আমরা অনেকেই শখ থেকে বা নিজেদের প্র্যাক্টিসের জন্য ওয়েব ডিজাইন করে থাকি। আপনার এই ডিজাইন করা ওয়েবপেইজটিই বানানোর পর যদি কোথাও বিক্রি করার সুযোগ পান, তাহলে একদিক দিয়ে আপয়ার প্র্যাক্টিসও হবে, আবার অন্য দিক দিয়ে অতিরিক্ত কিছু টাকাও পাওয়া যাবে। আর এই জন্যই আজকের এই পোস্ট আলোচনা করব ৫টি ওয়েব টেমপ্লেট বিক্রয় করার ওয়েবসাইট নিয়ে যেখানে আপনি আপনার ডিজাইন করা ওয়েব টেমপ্লেটটি বিক্রয় করতে পারবেন।
তবে, একটু সতর্ক বার্তা দিয়ে রাখি, যা একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে এমনিতেও হয়তো আপনি জানেন। তা হল, এই ৫টি ওয়েব টেমপ্লেট বিক্রয়ের সাইট –ই কিন্তু যথেষ্ট প্রোফেশনাল। তাই, আপনার ডিজাইন কতটা সুন্দর, কতটা রেসপন্সিভ, পেইজ লোড হতে কত কম সময় লাগছে, কোডিং স্টাইল, সবই কিন্তু এ-সব সাইটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েব টেমপ্লেট বিক্রয় করার ওয়েবসাইট
ধরে নিচ্ছি, ওয়েব টেমপ্লেট বলতে কি বোঝায় তা জেনেই ওয়েব টেমপ্লেট ডিজাইন করবেন। তাই, ওয়েব টেমপ্লেট কি, তা নিয়ে আর আলোচনা না করলাম। আজকের আলোচনার ৫টি সাইটের সাথে আরও ২টা উপায় বলব, যার মাধ্যমেও আপনি ওয়েব টেমপ্লেট বিক্রয় করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন, দেখে নেই সাইট ৫টি।
থিম ফরেস্ট
থিম ফরেস্টের নাম শুনেন নাই এমন ডিজাইনার বা ডেভেলপার খুব কমই আছে। থিম ফরেস্টে আপনি আপনার এইচটিএমএল টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, জুমলা টেমপ্লেট থেকে শুরু করে ফ্ল্যাশ টেমপ্লেট, ফটোশপ টেমপ্লেট সবই বিক্রয় করতে পারবেন। আর সেলের কত পার্সেন্ট আপনি পাবেন তা নির্ভর করছে আপনার থিমের উপর।
প্রতিটি নন-এক্সক্লুসিভ থিম বিক্রয়ের জন্য পাবেন বিক্রয় মূল্যের ২৫% করে আর প্রতিটি এক্সক্লুসিভ থিম বিক্রয় হলে পাবেন বিক্রয় মূল্যের ৩৫%-৫০% পর্যন্ত। আপনার থিমের প্রাইস সর্বনিম্ন ২ ডলার থেকে থিমের সৌন্দর্য- ফাংশনালিটি সব মাথায় রেখে আরও অনেক বেশি দাম সেট করতে পারেন। আর থিম বিক্রয়ের পূর্বে খুবই ভাল হয় যদি আপনি ওদের টিউটোরিয়ালটা পড়ে নেন আর শর্ট কুইজটা দিয়ে নেন। আপনার তৈরি সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো বিক্রির জন্য আজই থিম ফরেস্টে রেজিস্ট্রেশন করুন।
টেমপ্লেম্যাটিক
আপনার ডিজাইন করা থিমটা বিক্রয়ের জন্য টেমপ্লেম্যাটিকও একটা অসাধারণ সাইট। এদের সাইটে আপনার টেমপ্লেটটি বিক্রয় করতে চাইলে খুবই সহজ কিছু শর্ত আছে। আর সেগুলো হল আপনার থিম অবশ্যই ভ্যালিড এইচটিএমএল আর সিএসএস মার্ক আপের হতে হবে। ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি থাকতে হবে। আর অবশ্যই কোন প্রকার কপিরাইট প্রবলেম থাকা যাবে না।
টেমপ্লেম্যাটকে ফ্রি একাউন্ট খুলে আপনি সাবমিট করতে পারেন আপনার থিমটি। আর আপনার থিমের প্রতিটি সেলের বদলে আপনি পাবেন প্রাইসের ৬৫% করে। টেমপ্লেমেটিকে আপনি ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ইত্যাদির থিম, ওয়ার্ডপ্রেস প্লাগিন ইত্যাদিও সাবমিট করতে পারবেন।
বাই স্টক ডিজাইন
উপরের মার্কেটপ্লেস দুটোর তুলনায় বাই স্টক ডিজাইন কিছুটা নতুন। অবশ্য একে বর্তমানে ফ্রিল্যান্সার ডট কম কিনে নিয়েছে এবং সাইটটির বর্তমান নাম ফ্যান্টেরো। তবে, এটাও অসাধারণ একটা মার্কেটপ্লেস আপনার ডিজাইন করা থিমটা বিক্রয় করার জন্য। এখানে এইচটিএমএল, ফটোশপ, ওয়ার্ডপ্রেস, জুমলা এর থিম বিক্রয় করতে পারবেন।
