ইন্টারনেট ব্রাউজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। শুধু ব্রাউজিং নয়, ক্রোম দিয়ে করা যায় আরো অনেক কিছু। ক্রোমের অনেক প্রয়োজনীয় ফিচারের মধ্যে একটি হলো এক্সটেনশন, যা ব্রাউজিং এ দেয় অনন্য অভিজ্ঞতা। সহজ এবং নিখুঁত ব্রাউজিং এর জন্য ১১ টি গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে এই পোস্টে আলোচনা করা হলো।
গুগল ক্রোম এক্সটেনশন
এক্সটেনশন হলো কিছু ছোট ছোট প্রোগ্রাম যা ইন্সটল করার মাধ্যমে ব্রাউজারের মধ্যে নতুন ফিচার যুক্ত বা পুরোনো ফিচার পরিবর্তণ করা যায়। এক্সটেনশন ছাড়া ক্রোমকে বলতে গেলে পানসে লাগে। এক্সটেনশনগুলো ব্রাউজিং এ নতুনত্ব আনে এবং অনেক কাজকে সহজ করে দেয়। তাই, আপনার ওয়েব ব্রাউজিংকে আরো সহজতর এবং উপভোগ্য করার জন্য অ্যাড করে নিন নিচের দরকারি এক্সটেনশগুলো।
OneTab
ক্রোম ইউজারদের শেয়ার করা একটি কমন সমস্যা হলো ক্রোম অতিরিক্ত র্যাম ইউজ করে। র্যাম ইউজ করেই ক্রোম এতটা ফাস্ট, স্টেবল এবং নিরাপদ। ক্রোম এ খোলা প্রত্যেক ট্যাব এর জন্য র্যাম এর ব্যাবহার বেড়ে যায়। যার ফলে অতিরিক্ত ট্যাব খোলার কারনে র্যাম ফুরিয়ে যায় এবং সিস্টেম স্লো হয়ে পড়ে।
এই সমস্যা থেকে সমাধানের জন্য রয়েছে OneTab এক্সটেনশনটি। OneTab আপনার কারেন্ট ট্যাবগুলো একপাশে গুছিয়ে রাখবে। যার ফলে অতিরিক্ত র্যাম এর ব্যাবহার কমে যাবে এবং সিস্টেম সাভাবিক গতিতে কাজ করবে। আপনার দরকার অনুযায়ী ট্যাবগুলো পরে রিস্টোর করতে পারবেন।
The Great Suspender
The Great Suspender একটি অসাধারণ গুগল ক্রোম এক্সটেনশন। ইন্টারনেট ব্রাউজ করার সময় আপনাকে মসৃণ অভিজ্ঞতা দেওয়ার জন্য ক্রোম অতিরিক্ত সিপিউ ব্যাবহার করে, যার কারনে ল্যাপটপ ইউজারকারীদের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
সাধারনত, ক্রোমে ওপেন করা সবগুলো ট্যাব সক্রিয় অবস্থায় থাকে। যার কারণে জাভা স্ক্রিপ্ট অথবা ফ্ল্যাশ এর কোনো পেজ যদি ওপেন করা থাকে , তা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যদিও আপনি অন্য কোনো ট্যাব এ সুইচ করেন। The Great Suspender এক্সটেনশনটি এই সব ইনেক্টিভ ট্যাব স্থগিত করে রাখে। যার ফলে ব্যাকগ্রাউন্ডে পেজগুলো কাজ করতে পারে না এবং সিপিউর ব্যবহার অনেকাংশে কমে যায়। আপনার দরকার অনুযায়ী যে কোন সময় ট্যাবগুলো রিএক্টিভ করতে পারবেন। এভাবে এক্সটেনশনটি ব্যবহার করার মাধ্যমে ক্রোম ব্যাবহার করার সময় আপনার ল্যাপটপের ব্যাটারির চার্জ বেশিক্ষন ধরে রাখতে পারবেন।
FreshStart
আপনি যদি গোছানো স্বভাবের ওয়েব ইউজার হন কিন্তু ক্রোম ইউজ করার সময় অনেকগুলো ট্যাব খুলে রাখার প্রয়োজন হয়, তাহলে এই এক্সটেনশনটি আপনার অনেক কাজে আসবে।
ইন্টারনেট ব্রাউজ করার সময় হয়তো আপনার অনেকগুলো ট্যাব খোলার প্রয়োজন হয়। কিছু ট্যাব হতে পারে ফটোগ্রাফি রিলেটেড, কিছু হতে পারে গেমিং রিলেটেড, কিছু নিউজ রিলেটেড ইত্যাদি। এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি এই অগোছালো ট্যাবগুলোর জন্য group খুলতে পারবেন।
