উত্তর আকিনেটর নিজেই বের করে দিতে পারবে। অথবা গোপনে আকিনেটর ব্যবহার করে চমকে দিতে পারেন যে কাউকেই। তাই, ইন্টারনেটের এই সবজান্তাকে দেখে আসতে চাইলে বা তার সাথে কুইজ খেলতে চাইলে আজই চলে যান আকিনেটর এর অফিশিয়াল পেজ এ। পেজটির ভিউ দিন প্রতি ১৯৯.৩৫ হাজার এবং পেজটির মূল্য বর্তমানে ৪৩৬.৫৭ হাজার ডলার।
Patience Is A Virtue – বন্ধুদের বোকা বানিয়ে দিন
এটি এমন একটি ওয়েবপেজ যা দিয়ে আপনার বন্ধুতের প্র্যাংক করতে পারবেন। এই পেজে গেলে শুধুমাত্র একটি লোডিং স্ক্রিন অনবিরতভাবে চলতে থাকবে। ওয়েব অ্যাড্রেস না দেখলে সহজে বুঝে ওঠা কঠিন যে এটা আসলে একটা লোডিং স্ক্রিনের ফ্ল্যাশ ফাইল সংযুক্ত পেজ।
অনেক ইউটিউব রিঅ্যাকশন চ্যানেলে এই পেজ এর উপর টিনেজদের রিঅ্যাকশন নিয়ে ভিডিও করা হতো। পরে অবশ্য কপিরাইট ক্লেইম এ এই সব ভিডিও আটকা পড়ে যায়। ফলে রিঅ্যাকশন ভিডিওগুলো পরে ডিলিট করে ফেলা হয়। বলা যায় এক সময় এটিও অনেক জনপ্রিয় একটি আমেরিকান ট্রেন্ড ছিলো।
বন্ধুদের বোকা বানাতে বা লোডিং স্ক্রিন এ আঁটকে নিজের ধৈর্য্যের পরীক্ষা দিতে আজই চলে যান সাইটটিতে। তাই বলে ভেবে নেবেন না যে লোডিং হওয়ার পর কোনো কিছু আসবে। তাহলে ঘন্টার পর ঘন্টা শুধু কারেন্ট এর অপচয়ই সাধন হবে।
যদিও মাঝে মাঝে ইস্টার এগ বা হ্যালোইনের উৎসব পালন করতে এতে প্রায়ই সারপ্রাইজ হিসেবে লোডিং স্ক্রিনের পর কিছু রাখা হতো। বর্তমানে পেজ এর ভিউ দিনপ্রতি ৩.৯৯ হাজার এবং পেজটি ৮.৭৩ হাজার ডলার মূল্যের হয়ে দাঁড়িয়েছে।
ZoomQuilt – উদ্ভট ও মজার ওয়েবসাইট
ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ এর মধ্যে এটা এমন একটা ফ্লাশ প্লাগিন যুক্ত পেজ যা আর্টকে নিয়ে গেছে অন্য এক স্তরে। এই পেজ এ ভিজিট করলে দেখতে পারবেন একটি হাই কোয়ালিটি ইমেজ যা স্বয়ংক্রিয়ভাবে জ্যুম হচ্ছে। কিন্তু ছবিটাকে যতোই জ্যুম করা হোক ছবিটির কোয়ালিটি লস হচ্ছে না এবং একটি ছবির ক্ষুদ্র কোনো অংশ থেকে আরেকটা ছবির সৃষ্টি হচ্ছে।
এভাবে জ্যুম হতে হতে অনেকগুলো ছবি পরপর আসার পর প্রথম ছবিটিই আবার আসে। এক ধরণের ল্যুপ এর মধ্যে আবদ্ধ এই ফ্লাশ প্লাগিন যুক্ত ওয়েবপেজটি অনেক উদ্ভট এবং একই সাথে মজার। প্রথম ভিজিটে যে কেউ এটা উপভোগ করতে বাধ্য।
এছাড়াও ছবিগুলো অনেক সুন্দর সিকুয়েন্স এ সাজানো রয়েছে যা Gridscom Project হতে অনুপ্রাণিত বার্লিন আর্টিস্ট নিকোলাস বামগার্টেন এবং ইলাস্ট্রেটরসদের একটি টিম নিয়ে তৈরী। এর জনপ্রিয়তার জন্য পরে এর একটি অ্যান্ড্রয়েড এর লাইভ ওয়ালপেপার ও তৈরী করা হয়।
বর্তমানে এই পেজ এর ভিউ দিনপ্রতি ৬.৩ হাজার এবং পেজটির মূল্য ১৩.৭৯ হাজার ডলার এবং প্লে স্টোর থেকে এর লাইভ ওয়ালপেপারটি ১০০,০০০+ বার ইন্সটল করা হয়েছে, আপনিও ইনস্টল করুন।
Pointer Pointer – মাউস কার্সর যেখানে রাখবেন সেখানেই আঙ্গুল?
