স্কুল পড়ুয়া সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে নিশ্চয়ই উচ্চাকাঙ্খা রয়েছে আপনার। থাকবেই না কেন, সন্তানই তো আপনার আসল সম্পদ, ভালবাসার আসল বাতিঘর। এই ঘরের বাতিটিকে আরো উজ্জ্বল আলোয় পরিপূর্ণ করতে এখনই নিতে পারেন একটি ভাল পদক্ষেপ। ভর্তি করিয়ে দিতে পারেন অ্যামেরিকার সেরা অনলাইন স্কুলে।
ভাবছেন আমার সন্তান তো এখন স্কুলে পড়ছেই, আবার স্কুলে দেবো কেন! হ্যাঁ, আপনার সন্তান নিশ্চয়ই বাংলাদেশের কোন না কোন স্কুলে পড়ছে। তবে ওই যে উচ্চ শিক্ষার কথা বলছিলাম! উচ্চ শিক্ষার প্ল্যানটা যদি শুরুতেই করা যায় আর সে মোতাবেক প্রস্তুতিও নেয়া যায়, তাহলে কোন কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে পারে না, পারে কি?
আমি এখানে যে স্কুলের কথা বলছি, সে স্কুলে পড়ার জন্য আপনার সন্তানকে অ্যামেরিকা যেতে হবে না, বর্তমান স্কুলটিও ত্যাগ করতে হবে না। আপনার সন্তান নিয়মিত যে স্কুলে যাচ্ছে, সে স্কুলে থাকাকালীনই যদি আপনি অ্যামেরিকার কোন অনলাইন স্কুলে ভর্তি করিয়ে দেন, তবে তার উচ্চ শিক্ষার পথটা সুগম হবে।
অ্যামেরিকার সেরা অনলাইন স্কুল
আমি এখানে যে ৫টি স্কুলের ইনফরমেশন দিচ্ছি, এগুলো ইউনাইটেড স্টেটের কয়েক হাজার স্কুলের মধ্যে সবচেয়ে সেরা। একবার ভাবুন, আপনার সন্তান যদি এখানকার যে কোনও অনলাইন স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে বিশ্বের সবচেয়ে সেরা ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য অ্যাপ্লাই করে, তাহলে অন্য অনেকের চেয়ে এগিয়ে থাকবে কিনা!
নিশ্চয়ই এগিয়ে থাকবে, অন্য অনেককেই পেছনে ফেলে সে ভর্তির সুযোগ পেয়ে যাবে। সুতরাং, আপনার যদি খরচ বহন করার মত সামর্থ্য থাকে আর আপনার সন্তান যদি পড়াশুনার অধিক চাপ নিতে সক্ষম হয়, তবে বেছে নিন যে কোন অনলাইন স্কুল।
Laurel Springs School
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি প্রাইভেট অনলাইন স্কুল Laurel Springs School. ১২ গ্রেড কিন্ডার গার্টেন ছাত্র-ছাত্রীদের এটি অ্যামেরিকার অন্যতম সেরা অনলাইন স্কুল হিসেবে প্রতিষ্ঠিত। ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশন অব স্কুল এন্ড কলেজ (ডব্লিউএএসসি)১৯৯১ সালে প্রতিষ্ঠা করে এই অনলাইন স্কুলটি।
বিষয় সমূহ:
- অ্যান্থোপলোজি: আনকাভারিং হিউম্যান মিস্ট্রিস্
- অ্যাসট্রোনোমি: ডিটেকটিভ অব দ্যা পাস্ট
- ডিজিটাল ফটোগ্রাফি: ডিসকাভারিং ক্রিয়েটিভ পোটেনশিয়াল
- হেলথ্ সায়েন্স: দ্যা হোল ইন্ডিভিজুয়াল
- ফরেন্সিক সায়েন্স: সিক্রেট অব দ্যা ডেড
- হসপিটালিটি এন্ড টুরিজ্যম: ট্র্যাভেলিং দ্যা গ্লোবাল
- পার্সোনাল এন্ড ফ্যামিলি ফিন্যান্স
- ক্রিমিনোলোজি: ইনসাইড দ্যা ক্রিমিনাল মাইন্ড
- হিস্ট্রি অব দ্যা হলোকাস্ট, ইত্যাদি
- কম্পিউটার এন্ড ইলেকট্রোনিক্স
ভর্তির সময়: প্রতি বছর, জুন মাসের প্রথম সপ্তাহ
টিউশন ফি: সাবজেক্ট ও গ্র্যাজুয়েশনের ধরণ অনুযায়ী নির্ধারিত। তবে বাৎসরিক রেজিস্ট্রেশন ফি ২৫০ ও ১০০ ডলার।
পেমেন্ট প্ল্যান: ২৫%, ৪০% ও ৫০% ডাউন পেমেন্ট।
Forest Trail Academy
Forest Trail Academy ওয়েলিংটন ফ্লোরিডায় অবস্থিত একটি অনলাইন প্রাইভেট স্কুল। ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব এডুকেশন দ্বারা স্বীকৃত এই স্কুলটি ইনোভেটিভ, অ্যাকাডেমিক, কালচারাল ও প্র্যাগমেটিক শিক্ষার জন্য বিখ্যাত।