আপনার থিমের দাম সেট করতে পারবেন ৫ ডলার থেকে ২৫ ডলারের মধ্যে। আর প্রতিটি থিম বিক্রয়ের জন্য ৫০-৭৫% পর্যন্ত টাকা পাবেন। অন্যান্য মার্কেটপ্লেসের মত এখানেও আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে থিম আপলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে চাইলে বা সাইটটা নিজে ভিজিট করতে চাইলে ক্লিক করতে পারেন নিচের বাটনে।
টেমপ্লেট ক্লাউড
টেমপ্লেট ক্লাউড আরেকটি বেশ ভাল টেমপ্লেট বিক্রয়ের সাইট, আপনার থিম/ টেমপ্লেট সেল করার জন্য। এটা প্রিন্টিং ডট কমের একটা সিস্টার কন্সার্ন। আপনি আপনার থিমের প্রাইস আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন টেমপ্লেট ক্লাউডে এবং প্রতি থিম বিক্রয়ের জন্য রয়্যালটিও পাবেন।
এই সাইটটির আরেকটি মজার ব্যাপার হল, এখানে এন্ড ইউজাররা অর্থাৎ আপনার কাস্টমাররা ওদের প্রোভাইড করা অনলাইন টুল দিয়ে খুব সহজে নিজেদের প্রয়োজন মত থিম কাস্টমাইজ করে নিতে পারবেন। থিম ক্লাউডে অবশ্য আপনি এইচটিএমএল-সিএসএস থিম পাবেন না। অন্যদের বিজনেস সাইটের জন্য ব্যানার-কার্ড-লোগো ইত্যাদি ডিজাইন করে আপলোড করতে পারবেন।
মোজো থিমস্
মোজো থিমস মার্কেটপ্লেসটার ব্যাপারে সবার শেষে আলোচনা করছি, তার মানে কিন্তু এই নয় যে সাইটটি খারাপ। সাইটটির ইউজার সংখ্যা ১৮ লাখের উপরে এবং এ পর্যন্ত থিমও বিক্রয় হয়েছে সাড়ে তিন লাখের উপর। এখানে আপনি এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, শপিফাই, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো, ওপেনচার্ট, পিএসডি, প্রেসটাশপ, ইমেইল টেমপ্লেট সব বিক্রয় করতে পারবেন।
এদের আরেকটা ওয়েবসাইট আছে মোজো কোড নামে যেখানে আপনি কোড আর স্ক্রিপ্ট বিক্রয় করতে পারবেন। আর এক্সক্লুসিভ প্রতিটি থিম বিক্রয়ের বদলে আপনি পাবেন ৫০- ৭০% টাকা।
আরও দুইটি উপায়ঃ
এগুলো মার্কেটপ্লেসে বিক্রয় করার পাশাপাশি আপনি অন্যভাবেও থিম বিক্রয় করে আয় করতে পারেন। এর মধ্যে প্রথম উপায় হল আপনার চেনা যে বা যারা ওয়েব ডেভেলপ করে এবং ওয়েব ডিজাইনের পিছনে সময় দেয়ার টাইম পান না বা খুব ভাল ওয়েব ডিজাইন পারেন না, তাদের কাছে বিক্রয় করা। অথবা পরিচিত কেউ এমন কাজ না করলে, ফাইভারে সেল করেও টাকা ইনকাম করতে পারেন। আর অন্য উপায়টি হল আপনার নিজের একটা থিম বিক্রয়ের সাইট তৈরি করে ফেলা, তাতে আপনার থিম বিক্রয় হলে আপনি প্রতি বিক্রয়ে সম্পূর্ণ টাকাই পাবেন, যদিও সেক্ষেত্রে আপনার সাইটের বিজ্ঞাপনের দ্বায়িত্বও আপনাকেই নিতে হবে।
যাই হোক, এই ছিল ওয়েব টেমপ্লেট বিক্রয় করার ওয়েবসাইট নিয়ে আজকের মত আলোচনা। আশা করি, এই ওয়েবসাইটগুলো দেখে এবং আপনার জন্য অপার সম্ভাবণার কথা বুঝে, আপনি আপনার ডিজাইনে আগের থেকে বেশি মনোযোগী হবেন। সেই সাথে ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করে নিজের তৈরি টেমপ্লেট, থিম বিক্রি করতে শুরু করবেন।
Rajib Desai says
টেমপ্লেট কি? এ সম্পর্কে জানতে চাই……
টি আই অন্তর says
ধন্যবাদ, রাজিব দেশাই। টেমপ্লেট হচ্ছে একটি ডিজাইন ফাইল যা পিএসডি, জেপিজি, কিংবা পিনজিসহ যে কোনও ফরমেটে থাকতে পারে। আরো ভাল করে বোঝার জন্যে কিছু আইডি কার্ড টেমপ্লেট দেখুন।