দিন শেষ হওয়ার আগেই কি আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায়? কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতেই কি ব্যাটারির দূর্বলতার কথা মনে পড়ে? যদি এমন হয়, তবে আপনার একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক চার্জার প্রয়োজন যা আপনাকে যখন তখন মোবাইল চার্জ দেয়ার দারুণ সুবিধা দেবে। ভ্রমনে ফোনের চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
বর্তমান সময়ে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক চার্জার আমাদের সবার জন্যই একটি অতিব প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। ফোনের ক্ষমতার সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ পাওয়ার ব্যাংক চার্জার এর গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। আপনি যে ব্র্যান্ডের ফোন ব্যবহারকারীই হোন না কেন, আপনার ফোনটি যদি আপনার প্রয়োজনীয় সময়ের তুলনামুলক কম সময়ে তার সম্পূর্ণ চার্জ হারিয়ে পেলে, সেক্ষেত্রে একটি পাওয়ার ব্যাংক আপনার এই সমস্যার জন্য আদর্শ সমাধান।
পাওয়ার ব্যাংক চার্জার
বাজারে বিভিন্ন ধরণের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, তবে ভাল মানের পাওয়ার ব্যাংক না হলে আপনি ভাল সার্ভিস পাবেন না। তাই, এখানে আমি এমন ৫টি পাওয়ার ব্যাংক নিয়ে আলোচনা করছি যেগুলো আপনাকে সর্বাধিক পাওয়ার সার্ভিস দেবে।
একটি পাওয়ার ব্যাংক চার্জার দ্বারা একাধিকবার কোন ডিভাইসকে চার্জ করা সম্ভব। সংখ্যাটি কত তা নির্ভর করে আপনার ডিভাইস এবং পাওয়ার ব্যাংক চার্জারের ক্ষমতার উপর। পাওয়ার ব্যাংক চার্জার এর ক্ষমতাকে সাধারণত মিলিঅ্যাম্পায়ার ঘন্টা (mAh) হিসাবে পরিমাপ করা হয়।
উদাহরণ স্বরুপ বলা যায় যে একটি আইফোন ৭ এর ১৯৬০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টার ক্ষমতা সম্পন্ন ব্যাটারী থাকে, যেখানে স্যামসাং গ্যালাক্সি এস ৮ এ রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টার ক্ষমতা সম্পন্ন ব্যাটারী। সে হিসাব মতে ১০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টার ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার ব্যাংক চার্জার একটি আইফোন ৭ কে ৩ বারেরও কিছু বেশি বার চার্জ করতে পারবে।
তবে পাওয়ার ব্যাংক চার্জার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে আপনার ফোনের ব্যাটারীর ক্ষমতা যেন কোনভাবেই আপনার পাওয়ার ব্যাংক চার্জার এর ক্ষমতার ৭০% এর বেশি না হয়।
চলুন জেনে নিই সেরা ৫টি পাওয়ার ব্যাংক চার্জার ও তাদের ক্ষমতা এবং মূল্য সম্পর্কে-
Ugreen Portable External Power Bank
ইউগ্রীণ পোর্টেবল এক্সটার্নাল পাওয়ার ব্যাংক চার্জারটিতে ব্যবহার করা হয়েছে আসল লাইটনিং কানেক্টর সেন্সর। তাই এমএফআই সার্টিফাইড ব্যাটারীযুক্ত ইউগ্রীণ পোর্টেবল এক্সটার্নাল পাওয়ার পাওয়ার ব্যাংক চার্জার আপনার আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৬ এস, আইফোন ৬ এস প্লাসসহ অন্যান্য যে কোন ফোনকে পুরোপুরিভাবে চার্জ করতে সক্ষম।
