ব্যবসায়ীক কিংবা ব্যক্তিগত যেভাবেই ধরা হোক না কেন, বর্তমানে ইমেল মানুষের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। কোন ব্যক্তি কিংবা কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য এখন সবচেয়ে ভালো উপায় হলো ইমেল। বর্তমানের বিভিন্ন ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিসের ফলে এই সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।
আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কিংবা খুলবেন টুইটার অ্যাকাউন্ট অথবা যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই খুলতে যান না কেন, আপনার একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে। কখনো কখনো আমাদের একের অধিক ইমেল আইডি’র প্রয়োজন হয়। এমন কিছু কাজ রয়েছে যেখানে আমরা একই ইমেল ব্যবহার করতে চাই না কিংবা ব্যবহার করা নিরাপদও নয়, তাই দরকার হয় একের অধিক আইডি। এছাড়াও, আউটসোর্সিং, বিভিন্ন ওয়েবসাইটে সাইনআপ করাসহ নানা কাজে অনেকগুলো ইমেল আইডি’র প্রয়োজন হয়।
কিন্তু একই ইমেল অ্যাকাউন্ট সার্ভিসে অনেক আইডি খুলতে গেলে অনেক সময় আঁটকে দেয়া হয়। যেমন, জিমেলে একই ব্যক্তির নামে একের অধিক আইডি খোলা বেশ ঝামেলার। সে জন্যে আপনার অনেকগুলো মোবাইল নাম্বার থাকতে হবে। একইভাবে ইয়াহুসহ অন্যান্য ইমেল সার্ভিসেও একাধিক আইডি খোলা অনেক সময় সম্ভব হয় না। তখন আমাদের অন্য কোম্পানীর সার্ভিস খুঁজতে হয়। তাই, এই পোস্টে আমরা জানবো দশটি ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস সম্পর্কে।
ফ্রি মেইল অ্যাকাউন্ট
অনেক ধরণের ইমেল সার্ভিসের মধ্যে সেরাটিকে বাছাই করে নিতে হয়। কারণ আপনার ব্যবসার ইমেলটি অতীব গুরুত্বপূর্ণ। একটি ইমেল সার্ভিস বেছে নিতে হলে কিছু জিনিষ দেখে নিতে হয়। তার মধ্যে স্টোরেজ, বার্তা প্রেরণ, ফিল্টার এবং ইমপোর্ট করার ক্ষমতা ইত্যাদি যাছাই বাছাই করা লাগে। তা না হলে আপনি সমস্যাতে পড়বেন আপনার ফ্রি ইমেলটি নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক, সেরা দশটি ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস সম্পর্কে।
১. Gmail
এই মুহুর্তে জিমেইল হলো সবচেয়ে ভাল ফ্রি ইমেইল সার্ভিস প্রদানকারী। জিমেইল সহজ এবং ব্যবহারর-বান্ধব। এটি ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ প্রদান করে। এছাড়াও রয়েছে চমৎকার স্প্যাম ফিল্টার এবং মোবাইল ডিভাইসগুলোর মাধ্যমে অ্যাক্সেস সুবিধা। পুরানো কিংবা হারিয়ে যাওয়া বার্তাগুলো সার্চের মাধ্যমে খুঁজে পাওয়ার সুবিধাও রয়েছে এই ইমেইল সার্ভিসে।
ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জন্য জিমেইল কাস্টমাইজড ইমেল পরিষেবাও সরবরাহ করে। এই ফ্রি ইমেইল সার্ভিসের মাধ্যমে আপনি (yourname@yourcompany name.com) এরকম ধরণের কাস্টমাইজড ইমেলও পেতে পারেন। জিমেল পৃথিবী বিখ্যাত অ্যামেরিকার মাল্টিন্যাশনাল টেকনোলোজি কোম্পানী Google LLC এর একটি ফ্রি সার্ভিস।