উদ্ভট এক ধরণের জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরী এই পেজটি আপনাকে অবাক হতে বাধ্য করবে। এই ওয়েবপেজ এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পেজে ভিজিট করার পর আপনার মাউসের কারসরটি যেখানেই রাখবেন ওয়েবপেজটি নিজে থেকে তা খুঁজে বের করে এমন কোনো ছবি আপনাকে দেখাবে যেখানে কেউ একজন কারসরটির দিকে নির্দেশ করে আছে।
প্রত্যেকবার আলাদা আলাদা মজার ছবি দিয়ে কারসরটিকে নির্দেশ করে দেয়া হয়। লুনা মওরার, জনাথান পাকি এবং রোয়েল ওয়াউটার্স এর সংগঠনে মনিকার নামের এক প্রতিষ্ঠান এই ওয়েবসাইটটি অনলাইন এ কাজ শেষ না করা অবস্থায় লাইভ করার পর পরই ১ দিনে পেজ টি ৩০০০০০ ভিজিটর এবং ৪০০০ ফেসবুক লাইক অর্জন করে ফেলে।
বর্তমানে ওয়েবপেজটির ভিউ দিনপ্রতি ১২.০৯ হাজার এবং পেইজটির মূল্য ২৬.৪৮ হাজার ডলার। অবশ্যই পেইজটিতে ভিজিট করতে ভুলবেন না। অনেক সময় রিফ্রেশমেন্ট এর জন্য ও এই পেজ এ ঢুকে ভিন্ন ভিন্ন মানুষের হাস্যকর ছবি দেখতে পারবেন।
Nooooooooooooooo!!! – শুধু একটি চিৎকার
২০০৫ সালে মুক্তি পাওয়া বিখ্যাত স্টার ওয়ার্স – রিভেঞ্জ ওফ দ্যা সিথ মুভিটিতে ডার্থ ভেডার এর বিখ্যাত চিৎকার, যা পরে ২০১১ সালে রিটার্ন অফ জেডাইতেও অ্যাড করা হয়েছিলো। ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে যার ইউটিউবে ছাড়া ভিডিও ক্লিপ ৭ মিলিয়ন ভিউ অর্জন করে ফেলে। সেই বিখ্যাত চিৎকারটিকে ইন্টারনেট জগতে আলাদা ধাচের এক রুপ দিতে ২০০৯ সালের ডিসেম্বর এ এই ওয়েবপেজ টি অনলাইন এ লাইভ করা হয়।
কিছুই না, শুধুমাত্র ডার্থ ভেডার এর একটি ছবি এবং একটি বাটন যা চাপ দিলে ডার্থ ভেডার এর সেই বিখ্যাত চিৎকার শোনা যায় এমন একটি স্ক্রিপ্ট নিয়ে ওয়েবপেইজটি এখনো ৫.৬৫ হাজার ভিউয়ার এর ভিড় জমাচ্ছে দিনপ্রতি এবং বর্তমানে এই পেজটিরই মূল্য ১২.৩৭ হাজার ডলার হয়ে দড়িয়েছে। ডার্থ ভেডার এর চিৎকার শুনতে আজই ঘুরে আসুন বিখ্যাত এই পেজে।
RainyMood – ভিজিট করুন আর ঘুমিয়ে পড়ুন
প্রচন্ড গরমে যদি এসি বা ফ্যানের নিচে বিশ্রাম নেয়ার হাল্কা সুযোগ পাওয়া যায়, তাহলে শান্তির জন্য আর কিছু লাগে কিনা তা সবারই জানা। তবে এই সময় যদি একটা ঘুমের দরকার হয়, তাহলে চলে যান উপরের লিংকে। হাল্কা বৃষ্টির অসাধারণ রিয়েলিস্টিক একটা সাউন্ড ইফেক্ট আপনার মন ও মেজাজ ঠান্ডা করে দিবে নিমিষেই।