১০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টার উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ার এই পাওয়ার ব্যাংক চার্জারটি ক্রমাগতভাবে আপনার ফোন, ট্যাবলেট বা অন্যান্য ইউএসবি চার্জযোগ্য ডিভাইসকে কোন ধরনের সমস্যা ছাড়াই চার্জ করতে পারে যা আপনার ভ্রমনকালীন প্রয়োজনীয় মুহুর্তের জন্য একান্ত জরুরী।
সর্বোচ্চ ৩.৪ অ্যাম্পায়ার আউটপুট ক্ষমতা সম্পন্ন ইউগ্রীণ পাওয়ার ব্যাংক চার্জারটি একই সাথে দুইটি ডিভাইসকে সমানভাবে চার্জ করতে সক্ষম। তবে একই সাথে একটি আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে চার্জ করতে গেলে লাইটনিং ক্যাবলের সাথে সংযুক্ত থাকার কারণে আইফোনটি অবশ্যই অধিক প্রাধান্য পায়।
ইউগ্রীণ পোর্টেবল এক্সটার্নাল পাওয়ার ব্যাংক চার্জারটি মাত্র ১০ ঘন্টা সময়ের মধ্যেই নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিতে পারে। আপনি চাইলে রাতে ঘুমানোর সময় এটিকে চার্জ করে রাখতে পারেন এবং পরবর্তী সারা দিন এটি আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত।
তাছাড়া এর ব্যাকআপ ব্যাটারী ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার চার্জ, ওভার ডিসচার্জ, ওভার হিটিং এর মত সমস্যার প্রতিরোধে আপনার ডিভাইসের সবচেয়ে নিরাপদ বন্ধু। এছাড়াও ইউগ্রীণ পোর্টেবল এক্সটার্নাল পাওয়ার ব্যাংক চার্জারটিতে ৪টি এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে যা আপনাকে পাওয়ার ব্যাংক চার্জারে স্টোরে থাকা চার্জের ধারণা প্রদান করে।
এক নজরে Ugreen Portable External Power Bank-
- ব্র্যান্ড- ইউগ্রীণ পোর্টেবল এক্সটার্নাল
- ক্ষমতা- ১০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা
- ব্যাটারীর প্রকৃতি- লিথিয়াম পলিমান ব্যাটারী
- ইনপুট- ৫ ভোল্ট/২.৪ অ্যাম্পায়ার সর্বোচ্চ
- আউটপুট- ৫.১ ভোল্ট/২.৪ অ্যাম্পায়ার সর্বোচ্চ
- ইন্টারফেস- টাইপ সি ও টাইপ এ ইউএসবি
- দাম- ৩২০০ টাকা
TP Link TL-PB
রিচার্জেবল ব্যাটারীর ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হল যে এটি খুব কম সময়ে নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। বিশেষ করে শীতকালে বা ঠান্ডা আবহওয়াতে অধিকাংশ পাওয়ার ব্যাংক চার্জারের ব্যাটারী নষ্ট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে থাকে। এলজি প্রিমিয়াম ব্যাটারী সেল এবং অত্যাধুনিক ব্যাটারী প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় টিপি লিংক টিএল-পিবি২০১০০ পাওয়ার ব্যাংক চার্জারটি এই ধরনের প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হওয়ার সাথে সাথে শীতকাল বা ঠান্ডা পরিবেশেও এর কার্যক্ষমতা থাকে অটুট।
টিপি লিংক টিএল-পিবি২০১০০ পাওয়ার ব্যাংক চার্জারটিতে রয়েছে ২০১০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা ক্ষমতা সম্পন্ন অ্যালে সিরিজ ব্যাটারী। অন্যান্য পাওয়ার ব্যাংক এর চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারী হওয়ায় এটি আপনার দীর্ঘ যাত্রায় একাধিকবার আপনার ডিভাইসটিকে চার্জ করতে সাহায্য করবে।
