অনলাইনে অনেক প্রি ভিজিটিং কার্ড রয়েছে যা আপনার টাকা এবং সময় দু’টোই বাঁচিয়ে দেবে। একজন ব্যক্তি কিংবা একটা প্রতিষ্ঠানের পরিচিতির জন্য ভিজিটিং কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুত, অন্য মানুষজন আপনার সম্পর্কে কিংবা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবে আপনার ভিজিটিং কার্ড দেখে।
ব্যবসা প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি প্রপেশনাল হওয়া উচিৎ।
কিন্তু একটা প্রপেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করাতে গিয়ে আপনাকে অনেক ঝক্কি পোহাতে হবে। ভাল একজন ডিজাইনার খুঁজে বের করা, তাকে ভাল করে বুঝিয়ে দেয়া যে আপনি কী চান, আপনার প্রতিষ্ঠানের কাজের ধরণ কী ইত্যাদি।
এরপর ডিজাইনার ডিজাইন করে দিলেই যে আপনার পছন্দ হয়ে যাবে, এমন নয়। ধরা পড়বে নানা রকম খুঁত, প্রয়োজন হবে অনেক কারেকশনের। যারফলে, এগুলো মেইনটেন করতে করতে আপনার একটা বিশাল সময় ব্যয় হয়ে যাবে। আর টাকা খরচ তো আছেই।
যদি এমন হয় যে আপনি কিছু রেডি-মেড ভিজিটিং কার্ড পেয়ে গেলেন আর সেখান থেকে আপনার প্রপেশন কিংবা ব্যবসার ধরণ অনুযায়ী একটা কার্ড পছন্দ করলেন। তারপর আপনার নাম, কোম্পানীর লোগো, ঠিকানাসহ যাবতীয় সব তথ্য পরিবর্তণ করে নিলেন। তাহলে কেমন হয় ব্যাপারটি! দারুণ না! দেখে নিন সে-রকমই কয়েকটি ফ্রি ভিজিটিং কার্ড।
প্রি ভিজিটিং কার্ড
এখানে আপনার জন্য ১০টি ফ্রি ভিজিটিং কার্ড দেয়া হল, যেখান থেকে আপনি যে কোনটি পছন্দ করে প্রয়োজনীয় পরিবর্তন করার পর প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারেন। হোক সেটা আপনার ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য।
নিজে যদি এডিট করতে না পারেন, তবে একজন ডিজাইনারের হেল্প নিতে পারেন। তবে, ডিজাইনারকে অবশ্যই প্রপেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস্ মেনে চলতে বলবেন। এই টিপসগুলো যে কোনও ডিজাইনারকে সুন্দর বিজনেস কার্ড ডিজাইনে দারুণ সহযোগীতা করবে।
যাই হোক, চলুন এবার প্রি বিজনেস কার্ডগুলো দেখে নেয়া যাক-
প্রি ক্রিয়েটিভ ভিজিটিং কার্ড পিএসডি টেমপ্লেট
এটি একটি সিম্পল আর সুন্দর ভিজিটিং কার্ড। ছোট থেকে বড় ব্যবসা কিংবা যে কোন কর্পোরেট কোম্পানীর জন্য এই ভিজিটিং কার্ডটি দারুণ হবে। এই ভিজিটিং কার্ডটির উভয় পিঠ ডিজাইন করা হয়েছে। ফ্রন্ট পেজে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর কোম্পানীর নাম, লোগো এবং ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। আর ২য় পেজে রয়েছে ব্যক্তির নাম, ঠিকানা এবং যাবতীয় সব ব্যক্তিগত তথ্য।
মডার্ণ বিজনেস কার্ড পিএসডি টেমপ্লেট
এই বিজনেস কার্ডটির ডিজাইনে আধুনিকতা আর সৃষ্টিশীলতার ছোঁয়া রয়েছে। এটি সবচেয়ে মানানসই হবে অডিও অথবা ভিডিও ডিজিটাল স্টুডিওর কর্মকর্তাদের জন্য। এছাড়াও এই ভিজিটিং কার্ডটি ব্যবহার করা যাবে যে কোন ক্রিয়েটিভ এজেন্সীর জন্য। আপনি এটিতে থাকা যাবতীয় তথ্য পরিবর্তণ করে নিজের ব্যক্তিগত ব্যবহারের উপযোগী করে তুলতে পারবেন। এই ফ্রি ভিজিটিং কার্ডটির তিনটি থিমেটিক কালার রয়েছে- নীল, সবুজ এবং লাল।
ফ্রি ভিজিটিং কার্ড টেমপ্লেট
এটি আপনার জন্য একটি অসাধারণ প্রি ভিজিটিং কার্ড যেটি ডিজাইন করেছেন Ferman Aziz। এখানে একটি প্যাকেজের মধ্যে রয়েছে ১৮টি ভিজিটিং কার্ড। কিন্তু আপনি সবগুলো ফ্রিতে পাবেন না। ডিজাইনার ৫টি কার্ড ফ্রিতে ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন। বাকীগুলো ব্যবহার করতে হলে আপনাকে পুরো প্যাকেজটি কিনতে হবে। দরকার কী! আপাতত: এই ৫টিতেই খুশি থাকুন না!
