আগে মোবাইলে মুভি দেখার জন্য মুভিটি কম্পিউটারে ডাউনলোড করে মোবাইলের মেমোরিতে নিতে হতো। ফ্রি অ্যাপের কল্যাণে যদিও সে ঝামেলা থেকে মুক্ত হওয়া গেছে, কিন্তু রয়ে গেছে অন্য ঝামেলা। কিছু ফ্রি অ্যাপ দিয়ে মুভি দেখা যায় ঠিকই। কিন্তু এমন অনেকগুলো ফ্রি অ্যাপস্ আছে যেগুলোর বেশিরভাগই লেটেস্ট মুভি সাপোর্ট করে না। এমনকি, সেগুলো দিয়ে লেটেস্ট মুভিগুলো ডাউনলোডও করা যায় না। এখানে সেরা ৫টি ফ্রিতে মুভি দেখার অ্যাপস্ নিয়ে আলোচনা করা হল যেগুলো দিয়ে নতুন পুরোনো যে কোন মুভি দেখতে পাবেন এবং ডাউনলোও করতে পারবেন।
অনলাইনে অসংখ্য মুভি দেখার ওয়েবসাইট আছে। কিন্তু বেশিরভাগই, প্রায় সবকটি মুভি সাইটই ভিডিও স্ট্রিমিং এর জন্য অ্যাডব ফ্লাস প্লেয়ার ব্যবহার করে। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে, অ্যান্ডয়েড এবং আইওএস প্লাটফর্মগুলো অ্যাডব ফ্লাস প্লেয়ার সাপোর্ট করে না। যদিও এর জন্য অ্যান্ড্রয়েডের কিছু ব্রাউজার তৈরি হয়েছে, আপনি সেগুলোর উপর ডিফেন্ড না করেই নিচের ফ্রিতে মুভি দেখার অ্যাপস্ থেকে যে কোনটি ব্যবহার করতে পারেন।
আরো দেখুন:
- অনলাইনে চাকরি থেকে আপনার বেতন হতে পারে ৩ লাখ ২ হাজার ৪শ টাকা
- গুগল অ্যাডসেন্স থেকে পিটির ইনকাম মাসে ৪ কোটি ৫৫ লক্ষ টাকা
- ইউটিউবে আয় তার বছরে ১৫ মিলিয়ন মার্কিন ডলার
- ছাত্রাবস্তায় করতে পারেন যে ৫টি চাকরি
ফ্রিতে মুভি দেখার অ্যাপস্
এই অ্যাপগুলো এইচটিএমএল-৫ সাপোর্ট করে আর এইচটিএমএল-৫ এর ক্ষেত্রে মুভি দেখার জন্য অ্যাডব ফ্লাস প্লেয়ায়ের প্রয়োজন হয় না। সুতরাং, এগুলোর যে কোনটি দিয়ে আপনি মুভি দেখতে পারেন বিশেষ কোন ব্রাউজার ছাড়াই। এমনকি, এই অ্যাপগুলোর সবই মুভি সাইট ছাড়াও অনলাইট টিভি দেখার ওয়েবসাইটগুলো সাপোর্ট করে। চলুন, এক নজর চোখ বুলিয়ে ফ্রিতে মুভি দেখার অ্যাপস্ টি বেছে নেই এখনই।
১. Mega Box HD App
যখনই কোন নতুন মুভি কিংবা জনপ্রিয় টিভি সিরিজ অনলাইনে আসে, সঙ্গে সঙ্গে সেটা অ্যাড হয়ে যায় মেগা বক্স এইচডি’র ডাটাবেসে যেখান থেকে যে কোন সময় আপনি সেটি দেখতে পারেন।
২. Movie HD App
নামেই বুঝতে পারছেন ‘এইডি মুভিজ নাউ’র ডাটাবেস এইচডি মুভিতে ভরা। তবে এই অ্যাপটি আপনাকে অন্যান্য ফরমেটে সব ধরণের এইচডি মুভি দেখার সুযোগ দেয়ার পাশাপাশি থ্রিডি ফরমেটে মুভি দেখার সুযোগ করে দিচ্ছে।
৩. Cinema Box HD
সিনেমা বক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি বাচ্চাদের মুভি দেখার সময় কোন রকম অ্যাডাল্ট মুভির নোটিফিকেশন শো করে না। তবে এর জন্য আপনাকে ‘Kids Mode’ অপশনটি চালু করে দিতে হবে।
৪. Show Box App
শো বক্স ফ্রিতে মুভি দেখার আরো একটি জনপ্রিয় অ্যাপ। শো বক্স অ্যাপ এর ফিচারগুলো উপরে উল্লেখ করা অ্যাপগুলোর মতই।
৫. Popcorn Time
এই অ্যাপটির সাহায্যে যখন তখন টরেন্টো মুভি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ইচ্ছেমত।
Shakil Islam says
মুভি লাভারদের জন্যে অসাধারন উপকারি একটি আর্টিকেল। আপনাকে অনেক ধন্যবাদ মুভি দেখার জন্যে ফ্রি অ্যাপস্ নিয়ে এ-রকম একটি আর্টিকেল উপহার দেওয়ার জন্য।