টিপি লিংক স্মার্ট চার্জিং প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় একই সাথে দুইটি ডিভাইস চার্জ করার সুবিধা পাবেন আপনি। সংযুক্ত ডিভাইসের উপর ভিত্তি করে এই চার্জার ব্যাংকটি বুদ্ধিমত্তার সাথে চার্জিং পাওয়ার সমন্বয় করে নিতে পারে।
টিপি লিংক টিএল-পিবি২০১০০ পাওয়ার ব্যাংক চার্জারটির আউটপুট পোর্টগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি খুব দ্রুত সময়ের মধ্যে যে কোন মোবাইল বা ট্যাবলেটকে পুরোপুরি চার্জ করতে পারে। আপনার ডিভাইসটি চার্জ হতে যত কম সময়ের প্রয়োজন হবে তত কম সময়ের মধ্যেই আপনি আপনার ডিভাইসটির সাহায্যে পুনরায় কাজ করতে সক্ষম হবেন।
আল্ট্রা ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহারের কারণে এই পাওয়ার ব্যাংক চার্জারটি অন্য যে কোন পাওয়ার ব্যাংক চার্জারের তুলনায় ৬৫% কম সময়ের মধ্যে আপনার ডিভাইসটিকে পুরোপুরি চার্জ করতে পারে।
এক নজরে TP Link TL-PB20100 Ally Series 20100mAh Power Bank
- ব্র্যান্ড- টিপি লিংক
- ক্ষমতা- ২০১০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা
- ব্যাটারীর প্রকৃতি- প্রিমিয়াম এলজি ব্যাটারী সেল
- ইনপুট- ৫ ভোল্ট/২.৪ অ্যাম্পায়ার সর্বোচ্চ
- আউটপুট- ৫ ভোল্ট/২.৪ অ্যাম্পায়ার সর্বোচ্চ
- ইন্টারফেস- টাইপ সি ও টাইপ এ ইউএসবি
- দাম- ২৭৫০ টাকা
A Data P20000D Power Bank
যুগের সাথে সাথে তাল মিলিয়ে মোবাইল ডিভাইসগুলি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে যাতে আপনি অ্যাডভান্সড গেমিংসহ এইচডি ভিডিও উপভোগ করতে পারেন। কিন্তু শক্তিশালী প্রসেসিং এবং হাই রেজুলেশন স্ক্রিনের কারণে ডিভাইসগুলি আগের তুলনায় অনেক বেশি পরিমান চার্জ ব্যয় করে। এ সমস্যা সমাধানে এ ডাটা পি২০০০ডি একটি সম্পূর্ণ ডিজটাল পাওয়ার ব্যাংক চার্জার।
এ ডাটা পি২০০০ডি একদিকে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন হওয়ার সাথে সাথে ডিজিটাল ডিসপ্লেযুক্ত হওয়ায় পাওয়ার ব্যাংক চার্জারটিতে কতটুকু পরিমান চার্জ অবশিষ্ট আছে তা সহজেই জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে পাওয়ার ব্যাংক চার্জারটিতে অতিরিক্ত এলইডি ফ্যাশলাইট যুক্ত করা হয়েছে।
আমাদের কম বেশি অনেকেরই পূর্বে ৫০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা বা ১০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক চার্জার ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। এ ডাটা পি২০০০ডি তে রয়েছে ২০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা ক্ষমতা সম্পন্ন ব্যাটারী যা আপনার ট্যাবলেট ডিভাইসকে ২ বার এবং স্মার্টফোনকে ৭ বার পুরোপুরি চার্জ করার জন্য উপযুক্ত। এটি আসলে পাওয়ার ব্যাংক চার্জার নয় বরং এটি হচ্ছে একটি পাওয়ার স্টেশন যাকে আপনি ইচ্ছা করলেই আপনার সাথে নিয়ে ঘুরতে পারবেন।
এ ডাটা পি২০০০ডি তে রয়েছে চার্জিং এর জন্য দুইটি ইউএসবি পোর্ট। এ কারণে আপনাকে আর আগের মত একটি ভিভাইস চার্জ করে অপরটিকে চার্জে বসানোর জন্য অপেক্ষা করতে হয় না। আপনি আপনার দুইটি ডিভাইসকেই একত্রে এই পাওয়ার ব্যাংক চার্জার ব্যবহার করে সম পরিমাণে ডিভাসের কোনরুপ ক্ষতি সাধন ছাড়াই চার্জ করতে পারবেন।