২. Yahoo!
সীমাহীন ইমেইল স্টোরেজ, সোশ্যাল নেটওয়ার্কিং, ইনস্ট্যান্ট মেসেজিং এবং এসএমএস টেক্সটিং সুবিধা রয়েছে এই ইমেল সার্ভিস প্রদানকারীর। এছাড়াও আপনি আপনার মেলবক্সের ভিতর থেকে স্লাইডশো, ফটো এবং ভিডিও দেখতে পারেন। একটি ইমেলের মাধ্যমে আপনি ৫০ টি ফাইল কিংবা ১০০ এমবি ফাইল সাইজ পর্যন্ত পাঠাতে পারেন।
ইয়াহু ইমেল সার্ভিসে আপনার মেসেজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজানো হয় এবং কম গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বার্তাগুলো যেমন নিউজলেটার এবং কুপন আলাদা আলাদা ফোল্ডারে সংরক্ষন করে রাখা যায়। জিমেলের আগে পৃথিবী ব্যাপি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ইয়াহু মেইল। আমাদের দেশের অধিকাংশ মানুষ আগে ইয়াহু মেইলই ব্যবহার করতো। যক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Verizon Communications এর ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস ইয়াহু।
৩. Outlook.com
আপনাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারেন যারা অতীতে হট মেইল ইউজ করেছেন। আউটলুক নতুন এবং পুনর্বিন্যাসিত Hotmail.com ইমেল পরিষেবা। মাইক্রোসফটের ফ্রি ইমেইল সার্ভিস এটি। একটি আউটলুক অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট্ এর অনেক ফ্রি সার্ভিস ব্যবহার করা যায়।
এছাড়াও আপনি আপনার আউটলুক ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে কানেক্ট হতে পারবেন। স্কাইড্রাইভকে একত্রিত করতে পারবেন, যার মধ্যে “Word”, “Excel” এবং “PowerPoint” এর মতো অফিস অ্যাপস্ রয়েছে। এই ফ্রি ইমেল সার্ভিস কর্তৃক তৈরি করা ইমেইল অ্যাকাউন্টটি “example@outlook.com” এর মত কনফিগার হয়।
৪. Mail.com
এটি অন্যতম একটি সেরা ফ্রি ইমেইল সার্ভিস প্রদানকারী যা ছোট ব্যবসাগুলোর জন্য বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য প্রদান করে। ২০০ টি বিভিন্ন ডোমেন থেকে পছন্দের ইমেল ঠিকানা নির্বাচন করার সুবিধাও রয়েছে মেইল ডট কম সার্ভিসে। উদাহরণস্বরূপ, যদি আপনি গ্রাফিক-ডিজাইনার হন তবে “@graphic-designer.com” এক্সটেনশনের একটি ইমেল সেটআপ করতে পারেন।
অন্যান্য অনেক সুবিধার পাশাপাশি, ভাইরাস প্রোটেকশন এবং স্প্যাম ব্লকার রয়েছে এই ফ্রি ইমেল সার্ভিসে। আপনি ব্ল্যাকবেরি, iDevices এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আপনার ইমেল ব্যবহার করতে পারেন। এটি ডিফল্ট ইমেইল অ্যাকাউন্টটি “yourname@mail.com” এই নামে থাকে। এটি জার্মানির ইন্টারনেট কোম্পানী United Internet এর একটি ফ্রি সার্ভিস।
৫. GMX
খুব একটা জনপ্রিয় না হলেও বেশ নির্ভরযোগ্য ইমেল পরিষেবা প্রদান করে GMX। স্প্যাম এবং ভাইরাস বেশ ভাল ফিল্টার হয় এই সার্ভিসে। এটি আনলিমিটেড ইমেইল স্টোরেজ সরবরাহ করে এবং সর্বোচ্চ সংযুক্তির ক্ষেত্রে ৫০ এমবি পর্যন্ত অনুমোদন করে। আপনি তাদের ইমেইল সংগ্রাহক ব্যবহার করে আপনার সমস্ত ইমেইল অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। এছাড়াও আপনি ওয়েব ও মোবাইলে আপনার ইমেলগুলো পরিচালনা করতে পারেন। আপনার ইমেলকে স্প্যাম এবং ভাইরাস থেকে রক্ষা করার জন্য SSL এনক্রিপশন ব্যবহার করা হয়।
৬. AOL Mail
ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস হিসেবে এটিও অন্যতম জনপ্রিয় একটি সাইট। AOL একটি উদীয়মান ইন্টারনেট কোম্পানি যা ১৯৮০ এর দশকে আমেরিকা অনলাইন নামে পরিচিত ছিল। Verizon ২০১৫ সালে এটি কিনে নেয়। প্রতিষ্ঠানের ইমেইল কম্পোনেন্টটি একটি জনপ্রিয় এবং শক্তিশালী পরিষেবা ছিল। যার ফলে এটি সেরা ইমেল পরিষেবাগুলোর তালিকায় খুব ভাল অবস্থান অর্জন করেছে। এটি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ইমেইল স্টোরেজ পরিষেবা প্রদান করে।
