ইন্ডিয়ার বাসিন্দা ডা. উৎপল সিংহ অনলাইনে একটি আইফোনের অর্ডার দিয়ে বেশ খোশ মেজাজেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু যেদিন আইফোনটা হাতে পেলেন সেদিনই মেজাজটা চড়ে গেল। কারণ, আইফোনের সুদৃশ্য প্যাকটি খুলে তিনি দেখতে পান, ভেতরে আইফোনের বদলে স্পাইসের একটি ডামি ফোন। কার না মেজাজ খারাপ হবে, বলুন!
মেজাজটা তার আরো বেশি বিগড়ে গেল, যখন দেখলেন ডামি ফোনটার সঙ্গে আইফোনের ৩টি অরিজিনাল ব্যাটারি। প্যাকেট ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, অথচ আসল জিনিসটিই নেই!
মেজাজটা কিছুটা ঠান্ডা করে ফ্লিপকার্টে ফোন দিলেন ডাক্তার। কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের বাজারে সুনামের সঙ্গে অনলাইন ব্যবসা চালিয়ে আসা ফ্লিপকার্টের কর্ম-কর্তারা তাকে পাত্তাই দিল না। অগত্যা তিনি ইন্ডিয়া টাইমসে ফোন দিয়ে ঘটনাটা জানালেন।
আর যায় কোথায়! ইন্ডিয়া টাইমস্ এর সংবাদকর্মী ছুটে এল তার বাসায়। পুরো ঘটনাটা জেনে নিয়ে ডামি ফোনটির ছবিসহ রিপোর্ট ছাপিয়ে দিল ওই দিনই। হুলস্থুল পড়ে গেল ইন্ডিয়ার মিডিয়া জগতে। একের পর সাংবাদিকরা ছুটে আসতে লাগল ডাক্তারের বাসায় আর একের পর এক রিপোর্ট ছাপা হতে থাকল পত্রিকার পাতা জুড়ে।
টাইমস্ নিউজের ভিজিয়্যাল কনসার্ন মিরর নাউ এবার ভিডিও ক্যামেরা নিয়ে হাজির। ডাক্তারের বক্তব্যসহ ডামি ফোনটির ভিডিও করে একেবারে তুলে দিল ইউটিউবে, আর লিংক করে দিলে টাইমস্ নিউজের ওয়েবসাইটে। তারপর? দেখুন ভিডিওতে-
Leave a Reply