এছাড়াও, এ ডাটা পি২০০০ডি পাওয়ার ব্যাংক চার্জার আগুন, বৈদ্যুতিক শক প্রতিরোধী হওয়ায় ব্যবহারের সময় এটি আপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। একই সাথে এই ওভার চার্জ, ওভার ডিসচার্জ, ওভার হিটিং, ওভার কারেন্ট এর বিরুদ্ধেও সমভাবে কাজ করে।
এক নজরে A Data P20000D Power Bank-
- ব্র্যান্ড- এ ডাটা
- ক্ষমতা- ২০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা
- ব্যাটারীর প্রকৃতি- রিচার্জযোগ্য লিথিয়াম আয়ন ৭২ ডব্লিউ এইচ
- ইনপুট- ৫ ভোল্ট/২ অ্যাম্পায়ার সর্বোচ্চ (মাইক্রো ইউএসবি)
- আউটপুট- ৫ ভোল্ট/২.১ অ্যাম্পায়ার সর্বোচ্চ (টাইপ এ ইউএসবি)
- ইন্টারফেস- টাইপ সি ও টাইপ এ ইউএসবি
- দাম- ২২০০ টাকা
Huawei AP007 Powerbank AP007
হুয়াওয়ে এপি০০৭ আপনার ফোনের ব্যাটারীর জন্য একটি উৎকৃষ্ট লাইফগার্ড। ১৩০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা ক্ষমতা সম্পন্ন এই পাওয়ার ব্যাংক চার্জারটি আপনার যাত্রা ও ভ্রমণের সময় আপনার ফোনকে সচল রাখতে সাহায্য করে যা একটি আইফোন ৬ এর মত ডিভাইসকে ৪ বারের বেশি চার্জ করতে সক্ষম।
এই পাওয়ার ব্যাংক চার্জারটি অধিকাংশ ব্র্যান্ডের স্মার্টফোন এবং ট্যাবলেটকে সমর্থন করে। দুইটি ইউএসবি পোর্ট থাকায় হুয়াওয়ে এপি০০৭ এর সাহায্যে আপনি একই সাথে আপনার স্মার্টফোন এবং ট্যাবলেটকে চার্জ করতে পারবেন।
ডিভাইসটিকে খুবই বুদ্ধিমত্তার সাথে এবং ডিভাইসের নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যার কারনে একাধিক ডিভাইস চার্জের সময় একটি ডিভাইসের লোডিং ক্ষমতার উপর ভিত্তি করে আউটপুট পাওয়ার নির্ধারণ করে ডিভাইসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
ওয়ান-পিস ব্রাকেট ডিজাইন নির্ভর হওয়ার কারণে এটি স্মার্টফোনের ইলেকট্রিক সার্কিট এবং ব্যাটারীর নিরাপত্তা প্রদান করে। যার কারণে আপনার ফোনের চার্জিং ও সুরক্ষার দিক থেকে এটি যে কোন পাওয়ার ব্যাংক চার্জার প্রেমীর প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হবে।
অ্যালুমিনিয়ামের বডি এবং অত্যাধুনিক ডিজাইনের কারণে এই ডিভাইসটি সম্পুর্ণভাবে ধুলোবালি এবং ময়লা প্রতিরোধী। তাছাড়া এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারী এটিকে সহজেই ধারণ এবং বহন করতে পারেন।
এক নজরে Huawei AP007 Powerbank AP007-
- ব্র্যান্ড- হুয়াওয়ে
- ক্ষমতা- ১৩০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা
- ব্যাটারীর প্রকৃতি- এলজি ব্যাটারী
- ইনপুট- ৫ ভোল্ট/২ অ্যাম্পায়ার সর্বোচ্চ (মাইক্রো ইউএসবি)
- আউটপুট- ৫ ভোল্ট/২.১ অ্যাম্পায়ার সর্বোচ্চ (টাইপ এ ইউএসবি)
- ইন্টারফেস- টাইপ সি ও টাইপ এ ইউএসবি
- দাম- ২০০০ টাকা
Apacer B520 10000mAH Gray Power Bank
অ্যাপাসার বি৫২০ সর্ব প্রথমেই এর টাইটেনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম এবং সুন্দর ডিজাইনের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করে। দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি বাজারের অন্যান্য পাওয়ার ব্যাংক চার্জারের সাথে আকারের তুলনায় এটির রয়েছে ১.৩ সেন্টিমিটার বিশিষ্ট আল্ট্রা-থিন বডি যা একে অন্যান্য পাওয়ার ব্যাংকের চাইতে সহজ বহনযোগ্য করে তুলেছে।