বিষয় সমূহ:
- সাইকোলোজি
- সোশিওলোজি
- মাস কমিউনিকেশন
- ক্যারিয়ার প্ল্যানিং
- অ্যাস্ট্রোনোমি
- ফাউন্ডেশন অব বিজনেস
- কম্পিউটার সায়েন্স
- কনজিউমার ম্যাথসহ অসংখ্য বিষয়।
ভর্তির সময়: প্রতি বছর, জুন মাস
টিউশন ফি: মাসিক ২০০ ডলার অথবা বাৎসরিক ২৩৯৫ ডলার।
Northstar Academy
যুক্তরাজ্যের মিসিসিপির সাইথ হেভেনে অবস্থিত অন্যতম সেরা অনলাইন স্কুল নর্থস্টার একাডেমি। সাউদার্ন অ্যাসোসিয়েশন অব স্কুল এন্ড কলেজের মাধ্যমে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য দুই দুই বার জিতে নিয়েছে ACSI পুরস্কার।
বিষয় সমূহ:
- ফাইন আর্টস্
- কম্পিউটার এন্ড ইলেকট্রোনিক্স
- ফিজিক্স ইন রিয়েল লাইফ
- কেমিস্ট্রি ইন মেডিকেল সায়েন্স
- ল্যাংগুয়েজ
- কলেজ এন্ড ক্যারিয়ারসহ বিভিন্ন সাবজেক্টের মোট ২৪টি গ্র্যাজুয়েশন কোর্স।
ভর্তির সময়: প্রতি বছর, এফ্রিল মাসের প্রথম সপ্তাহ
টিউশন ফি: ব্যাসিক গ্র্যাজুয়েশন ৫৯০ ডলার, অ্যাডভান্সড্ গ্র্যাজুয়েশন ৬২০ ডলার, এনরিচড্ ভার্সুয়াল গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (ইভিপি) ৭০০ ডলার।
পেমেন্ট প্ল্যান: প্রতি কোর্সের জন্যই ৩ মাসের কিস্তি সুবিধা।
গ্র্যাজুয়েশন রিকোয়্যারমেন্ট: ব্যাসিক গ্র্যাজুয়েশনের জন্য মিনিমাম ২৪ ক্রেডিট আর অ্যাডভান্সড্ গ্র্যাজুয়েশনের জন্য মিনিমাম ২৬ ক্রেডিট।
Park City Independent
নর্থওয়েস্ট অ্যাক্রিডিয়েশন কমিশনের স্বীকৃতি পাওয়া Park City Independent একটি ফুল-পেজড্ অনলাইন স্কুল যা যুক্তরাজ্যের পেনিসিলভানিয়ায় অবস্থিত। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এ স্কুলটি ২০১৫ সালেই অর্জণ করে অ্যাক্রিডিয়েশন স্টেটাস। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সকল দেশের ছাত্র-ছাত্রীদের জন্য মান-সন্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই Park City Independent স্কুলের মূল লক্ষ্য।
বিষয় সমূহ:
- অনলাইন গেম ডেভেলপমেন্ট
- অনলাইন অ্যাকাউন্টিং
- টুডি ও থ্রিডি আর্ট
- কম্পিউটার ফান্ডামেন্টালস্
- ডিজিটাল মিডিয়া
- ডিজিটাল ভিডিও প্রোডাকশন
- হেলর্থ সায়েন্স
- মার্কেটিংসহ অনেক বিষয় পড়ানো হয় এই অনলাইন স্কুলে।
ভর্তির সময়: বছরের যে কোন মাসে
টিউশন ফি: কোর ও ইলেক্টিভ গ্র্যাজুয়েশন কোর্স ৪১৯ ডলার, কি-স্টোন প্লাস গ্র্যাজুয়েশন কোর্স ৬১৯ ডলার।
গ্র্যাজুয়েশন রিকোয়্যারমেন্ট: ২১ ক্রেডিট।
James Madison High School
অ্যামেরিকার অনলাইন স্কুলগুলোর মধ্যে একটি লিডিং পর্যায়ের হাইস্কুল এটি। বিখ্যাত Ashworth College এর মালিকানায় ১৯৯৬ সালে যুক্তরাজ্যের নরক্রস, জর্জিয়ায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
বিষয় সমূহ:
- অ্যাকাউন্টিং
- জেনারেল ম্যাথ
- ফিজিক্স
- ক্যামিস্ট্রি
- ক্যালকুলাসসহ অনেক বিষয়।
ভর্তির সময়: প্রতি বছর, মে মাস
টিউশন ফি: প্রতি বছর ১২৭৪ ডলার।
গ্র্যাজুয়েশন রিকোয়্যারমেন্ট: ২৩ ক্রেডিট।
অ্যামেরিকার সেরা ৫টি অনলাইন স্কুল সম্পর্কে জানলেন। আরো বিস্তারিত জানার জন্য স্কুলগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। তারপর, সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কোনটিতে ভর্তি করাবেন।
Leave a Reply