নানা রকম সুবিধা আর কম খরচের জন্য অনলাইন এডুকেশন বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্ব জুড়ে বড় বড় কোম্পানীগুলোতে চাকরির ক্ষেত্রে অনলাইন ডিগ্রি এখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাই পৃথিবীর প্রধান প্রধান ইউনিভার্সিটিগুলো বহু আগেই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে এবং উভয় শিক্ষার্থীদের একই রকম সার্টিফিকেট প্রধান করছে।
দেশের প্রাইভেট ইউনিভার্সিটির খরচ আর পড়াশুনা শেষে চাকরি সংকটের কথা বিবেচনায় রেখে আপনিও নিতে পারেন অস্ট্রেলিয়ার সেরা অনলাইন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি।
এখানে আমি অস্ট্রেলিয়ার সেরা ৫টি অনলাইন ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি যেখান থেকে আপনার পছন্দের বিষয়ে অনলাইন ডিগ্রি নিয়ে অনলাইনেই চাকরি পেতে পারেন বিশ্বের যে কোন বড় কোম্পানীতে।
অস্ট্রেলিয়ার অনলাইন ইউনিভার্সিটি
উচ্চ শিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশের শিক্ষার্থীদেরও পছন্দ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় যেমন নামকরা অনেক পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, তেমনি রয়েছে অনেক সুনামধন্য অনলাইন ইউনিভার্সিটি। এ তালিকায় সবচেয়ে ভাল মানের যে অনলাইন ইউনিভার্সিটি রয়েছে, তার মাঝ থেকে সেরা ৫টি সম্পর্কে জেনে নিন।
Charles Darwin University
২০০৩ সালে এই পাবলিক ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত। ডারউইনের “Northern Territory University (NTU)” এবং এলিস স্প্রিংস এর “Menzies School of Health Research and Centralian College” এক হওয়ার পর এটি বিখ্যাত প্রাণিবিজ্ঞানী চার্লস ডারউইনের নামে নামকরণ করা হয়।
এটি অস্ট্রেলিয়ার সাতটি উদ্ভাবনী গবেষণা বিশ্ববিদ্যালয়গুলির একটি সদস্য। পামারস্টোন শহরের কাসুয়ারিনের ডারউইন উপকণ্ঠে এর ক্যাম্পাস রয়েছে এবং এলিস স্প্রিংস, ক্যাথেরিন ও নুলুন্নবিয় শহরে অবস্থিত জাবিরু, টেন্যান্ট ক্রিক এবং ইউরারায় ও রয়েছে এর ক্যাম্পাস।
চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়টি দ্বৈত-সেক্টর বিশ্ববিদ্যালয় যা অর্থ হলো বিশ্ববিদ্যালয়টি পেশাগত শিক্ষা এবং প্রশিক্ষণ (ভিইটি) কোর্স এবং উচ্চতর শিক্ষা স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে, বিস্তৃত বিষয় ও শাখার আওতায়।
২০১১ সালের হিসাবে, Charles Darwin University তালিকাভুক্ত মোট শিক্ষার্থী ২২,১১১ জন, ১৩,৩৬৭ জন পেশাগত শিক্ষা এবং প্রশিক্ষণ কোর্স এবং ৮৭৪৪ জন উচ্চ শিক্ষার ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়টি কর্তৃক তিনটি গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো হলো “Faculty of Engineering, Health, Science and the Environment”, “Faculty of Law, Education, Business and Arts”, “Vocational Education and Training”।
Charles Sturt University
নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে অবস্থিত অস্ট্রেলিয়ান মাল্টি-ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত। এটি ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট এর সম্মানে নামকরণ করা হয় যিনি আঞ্চলিক নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় অভিযান পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যালবুরি-ওডোঙ্গা, বাথুরস্ট, ডব্বো, গলবার্ন, অরেঞ্জ, পোর্ট ম্যাকুয়ারি, ওয়াগা ওয়াগা এবং ক্যানবেরাতে একাধিক ক্যাম্পাস রয়েছে। উত্তর Parramatta, ম্যানিলি (সিডনি), Wangaratta এর বিশেষজ্ঞ কেন্দ্র সুবিধা এর পাশাপাশি গ্রিফিথ এবং পার্কস এর মধ্যে আঞ্চলিক ইউনিভার্সিটি স্টাডি সেন্টারও রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর এবং পোস্ট-স্নাতক পর্যায়ের পাশাপাশি সিঙ্গেল সাবজেক্ট স্টাডি প্রোগ্রামের সুবিধাও রয়েছে।
