কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাৎক্ষণিক উত্তর না পাওয়া খুবই বিরক্তিকর একটা বিষয়। আর যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তবে তো বিরক্তি শেষ থাকে না।
আপনারও যদি এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়ে থাকে, তবে আপনি নিশ্চিত জানেন এটা কতটা পেইনফুল।
যাইহোক, যারা মেসেজের উত্তরের অপেক্ষায় থাকতে থাকতে বোরড্ হয়ে যান, আমাদের এই লেখা তাদের জন্যে নয়। লেখাটি মূলত তাদের জন্যে যারা বুঝতে পারেন না যে তাদের মেসেজটি কি দেখা হয়েছে নাকি হয় নাই।
কিন্তু, কিভাবে বুঝবেন আপনি যাকে মেসেজ দিয়েছেন সে দেখেছে কিনা। হুম, এটা বোঝার সহজ উপায় আছে।
হোয়াটসঅ্যাপে যাকে মেসেজ দিয়েছেন সে দেখেছে কিনা তা বোঝার উপায়
হোয়াটসঅ্যাপ হচ্ছে এমন একটা অ্যাপ, যার একটা সিম্পল সিস্টেম রয়েছে যা দিয়ে সহজেই বোঝা যায় যাকে মেসেজ পাঠানো হয়েছে, সে অনলাইনে আছে কিনা। মেসেজটি দেখেছে কিনা কিংবা মেসেজটি পড়েছে কিনা।
এই লেখাটি আপনাকে সেই সিস্টেমটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেবে।
মেসেজের চেকমার্ক (Checkmarks) দেখুন
হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ ফিচার হচ্ছে এর চেক মার্ক সিস্টেম। প্রতিটি মেসেজ পাঠানোর পরই আপনি এর ডান পাশে বিভিন্ন ধরণের চেক মার্ক দেখতে পাবেন। আর বিভিন্ন চেক মার্কের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। আসুন, কোনটার কি অর্থ দেখে নেয়া যাক-
- আপনার পাঠানো মেসেজের ডান পাশে যদি ধূসর রঙের (Grey Color) একটি চেক মার্ক দেখতে পান, তবে বুঝে নেবেন আপনার মেসেজ Sent হয়েছে। কিন্তু, ডেলিভারি হয়নি। এটা সাধারণত এই কারণে যে, যাকে মেসেজ পাঠিয়েছেন সে হয়তো নেটওয়ার্কের বাইরে, কিংবা তার ইন্টারনেট বন্ধ রয়েছে।
- যদি আপনার মেসেজের পাশে দুইটি ধূসর টিক মার্ক বা চেক মার্ক দেখতে পান, তবে বুঝে নেবেন যে আপনার মেসেজটি প্রাপকের কাছে সফলভাবে ডেলিভারি হয়েছে। কিন্তু, যাকে পাঠিয়েছেন তিনি সেটি এখনো পড়েননি।
- আর যদি দেখেন যে আপনার মেসেজের ডান দিকে দুইটি নীল রঙের Check mark, তবে নিশ্চিত হতে পারেন যে আপনি যাকে মেসেজটি পাঠিয়েছেন, তিনি সেটি পড়েছেন।
- অন্যদিকে, আপনি যদি কোনও গ্রুপ চ্যাটে থাকেন, আর একইভাবে দুইটি নীল মার্ক দেখতে পান, তবে বুঝবেন যে গ্রুপের সবাই আপনার মেসেজটি পড়েছে। আর যদি সবাই না পড়ে থাকে, তবে চেক মার্ক দুইটি ধূসর অবস্থায় থেকে যাবে।
আশা করি, জেনে গিয়েছেন যে কিভাবে বুঝবেন আপনার মেসেজ পড়া হয়েছে কি হয় নাই। এটা বোঝার অবশ্য আরো পদ্ধতি আছে, কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না। কারণ, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এবং এরপর আর অন্য পদ্ধতির প্রয়োজন নেই। তবে, আপনি যদি কাউকে ভয়েস মেসেজ পাঠান, সেটা শোনা হয়েছে কিনা তা জানার পদ্ধতি জেনে নিতে পারেন।
হোয়াটসঅ্যাপে যাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন সে শুনেছে কিনা তা বোঝার উপায়
ভয়েস মেসেজের ক্ষেত্রে আপনি দুই ধরণের চিহ্ন দেখতে পাবেন। একটা হচ্ছে উপরে বর্ণিত চেকমার্ক বা টিকমার্ক। আর অন্যটি হচ্ছে মাইক্রোফোনের আইকন (Microphone Icon)।
- যদি নীল রঙের দুইটি Checkmarks এবং সেই সাথে একটি মাইক্রোফোন আইকন দেখতে পান, তবে জেনে নিন যে আপনি যাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন, তিনি সেটা দেখেছেন, কিন্তু এখনো অডিও প্লে করেননি। অর্থাৎ, শুনেননি।
- আর যদি মাইক্রোফোন আইকন এবং চেকমার্ক উভয়টিকেই নীল দেখেন, তবে বুঝে নিতে পারেন যে যাকে ভয়েস দিয়েছেন, তিনি সেটা দেখেছেন এবং শুনেছেন।
আশা করি, এখন আপনি জানেন যে কিভাবে বুঝে নেবেন যাকে মেসেজ দিয়েছেন সে দেখেছে কিংবা দেখেনি। এবার জেনে নিন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কিভাবে।
whoiscall says
Though I don’t know Bengali well, I love this post that describes the way of knowing whether receiver of whatsapp message read or not read it.