মনে করুন নিউজ রিলেটেড কয়েকটি ট্যাব খোলা রয়েছে। আপনি সেগুলোকে নিউজ group এ নিয়ে আসতে পারবেন। এভাবে সব ট্যাবগুলোকে একটি করে group এ নিয়ে আসলে আর অগোছালো ভাব থাকবে না। এতে আপনার ব্রাউজিং হবে আরো স্বাচ্ছন্দ্যময়। FreshStart এর রয়েছে অটোসেভ নামের আরেকটি ফিচার যা ক্র্যাশ রিকোভারি টুল হিসেবে কাজ করতে পারে। যাদের ব্রাউজিং এর সময় অনেকগুলো ট্যাব খোলার প্রয়োজন হয় তাদের জন্য FreshStart সেরা এক্সটেনশন।
Magic Actions for YouTube
ইউটিবের জন্য হাজার হাজার এক্সটেনশন এর মধ্যে Magic Actions for YouTube এক্সটেনশনটির থেকে ভালো আর কোথাও পাবেন না। এই মন্তব্যটি ভুল নয় প্রমান করার জন্য জেনে রাখতে পারেন যে এক্সটেনশন্টির ১১০০০০ টিরও বেশি রিভিউ রয়েছে।
এর ফিচার গুলো হলো স্ক্রল হুইল ভলিউম কন্ট্রোল, রেটিং প্রিভিউ, ওয়ান ক্লিক স্ক্রিনসট, অটোএইচডি, অটোরিপ্লে, অ্যাড ব্লক, স্টপ অটোপ্লে, থিমেবল সিনেমা মুড ছাড়াও আরো অনেক।
Data Saver
Data Saver একটি দারুণ গুগল ক্রোম এক্সটেনশন যারা ডেটা প্যাক কিনে পিসিতে ইন্টারনেট ব্রাউজ করেন, তাদের জন্য ডেটা সেভিং অনেক গুরুত্বপুর্ণ একটি ব্যাপার। যদি গুগল ক্রোমে ব্রাউজিং এর সময় ডেটা সেভ করতে চান, তাহলে এখনি ইন্সটল করুন Data Saver এক্সটেনশনটি।
এই এক্সটেনশন গুগলের সার্ভার ব্যবহার করে ওয়েব পেজ এর ডেটা কম্প্রেস করে। এতে অপ্রয়োজনীয় কারণে ডেটা নষ্ট হওয়া কমে যায়। অপেরার টারবো মুড ফিচারটির মতোই এই এক্সটেনশনটি।
Mercury Reader
ইন্টারনেট ব্রাউজ করার সময় মাঝে মধ্যেই আমাদের এমন কিছু সাইটে ঢুকতে হয় যেখানে অতিরিক্ত অ্যাড, পপ আপ, এক্সসেসিভ লিঙ্ক এর মতো বিরক্তিকর কন্টেন্ট এর কারণে বেশ ভুগতে হয়। এই ধরনের সকল সমস্যার সমাধানের জন্যই এই ওয়ান ক্লিক এক্সটেনশনটি। অতিরিক্ত অ্যাড, ইমেজ ও ভিডিও যুক্ত ওয়েবসাইটের অধিক র্যাম ব্যবহার কমানোর জন্যও এটি একটি কার্যকরী এক্সটেনশন।
LastPass
বর্তমান সময়ে বিভিন্ন কাজের জন্য অনেক ধরনের সাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়। এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য স্টং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। নিরাপত্তার খাতিরে একই পাসওয়ার্ড সব জায়াগায় ব্যবহার করা যায় না। কিন্তু এতো পাসওয়ার্ড মনে রাখাও খুবই ঝামেলার ব্যাপার।
তাই ব্যবহার করুন LastPass এক্সটেনশনটি। এটি আপনার সকল ওয়েবসাইটের জন্য স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার পাশাপাশি তা মনে রাখবে। ফলে আপনাকে কষ্ট করে তা আর মনে রাখতে হবে না। আপনার যা লাগবে, তা হলো শুধু মাত্র একটি মাস্টার পাসওয়ার্ড। নিরাপদ থাকার পাশাপাশি সময় বাঁচানোর জন্য এর বিকল্প হতে পারে না।
SmartUp Gestures
ব্রাউজিং এর জন্য ক্রোমে অনেক কি-বোর্ড শর্টকার্ট রয়েছে। কিন্তু ব্রাউজিং এর প্রায় পুরোটাই করা হয় মাউসের মাধ্যমে। কেমন হয় যদি মাউসেই কিছু শর্টকার্ট যুক্ত করা যায়?