২.১ অ্যাম্পিয়ারের মত বড় মাপের ধারাবাহিক চার্জির পাওয়ার আউটপুট ক্ষমতার কারণে এটি আপনার মোবাইল চার্জিং এর অভিজ্ঞতাতে নতুন মাত্রা যোগ করে। অন্যান্য পাওয়ার ব্যাংক চার্জারের মত অ্যাপাসার বি৫২ তেও এক সাথে দুইটি ডিভাইস চার্জিং এর সুবিধা রয়েছে। যার কারণে আপনাকে আর চার্জহীন বা অল্প পরিমাণ চার্জ থাকা ডিভাইস নিয়ে ঘুরে বেড়ানোর দুঃশ্চিন্তায় থাকতে হবে না।
এক নজরে Apacer B520 10000mAH Gray Power Bank-
- ব্র্যান্ড- অ্যাপাসার
- ক্ষমতা- ১০০০০ মিলিঅ্যাম্পায়ার ঘন্টা
- ব্যাটারীর প্রকৃতি- লিথিয়াম পলিমান
- ইনপুট- ৫ ভোল্ট/২ অ্যাম্পায়ার সর্বোচ্চ (মাইক্রো ইউএসবি)
- আউটপুট- ৫ ভোল্ট/২.১ অ্যাম্পায়ার সর্বোচ্চ (টাইপ এ ইউএসবি)
- ইন্টারফেস- টাইপ সি ও টাইপ এ ইউএসবি
- দাম- ১৯০০ টাকা
পাওয়ার ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে আমরা কম বেশি কিছু ভুল করে থাকি। যেমন আপনার কোন পাওয়ার ব্যাংকের ক্ষমতা বা সেটি আমাদের ব্যবহৃত ডিভাইসের জন্য কতটা উপযোগী বা নিরাপদ এস-ব না ভেবে শুধু মাত্র দামের ভিত্তিতে বা অন্যের কথায় প্রভাবিত হয়েই পাওয়ার ব্যাংক চার্জার কিনে থাকি। এটি একদিকে যেমন একটি মারাত্বক ভুল, অপরদিকে আপনার শখের ডিভাইসটিকে মুহুর্তের মধ্যেই অচল করে দেওয়ার মত একটি বিপদজনক সিদ্ধান্তও বটে।
পাওয়ার ব্যাংক চার্জার কিনতে হলে প্রথমেই আপনাকে আপনার নিজের ডিভাইস, সেটির ব্যাটারী, চার্জ গ্রহণের ক্ষমতা ইত্যাদি বিষয় সম্পর্কে খুটিনাটি জেনে নিতে হবে। তারপর বাজারে ভালো ব্র্যান্ডের যেসব পাওয়ার ব্যাংক পাওয়া যায় তার মধ্যে আপনার ডিভাইসটির জন্য যেটি সবচেয়ে বেশি উপযোগী সেটি ক্রয় করতে হবে।
তাছাড়া পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ করার ক্ষেত্রেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন কখনোই পাওয়ার ব্যাংক চার্জে থাকা অবস্থায় ফোনকে পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করা উচিত নয়। পাওয়ার ব্যাংকের কার্যক্ষমতা ধরে রাখার জন্য অবশ্যই সেটিকে একবারে সম্পূর্ণ চার্জ করার পরই ব্যবহার করা উচিত। আংশিক পরিমানে চার্জ করলে একদিকে যেমন ডিভাইসকে চাহিদা অনুযায়ী একাধিকবার চার্জ করা সম্ভব হয় না, অপরদিকে পাওয়ার ব্যাংটিরও কার্যক্ষমতা কমতে শুরু করে।
যাইহোক, জানলেন তো সেরা ৫টি পাওয়ার ব্যাংক সম্পর্কে, এবার কমেন্ট করে আমাদের জানান আপনি কোনটি ইউজ করছেন।
Najmul Hasan says
Xiaomi 20000mah power bank 2
এই পাওয়ার ব্যাপারে কিছু বলেন? আর এই পাওয়ার ব্যাংক কেমন আর এর কার্যক্রম পরিচালনা ও ব্যাটারী পারফরম্যান্স কেমন এগুলো অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার অভিমত জানার জন্য?
টি আই অন্তর says
আজই আমাদের একজন রাইটার Xiaomi 20000mah power bank 2 পাওয়ার ব্যাংকটির একটি পূর্ণাঙ্গ রিভিউ লিখেছে। শাওমি এমআই পাওয়ার ব্যাংক ২০০০ এমএএইচ দিচ্ছে বিপুল ব্যাকআপ শিরোনামের এই লেখাটি পড়ে নিতে পারেন।