Charles Sturt University প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিদ্যমান শিক্ষা বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমন্বয়ে। এই বিশ্ববিদ্যালয়টির তিনটি প্রধান অনুষদ রয়েছে। প্রতিটি অনুষদ নির্দিষ্ট এলাকার অধ্যয়ন ও গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক স্কুল এবং কেন্দ্র এর সমন্বয়ে গঠিত। “Faculty of Arts and Education”, “Faculty of Business, Justice and Behavioural Sciences”, “Faculty of Science” এই তিনটি এর প্রধান অনুষদ।
Edith Cowan University
এটি অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়। এটি এডিথ কোয়ান নামক একজন নারী, যিনি প্রথম মহিলা হিসাবে অস্ট্রেলিয়ার সংসদ এর জন্য নির্বাচিত হন, তার নামানুসারে রাখা হয়। এই ইউনিভার্সিটিটি ১৯৯১ সালে ইউনিভার্সিটি স্ট্যাটাস পায়।
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক এবং স্নাতক পর্যায়ে ২৭,০০০ এরও বেশি শিক্ষার্থী রয়েছে যার মধ্যে প্রায় ৪,৩০০ জন অস্ট্রেলিয়ার বাইরে ১০০ টিরও বেশি দেশ থেকে আগত আন্তর্জাতিক ছাত্র। ইউনিভার্সিটিতে মাউন্ট লাউলি এবং জোন্ডালুপের দুটি মেট্রোপলিটন ক্যাম্পাসে ৩০০ টির বেশি কোর্স এবং পার্থের ২০০ কিলোমিটার দক্ষিণে Bunbury এর দক্ষিণ পশ্চিমে একটি আঞ্চলিক ক্যাম্পাস রয়েছে।
এছাড়াও অনলাইনে স্টাডি করার জন্যও এখানে অনেক কোর্স রয়েছে। উপরন্তু, অফশোরের কোর্স এবং প্রোগ্রাম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়টির আটটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও এর রয়েছে একটি রিসার্চ সেন্টার।
Federation University Australia
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত একাধিক ক্যাম্পাসের সাথে একটি দ্বৈত-সেক্টর বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টি Ballarat ক্যাম্পাসের উপর ভিত্তি করে চললেও, Ararat, Horsham, Stawell, চার্চিল এবং অনলাইন প্রযুক্তিগত এবং Horsham এর উচ্চশিক্ষা নার্সিং প্রোগ্রামও এতে রয়েছে।
বেলর্ট এবং মাউন্ট হেলেন ক্যাম্পাস ঐতিহ্যগত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলি প্রদান করে, যার মধ্যে কয়েকটি হলো ব্যবসায, প্রকৌশল, খনি, শিক্ষা, নার্সিং এবং আর্ট। ৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে, ভিক্টোরিয়ান সংসদ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আইন প্রণয়ন করে। “Institute for Regional and Rural Research and Innovation”, “Geotechnical and Hydrogeological Engineering Research Group”, “Collaborative Research Centre in Australian History” এর রিসার্চ ইন্সটিটিউট এবং সেন্টার।
Griffith University
এই বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত। এটি ১৯৭৫ সালে “Environmental Science and Asian Studies” এর উপর অস্ট্রেলিয়ার প্রথম ডিগ্রি প্রদান করে।
বিশ্ববিদ্যালয়টি স্যার স্যামুয়েল ওয়াকার গ্রিফিথের নামে নামকরণ করা হয়, যিনি কুইন্সল্যান্ডের দুইবার প্রিমিয়ার এবং অস্ট্রেলিয়ার হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। অস্ট্রেলিয়ার সংবিধানের মূল লেখক ছিলেন স্যার স্যামুয়েল গ্রিফিথ। তিনি ফেডারেশন অব অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সংবিধানের প্রধান লেখক ছিলেন।
প্রাথমিকভাবে Griffith University নাথানে একটি ক্যাম্পাস এবং ৪৫১ শিক্ষার্থীদের নিয়ে শুরু করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির তিনটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে। এই প্রতিষ্ঠানটির চারটি একাডেমিক গ্রুপ রয়েছে। যেগুলো হলো “Arts, Education and Law”, “Griffith Business School”, “Griffith Health”, “Griffith Sciences”।
অস্ট্রেলিয়ার সেরা পাঁচটি অনলাইন ভার্সিটি সম্পর্কে জানলেন। যেগুলো সবই স্বনামধন্য এবং প্রতিটিতেই রয়েছে অনলাইনের মাধ্যমে শিক্ষা নেওয়ার সুযোগ। ফলে এখানকার যে কোন ইউনিভার্সিটিতে পড়ে খুব সহজেই আপনি বিদেশে না গিয়েও পেতে পারে বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রি।
Leave a Reply