SmartUp Gestures এক্সটেনশনটি ইন্টারনেট ব্রাউজিং এর সময় পুরোপুরি ফাংশনাল মাউস শর্টকার্টের সুবিধা দিবে আপনাকে। এক্ষেত্রে আপনি নিজের ইচ্ছামত জেসচার শেপ বানিয়ে অ্যাকশন সিলেক্ট করতে পারবেন।
Google When
এই এক্সটেনশনটি গুগল সার্চের পেজে কোন লিঙ্ক এ কখন ক্লিক করা হয়েছে তা দেখায়। শুধু এই নয়, লাস্ট কখন ক্লিক করা হয়েছে তাও দেখায়। এতে দুটি সুবিধা পাবেন আপনি, এক – পুরনো লিঙ্কে সময় অপচয় না করা এবং দুই – নির্দিস্ট দিনে ভিজিট করা লিঙ্ক খুঁজে বের করা। এক্সটেনশনটি শুধু গুগল এর জন্য, বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে এটি কাজ করবে না।
Search Preview
সার্চ রেজাল্ট আরো উন্নতভাবে পাওয়ার আরেকটি পথ হলো এই এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে সার্চ রেজাল্টের পেজে প্রত্যেক সাইটের লিঙ্কের সাথে সাইটটির থাম্বনেইল দেখা যাবে। এছাড়াও দেখা যাবে সাইটের পপুলারিটি রেটিং এবং রিলেটেড লিঙ্কস।
User-Agent Switcher
এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে নির্দিস্ট ব্রাউজার ছাড়া ঢোকা যায় না। যেমন, পুর্বে অ্যাপল কিছু সাইট বানিয়েছে যেগুলোতে সাফারি ওয়েব ব্রাউজার ছাড়া ঢোকা যায় না। মাইক্রোসফটেরও কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ ছাড়া ঢোকা যায় না। একসময় “স্কাইপ ফর ওয়েব” ফায়ারফক্স ব্যাতিত অন্যান্য ব্রাউজারের জন্য কিছু ফিচার অফ করে রেখেছিলো।
এইসব সাইটের জন্য আপনি ব্যবহার করতে পারেন User-Agent Switcher এক্সটেনশনটি। এই এক্সটেনশনটি ব্যবহার করার মাধ্যমে এই সব ওয়েবসাইটকে আপনি ট্রিক করে ভাবাতে পারেন যে আপনি অন্য ব্রাউজার ব্যবহার করছেন। এর ফলে কষ্ট করে অন্য ব্রাউজারে না ঢুকে ক্রোম দিয়েই কাজ করতে পারবেন আপনি।
এই ছিলো নিখুঁত ব্রাউজিং এর জন্য ১১টি গুগল ক্রোম এক্সটেনশন এর আলোচনা। এক্সটেনশনগুলো অনেক ছোট দেখে তেমন স্পেস লাগে না এদের জন্য। এগুলোর ব্যবহার যেমন সহজ তেমনই আনন্দদায়ক। আজ এই পর্যন্তই থাক, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
Leave a Reply