৭. Zoho Mail
ছোট ব্যবসার ক্ষেত্রে সেরা ফ্রি ইমেল সার্ভিস প্রদানকারীর তালিকাতে রাখা যেতে পারে এই ইমেল সার্ভিসটিকে। একজন ব্যবহারকারীকে ৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ সুবিধা প্রদান করে এই ফ্রি ইমেল সার্ভিস। ফ্রি ইমেল সার্ভিস ছাড়াও ক্যালেন্ডার, টাস্ক এবং নোট ইত্যাদি এর অন্তর্ভুক্ত।
Zoho Mail এর একটি সুবিধা হলো এখানে একটি গ্রুপ তৈরি করা যায়। যার ফলে আপনি এবং আপনার গ্রুপের অন্যান্য সদস্যরা সহজেই একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এর মেইল অ্যাড্রেসগুলো শেষ হয় “@zoho.com” দিয়ে।
৮. Yandex Mail
বিনামূল্যের ইমেইল অ্যাকাউন্ট সুবিধা প্রদানকারীদের অন্যতম একটি কোম্পানী এটি। এটি রাশিয়ার একটি বৃহত্তম সার্চ ইঞ্জিন। বিনামূল্যের ইমেল পরিষেবা ছাড়াও স্প্যাম এবং ভাইরাস প্রোটেকশনও রয়েছে ইয়ান্ডেক্স মেইলের। সবচেয়ে বড় সুবিধা হলো এরা সীমাহীন স্টোরেজ অফার করে যা ১০ জিবি ইমেইল বক্স দিয়ে শুরু হয়। এটি প্রতিবার যোগ হতে থাকে যখন আপনার স্টোরেজ ২০০ এমবি-র কম হয়।
Yandex Mail ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস এর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর একটি বিল্ট-ইন ট্র্যান্সলেটর রয়েছে যা ইনকামিং এবং আউটগোয়িং ম্যাসেজকে ট্র্যান্সলেট করতে সাহায্য করে।
৯. Tutanota
ল্যাটিন শব্দ “টুটা নোটা” যার অর্থ “নিরাপদ বার্তা”। এই ইমেল পরিষেবার প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সেরাটি হলো এতে যদি সিকিউর একটি পাসওয়ার্ড না দেওয়া হয় তবে আপনি আপনার ফ্রি ইমেলটি খুলতে পারবেন না। যারা বা যিনি এই ইমেল সার্ভিসটি ব্যবহার করছেন না, আপনি যদি তার কাছে কোন মেইল পাঠাতে চান তাহলে আপনি সেটিকে পাসওয়ার্ড প্রটেক্টেড এবং একটি সাথে এনক্রিপ্ট রাখতে পারেন। প্রাপক সেটিকে পড়ার জন্য একটি কাস্টম লিঙ্ক পাবেন, যেখানে সেটি পড়তে এবং উত্তর দেওয়ার জন্য অবশ্যই সেই পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে। এটি ১ গিগাবাইট ইমেইল স্টোরেজ প্রদান করে।
১০. Inbox.com
আপনি সহজেই ড্র্যাগ এবং ড্রপ টুল দিয়ে আপনার ইনবক্সের লেআউট পরিবর্তণ করতে পারেন Inbox.com এর ফ্রি ইমেল সার্ভিসে । এই ফ্রি ইমেল সার্ভিস প্রদানকারীরা আপনাকে ৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ প্রদান করে। এছাড়াও আপনি আপনার প্রয়োজন অনুসারে উপযুক্ত RSS ফিডগুলো নির্বাচন করতে পারেন। বিনামূল্যে ইমেল পরিষেবার সাথে তারা বিনামূল্যে অনলাইন ফটোশয়ারিং, ক্যালেন্ডার, টাস্ক এবং নোট অফার করে।
ব্যবসাকে সুদূরপ্রসারী করতে কিংবা ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য বর্তমানে সবচেয়ে ভালো উপায় হলো ইমেল। একইসাথে নিরাপদও। তবে সবার আগে দরকার সেরা ইমেল সার্ভিস প্রদানকারী খুঁজে বের করা। আর যদি তা ফ্রি হয় তবে তো কথায় নেই। যাচাই বাছাই করে সেরাটি খুঁজতে না পারলে কঠিন হয়ে পড়ে যোগাযোগ করা। তাই এই পোস্টটি আপনাকে সাহায্য করবে সেরা কিছু ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস প্রদানকারীকে খুঁজে নিতে।
রাশেদুল ইসলাম পাভেল says
এর মধ্যেঅনেকগুলি সার্ভিসের কথা আমার জানাই ছিলো না। এমনকি অনেকগুলির নামও জানতাম না। ধন্যবাদ।
নাজমুল says
আমি খুব একটা ভালো জানতাম না ই-মেইল সম্পর্কে, এখন থেকে ভালোই জানি।,,,,,,, ধন্যবাদ