আপনার ওয়েব-বেসড প্রোজেক্টগুলো বা নিজের একটি পোর্টফোলিও ফ্রি-তে হোস্ট করার কথা ভাবছেন? অথবা আপনার ব্যক্তিগত ব্লগ কিংবা বিজনেস ওয়েবসাইটের জন্য অ্যাড-ফ্রি ফ্রি হোস্টিং সার্ভিস খুঁজছেন? তাহলে, আপনার জন্যই আজকের এই আর্টিকেলটা লেখা।
এই আর্টিকেলে ১০টি ফ্রি হোস্টিং সার্ভিস নিয়ে আলোচনা করব, যেগুলোর ব্যান্ডউইডথ, স্টোরেজ ইত্যাদি ফ্রি হোস্টিং হিসেবে আপনার এক্সপেকটেশনের চেয়েও বেশি।
ফ্রি হোস্টিং সার্ভিস
আজকে যেই ফ্রি হোস্টিং সাইটগুলো নিয়ে আলোচনা করব, এদের একটি ছাড়া সবগুলোই অ্যাড-ফ্রি। সুতরাং, বিরক্তিকর অ্যাড সার্ভিসের জন্য আপনি বা আপনার সাইটের ভিজিটররাও কম বিরক্ত হবেন। যাই হোক, কথা আর না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করি।
biz.nf
বিজ ডট এনএফের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। এরা আপনাকে 1-ক্লিক সাইটবিল্ডার এবং 1-ক্লিকে জুমলা আর ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সুবিধা দিবে। ফ্রি হোস্টিং-এ আপনি পাবেন ১জিবি স্টোরেজ আর ৫ জিবি ব্যান্ডউইডথ। তিনটা ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন .co.nf এক্সটেনশনের। আর সঙ্গে পাবেন একটি ইমেইল অ্যাকাউন্ট। আর চাইলে মাত্র ৪.৯৫ ডলার মাসিক চার্জ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন পেইড প্ল্যানে।
2freehosting.com
২ ফ্রি হোস্টিং ডট কম নাম থেকে নিশ্চয়ই এতক্ষনে ধরে নিয়েছেন এরা ২টি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে দিবে। যদি তা ধরে থাকেন, তাহলে ভুল। এরা আপনাকে ৫টি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে দিবে। সাথে থাকছে ২০ জিবি স্টোরেজ এবং ১৫০ জিবি ব্যান্ডউইডথ। আমরা যদিও অ্যাড-ফ্রি ফ্রি হোস্টিং নিয়ে আলোচনা করব বলেছি। তবে, এই একটি সাইট অ্যাড-ফ্রি নয়।
তবুও সাইটটি নিয়ে কথা বলছি, কারণ এতে আপনি এতক্ষন যা বললাম তার সাথে পাবেন ১০টি ইমেইল অ্যাকাউন্ট! আর ১০+ মাইএসকিউএল ডাটাবেজ-ও সাপোর্ট করবে এরা। ২০১১ সালে শুরু হওয়া এই সাইটে এ পর্যন্ত হোস্ট হয়েছে ৫৯৫০০০+ ওয়েবসাইট।
000webhost
০০০ ওয়েব হোস্ট প্রথম লঞ্চ হয় ২০০৭ সালে। এরা আপনার ফ্রি সাইটকেও দিবে ৯৯% আপটাইম গ্যারান্টি। তবে, প্রতিদিন একঘন্টা করে স্লিপ টাইম থাকবে। সেটা সহ হিসেব করলেও এর রিলায়াবিলিটি প্রায় ৯৬%। রিলায়েবল ওয়েবসাইট হিসেবে বিবেচনা করতে চাইলে এই সাইটটিকেই আসলে এক নম্বর হিসেবে বিবেচনা করতে পারেন। এতে আপনি পাবেন ১জিবি স্টোরেজ আর ১০ জিবি ব্যান্ডউইডথ। ওয়ার্ডপ্রেস জুমলা অটো ইন্সটল করতে পারবেন এই ফ্রি হোস্টিং সার্ভিস ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে।
5gbfree
আলোচনায় চার নাম্বারে আছে ৫জিবি ফ্রি হোস্টিং। হ্যাঁ, নাম থেকে যা বুঝছেন তাই। এরা আপনাকে ৫জিবি ফ্রি স্টোরেজ দিবে। আর দিবে ২০জিবি ব্যান্ডউইডথ। ৩টা মাইএসকিউএল ডাটাবেজ সার্ভার সাপোর্ট দিবে এই সার্ভিস। অ্যাড-ফ্রি এই সার্ভিসের দুইটা বড় সমস্যা হল, প্রথমত এরা আপনাকে কোন ইমেইল অ্যাকাউন্ট দিবে না। আর এরা আপনাকে কোন আপটাইম গ্যারেন্টিও দিবে না। তবুও অন্যান্য সুবিধা বিবেচনায় ৫ জিবি ফ্রি সাইটটিতে রেজিস্ট্রেশন করতে পারেন।
Awardspace:
অ্যাওয়ার্ড স্পেইস তাদের ফ্রি হোস্টিং সার্ভিস শুরু করে ২০০৪ সালে। এরা আপনাকে দিবে ৫জিবি ব্যান্ডউইডথ আর ১ জিবি ফ্রি হোস্টিং। সাথে পাবেন ফ্রি ওয়েবসাইট বিল্ডার এবং ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদির জন্য অটো ইন্সটলার। সঙ্গে একটি মাইএসকিউএল ডাটাবেজের সাপোর্ট-ও পাবেন।