এই ওয়েবপেজটির জনপ্রিয়তা এতোই বেশি যে এর প্লে স্টোর এবং অ্যাপল স্টোর এ আলাদা আলাদা পেইড অ্যাপ্লিকেশনও রয়েছে। তবে পেইড অ্যাপ্লিকেশন কেনার চেয়ে ওয়েবপেজে গিয়ে ফ্রি তে শোনাই ভালো। প্রোগ্রামারদের জন্য এবং হরর সিনেমা উপভোগ করার পরিবেশ সৃষ্টি করতে চাইলেও এই ওয়েবপেজের বিকল্প নেই।
তাই রিল্যাক্সড্ মাইন্ডে আসতে চাইলে ঘরের লাইট অফ করে দিয়ে বৃষ্টির শব্দ শুনতে ভিজিট করে আসুন এই ওয়েবপেজ এ। কারণ আপনি একাই না, দিনপ্রতি ৫৬.০৬ হাজার মানুষ এই ওয়েবপেজ ভিজিট করেন এবং পেজটির বর্তমান মূল্য ১২২.৮৩ হাজার ডলার। এছাড়াও প্লে স্টোর এ ১০০০০ ডাউনলোডস এবং অ্যাপল স্টোর এ হেলথ এন্ড ফিটনেস ক্যাটেগরিতে ৩৭ নাম্বার অবস্থান অর্জন করে রেখেছে এই ওয়েবসাইট এর এপ্লিকেশন দুটি। আপনিও অ্যান্ড্রয়েড ব্যবহার করলে প্লে-স্টোর থেকে ডাউনলোড আর আইফোন ব্যবহার করলে আই-টিউনস্ থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Bristlr – দাঁড়ি দেখে ডেটিং পার্টনার
Pogonophilic শব্দটির সাথে যারা পরিচিত হননি তাদের জন্য এই ওয়েবপেজটি অনেক মজাদার একটি জায়গা। এই পেজ এর শুরুটা একটা হাস্যকর পরিস্থিতি হিসেবে শুরু হলেও বর্তমানে এই ওয়েবপেজ ১০০ শহরের ৫০,০০০ এর বেশি মানুষকে একত্রিত করেছে এক অদ্ভুত উপায়ে।
এটি একটি ডেটিং সাইট যেখানে মানুষের দাঁড়ি দেখে তার জন্য ডেটিং এর পার্টনার খুঁজে দেয়া হয়। ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ ওয়েলস এর এক গবেষণা থেকে জানা যায় যে, দাড়িওয়ালা মানুষেরা বেশি সুন্দর এবং তাদের প্যারেন্টিং অ্যাবিলিটি অনেক বেশি। শুনতে অবাক লাগলেও এই ডেটিং সাইটটি এই থিওরি এর উপরই এতোদিন থেকে চলছে এবং সাইটটির ব্যবহার এখনো চলছে।
এমনকি এর অ্যান্ড্রয়েড ভার্সন এর অ্যাপ্লিকেশন ও রয়েছে। কবি-লেখক রা যেখানে বলেছিলেন জাত ভেদে মানুষের পার্থক্য নেই,মানুষের পার্থক্য মনুষত্বে,সেখানে আজ চলছে দাড়ির মাধ্যমে ডেটিং এর প্রচলন। যদিও সময়ের বিবর্তনে এখন সাইটটির ভিউ কমে দাড়িয়েছে দিনপ্রতি ১.৫৩ হাজারে এবং এর বর্তমান মূল্য ৩.৩৬ হাজার ডলার, তবে অ্যান্ড্রয়েড এর বাজারে এর ৫০০০০ ডাউনলোডস্ এর মাইলস্টোন ছোঁয়া শেষ। অদ্ভুত এই সংস্কৃতি দেখে আসতে উপরের নামে ক্লিক ভিজিট করুন ওয়েবসাইটি। আর অ্যান্ডয়েডে ডাউনলোড করতে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন আইফোনে।
FlightRadar24 – ট্র্যাক করুন মাথার উপর দিয়ে যাওয়া অ্যারোপ্লেন