ব্ল্যাক ভিজিটিং কার্ড পিএসডি টেমপ্লেট
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার কিংবা একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে থাকেন, তবে এই ভিজিটিং কার্ডটি আপনার প্রপেশনের জন্য দারুণ মানানসই হবে। এছাড়াও, আপনি এটিকে ব্যবহার করতে পারেন যে কোনও বিজ্ঞাপন এজেন্সীর কর্ম-কর্তা আর কর্মচারীদের জন্য। এটি যে কোন ধরণের ব্যবসায়ীক প্রতিষ্ঠানকেই প্রতিনিধিত্ব করতে সক্ষম।
মেট্রো স্টাইল ভিজিটিং কার্ড টেমপ্লেট
বিমূর্ত আর মেট্রো স্টাইলের এই ভিজিটিং কার্ডটি যে কোন ধরণের ব্যবসার প্রতিষ্ঠানের পরিচিতির জন্য দারণ কার্যকর হবে। এটিকে আপনি এডিট করে আপনার প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ উপযোগী করে তুলতে পারবেন। এডিট করার জন্য ডাউনলোড ফাইলের সঙ্গে আপনি একটি গাইডলাইন ফাইল পাবেন যা আপনাকে কার্ডটি এডিট করে নিজের ব্যবহারের উপযোগী করে তোলায় দারণভাবে সাহায্য করবে।
ডিজিটাল এজেন্সী ভিজিটিং কার্ড
এই ভিজিটিং কার্ডটি শুধু মাত্র ডিজিটাল এজেন্সীর জন্যই নয় বরং যে কোন এজেন্সী বা কোম্পানীর জন্য দারণ হবে। এটি একজন গ্রাফিক্স কিংবা ওয়েব ডিজাইনের জন্য যেমন মানানসই হবে তেমনি একজন আর্টিস্ট কিংবা ফ্রি-ল্যান্সারের জন্যও সুন্দর হবে।
প্রপেশনাল ভিজিটিং কার্ড
ক্রিস্টাল নামের একটি গ্রাফিক্স ডিজাইন এজেন্সী আপনার জন্য উন্মুক্ত করেছে এই ফ্রি ভিজিটিং কার্ড। এই কর্পোরেট কার্ডটির টেক্সট্ এবং ছবি পরিবর্তণ করে নিজের মনের মত করে তৈরি করে নিতে পারবেন। এটাতে রয়েছে CMYK কালার মুড, পরিবর্তণযোগ্য লেয়ার এবং ফ্রি গুগল ফন্ট। এই ভিজিটিং কার্ডটির সবচেয়ে ভাল দিক হচ্ছে এটি ফটোশপ, ইলাস্টেটর, ইপিএস এবং পিডিএফ ফরমেটে পাওয়া যাচ্ছে একদম ফ্রিতে।
মিনিমাল বিজনেস কার্ড
এই মিনিমাল বিজনেস কার্ডটির ডিজাইন একই সঙ্গে সুন্দর এবং আধুনিক যা যে কোন ব্র্যান্ডের আইডেনটিটির জন্যই দারুণভাবে গ্রহণযোগ্য হবে। এছাড়াও, এই কার্ডটি অ্যাডভার্টাইজিং ফার্ম, কল সেন্টার বিজনেস কিংবা যে ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের জন্য উপযোগী হবে। এমনকি, একজন ব্যক্তির পরিচিতি তুলে ধরতেও এই কার্ডটি হেল্পফুল হবে।
ফ্রি পিএসডি বিজনেস কার্ড টেমপ্লেট
এটিও একটি দারুণ বিজনেস কার্ড যা যে কোন ব্যক্তি কিংবা যে কোম্পানীর জন্য মানানসই হবে। তবে একজন ওয়েব ডিজাইনার কিংবা গ্রাফিক্স ডিজাইনার কিংবা যে কোন অ্যাডভারটাইজিং প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করলে বেশি সুন্দর লাগবে। এই কার্ডটির দু’টি ভার্সণ রয়েছে। কেবল পুরনো ভার্সণটিই ফ্রি। আপনি যদি নতুন ভার্সণটি পেতে চান, তবে আপনাকে এটি কিনতে হবে। কী দরকার! পুরনো ভার্সণটিই চালিয়ে দিন।
স্টুডিও বিজনেস কার্ড টেমপ্লেট
এটি দেখতে সাধারণ হলেও যে কোন ক্রিয়েটিভ ডিজাইন স্টুডিওর জন্য খুবই আকর্ষণীয় একটি ভিজিটিং কার্ড। আপনি যদি একজন ফ্রি-ল্যান্সার কিংবা গ্রাফিক্স ডিজাইনার অথবা একজন আর্ট ডিরেক্টর হোন, তবে আপনার জন্য দারুণ হবে এই প্রি ভিজিটিং কার্ড।
এখানে যে ১০টি ফ্রি ভিজিটিং কার্ড সম্পর্কে আলোচনা করা হল, তার সবক’টিই আপনি ডাউনলোড করে এখানকার তথ্যগুলো পরিবর্তণ করে আর নিজের প্রয়োজনীয় তথ্য সংযোজন করে ব্যবহার করতে পারবেন।
ভিজিটিং কার্ড তৈরির জন্য আপনাকে আর গ্রাফিক্স ডিজাউনের কাছে যেতে হবে না। তবে, যদি আপনি ফটোশপ কিংবা ইলাস্টেটরে কাজ করতে না পারেন, তবে একজন গ্রাফিক্স ডিজাইনারের সহযোগীতা নিতে পারেন।
আপনার যদি একটি শিক্ষা-প্রতিষ্ঠান থাকে আর সেটির জন্যে প্রিতে আইডি কার্ড ডিজাইন পেতে চান, তবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, নার্সারী অর্থাৎ যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানের জন্যে ১০টি ফ্রি আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট দেখে নিতে পারেন।
এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এডিট করে নিজের প্রতিষ্ঠানের তথ্য বসিয়ে ব্যবহার করতে পারবেন।
Leave a Reply