তবে, বেশিরভাগ ফ্রি হোস্টিং সাইটের মত এরাও আপনাকে কোন আপটাইম গ্যারেন্টি দিচ্ছে না। অ্যাওয়ার্ড স্পেইসে সাইন আপ করতে নিচের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
Byet Host:
বিয়েট হোস্ট নিজেদের দাবি অনুযায়ী তারা ফাস্টেস্ট ফ্রি ওয়েব হোস্ট সার্ভিস। এরা নিজেদের হোস্টিং-এ আপটাইম গ্যারেন্টি মেনশন করেনি। তবে আপনাকে ফ্রি অ্যাকাউন্টেও এরা সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট দিবে। ১জিবি স্টোরেজ আর ৫০ জিবি ব্যান্ডউইডথের এই সার্ভিসে আপনি আরও পাবেন ওয়ার্ডপ্রেস, জুমলা, ইত্যাদির অটো ইন্সটলার। ৫টা মাইএসকিউএল ডাটাবেজও সাপোর্ট করবে বিয়েট হোস্ট। যাই হোক, বিয়েট হোস্ট ট্রাই করতে চাইলে নিচের ব্লু বাটনে ক্লিক করুন।
Freehostia
২০০৫ সালে লঞ্চ হওয়া ফ্রি হোস্টিয়া আরেকটি অসাধারণ রিলায়েবল ফ্রি হোস্টিং সার্ভিস। ফ্রি হোস্টিং-এও এদের আপটাইম গ্যারেন্টি ৯৯.৯%! তবে ব্যান্ডউইডথ আর স্টোরেজ একটু কম এই সার্ভিসের। এরা আপনাকে দিবে মাত্র ২৫০ এমবি ডিস্ক স্পেইস আর ৬ জিবি ব্যান্ডউইডথ। সাথে অবশ্য ওয়ার্ডপ্রেস ও জুমলার জন্য অটো ইন্সটলার থাকবে। আর ১টা মাই এসকিউএল ডাটাবেস সাপোর্টও রয়েছে ফ্রি হোস্টিয়ায়।
freehosting.com
ফ্রি হোস্টিং ডট কম হল আরেকটি ওয়েব সাইট যারা আপটাইম গ্যারেন্টি দেয় না। তবে এতে আপনি পাবেন ১০জিবি ডিস্ক স্টোরেজ আর ২৫০জিবি ব্যান্ডউইডথ যা ফ্রি হোস্টিং সার্ভিস হিসেবে যথেষ্ট। ১টি মাইএসকিউএল ডাটাবেজ সাপোর্ট পাবেন এই ফ্রি হোস্টিং ডট কম সার্ভিসে। ফ্রি ওয়েব সাইট বিল্ডারও প্রোভাইড করবে এরা। আর সাথে থাকবে ওয়ার্ডপ্রেস জুমলার অটোইন্সটলার।
এদের পেইড হোস্টিং অবশ্য একটু ব্যয়বহুল। মাসিক ৭.৯৯ ডলারে আপনি আপগ্রেড করতে পারেন আপনার একাউন্ট। তবে, আমার মনে হয় এটা একটু বেশিই। যেহেতু ফ্রিতেই রেজিস্ট্রেশন করতে পারছেন আর অন্যান্য অনেক সুবিধা পাচ্ছেন তো রেজিস্ট্রেশন করতেই পারেন এখানে।
uhostfull.com
ইউহোস্টফুল একটা অসাধারণ ওয়েব হোস্টিং সার্ভিস। ১০০০জিবি স্টোরেজ, ১০০০ জিবি ব্যান্ডউইডথ থেকে শুরু করে ইমেইল অ্যাকাউন্টও দিবে ওরা আপনাকে। সাথে পাবেন, ৯৯.৯% আপটাইম গ্যারান্টি। ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদির অটোইন্সটলেশন সুবিধাও দিবে এরা। সঙ্গে ফ্রি ওয়েবসাইট বিল্ডারও প্রোভাইড করবে ইউহোস্টফুল। ইউহোস্টফুল এর হোস্টিং সার্ভিস ট্রাই করতে চাইলে ক্লিক করুন নিচের রেজিস্ট্রেশন বাটনে।
Free hosting no Ads
ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিসে ফ্রি হোস্টিং নো অ্যাডস আছে প্রায় ১৮ বছর ধরে। এদের অ্যাড ফ্রি হোস্টিং-এ আপনি পাবেন ২০ জিবি স্টোরেজ আর ২০০জিবি ব্যান্ডউইডথ। ৩টা মাইএসকিউএল ডাটাবেজ সাপোর্ট করে এই ফ্রি হোস্টিং নো অ্যাডস। তবে হ্যাঁ, বেশির ভাগ ওয়েব হোস্টিং সার্ভিসের মত ফ্রি হোস্টিং নো অ্যাডসও কোন আপটাইম গ্যারেন্টি দেয় না। এদের পেইড প্ল্যানও বেশ সস্তা। মাত্র ১.৯৯ ডলার মাসিক খরচেই আপনি আপগ্রেড করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট। ফ্রি হোস্টিং নো অ্যাডস –এ সাইন আপ করতে চাইলে ক্লিক করুন নিচের নীল রঙের বাটনটিতে।
এই ছিল সেরা ফ্রি হোস্টিং সার্ভিস নিয়ে আজকের মত আলোচনা। আসলে উইবলি, উইক্স সহ আরও অনেক বিখ্যাত ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস আছে। তবে, সবকিছু বিবেচনায় এই ১০টিই আমার কাছে সব থেকে ভাল মনে হয়েছে। যাই হোক, কোনটি ব্যবহার করার প্ল্যান করছেন বা কোনটা ব্যবহার করে থাকলে আপনার ইউজার এক্সপ্রেরিয়ান্স কেমন ছিল তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুকেও এই হোস্টিং সার্ভিস সম্পর্কিত সাইটগুলো সম্পর্কে জানার সুযোগ দিতে ভুলবেন না।
Leave a Reply