গুগল ম্যাপের পর আসে ট্যাক্সি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন উবার যা এখন ঢাকায় ট্যাক্সি ভাড়া করতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার দেখাদেখি আবার আসলো পাঠাও বাইক ট্র্যাকিং সার্ভিস। তবে এখন দেখা যাক আরো অদ্ভুত কিছু। এটি দিয়ে ২৪ ঘন্টা সরাসরি প্লেন ট্র্যাকিং করা যায় যে কোনো জায়গা থেকে।
ওয়েবপেজটি থেকে যে কোনো সময় ম্যাপ দেখে যে কোনো প্লেন এর অবস্থান এবং প্লেনটি তার গন্তব্যস্থলে যেতে কতক্ষণ সময় লাগতে পারে তা জেনে নেয়া যায়। যদিও ওয়েবপেজটি ব্যবসায়িক বা ট্রাভেল বিষয়ক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তবুও কখন আপনার শহরের উপর দিয়ে প্লেন যাবে তার খোঁজ নিতে চোখ রাখতে পারেন এই ওয়েব পেজটিতে।
বর্তমানে এই ওয়েবপেজ এর ভিজিট হয় দিনপ্রতি ৫৪৭.২৬ হাজার এবং এর মূল্য ১.২ মিলিয়ন ডলার যার জন্য ওয়েবপেজটি এলেক্সা এর ওয়েবপেজ এর লিস্টের ২০১০ নাম্বারে অবস্থান অর্জন করে নিয়েছে।
ইন্টারনেটের বিচিত্রধর্মী সব ওয়েবপেজ নিয়ে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে গবেষণার পর গবেষণা পার করে দেয়া যাবে কিন্তু গবেষণার শেষ হবে না। আর তার ওপর তো ডার্ক ওয়েবের রহস্য এখনো বাকিই রয়েছে। তাই আজ এই পর্যন্তই থাক।
উপরের সব কয়টি ওয়েবসাইটের তথ্য ইন্টারনেট এর বিশ্বাসযোগ্য ওয়েবসাইটসমূহ এবং বাইরের কিছু নিউজপেপার পোর্টাল থেকে সংগৃহীত। তথ্যগুলো ২৩-০৪-২০১৮ এর এনালাইসিস রিপোর্ট থেকে নেয়া, তাই ভবিষ্যতে পরিবর্তণ আসতে পারে।
আশা করি আপনাদের আর্টিকেলটি ভালো লেগেছে। ইন্টারনেটের সব অজানা তথ্য সম্পর্কে আজকের আর্টিকেলটি কেমন লেগেছে তা সম্পর্কে এবং ডার্ক ওয়েব বা তার বাইরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে পড়ে থাকা অজানা আরো অনেক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
আর আপনাদের ভালোলাগার বা আগ্রহের বিষয়গুলো নিয়ে আরো জানতে আমাদের কমেন্টে জানান। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বোনাস ওয়েবপেজ হিসেবে এটা থাকলো। সারপ্রাইজিং, তাই কোনো বর্ণনা দিলাম না। আশা করি ভিজিট করে ভালো লাগবে।
নাজমুস সাকিব says
দারুণ একটি পোস্ট… ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা ছিল না… জেনে নিতে পারলাম…
মাহামুদুল হাসান আসিফ says
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
শাহরিয়ার আহমেদ says
দারুন সব ওয়েবসাইট।