আবেগ, অনুভূতি, ভালবাসা ভাগাভাগি করছেন নিয়মিতই। কিন্তু, নিজের কসমেটিক বা বিউটি প্রোডাক্টস্ কি ভাগাভাগি করছেন একে-অপরের সাথে?
অধিকাংশ স্বামী-স্ত্রী’রই উত্তর হচ্ছে- “না”।
কিন্তু, কেন?
সবই যদি শেয়ার করতে পারেন, তবে কসমেটিক নয় কেন?
আসলে কখনো হয়তো ভাবেননি যে, বিউটি প্রোডাক্টস্ বা কসমেটিকস্ও ভাগাভাগি বা শেয়ার করে ব্যবহার করা যায়।
ফলে, দু’জনের ড্রেসিং টেবিল আলাদা, সেই সাথে সমস্ত কসমেটিকস্ও কিনছেন আলাদাভাবে, রাখছেনও আলাদা করে। কিন্তু, আপনি কি জানেন এমন অনেক কসমেটিক আইটেম আছে যেগুলো কম্বাইন্ডলি ইউজ করা যায়। অর্থাৎ, এমন কিছু বিউটি প্রোডাক্টস্ রয়েছে যেগুলো চাইলে আপনারা স্বামী-স্ত্রী উভয়েই ব্যবহার করতে পারেন।
আসলে, স্ত্রী হিসেবে স্বামীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার উপায় যেমন অবলম্বণ করতে হয়, তেমনই স্বামী হিসেবেও স্ত্রী’র কাছে নিজেকে আরো সুন্দর করে তুলে ধরার কৌশল ব্যবহার করতে হয়। আর এর মাঝে একটি হচ্ছে একই বিউটি প্রোডাক্টস্ এর ব্যবহার।
এতে আপনাদের যেসব লাভ হবে-
- স্বামী-স্ত্রীর মধ্যে মিল-মহব্বত, ভালবাসা আরো অনেক বেড়ে যাবে।
- কিছুটা ঝিমিয়ে আসা সম্পর্কে হঠাৎ একটা নতুনত্ব আসবে।
- একজন আরেকজনকে কসমেটিকস্ ব্যবহারে সহযোগীতা করতে পারেন। যেমন, একে অপরকে লোশন লাগিয়ে দেয়া।
- কসমেটিক বা বিউটি প্রোডাক্টস্ কেনার জন্যে দু’জনকে আলাদা করে মার্কেটে যেতে হবে না। একসঙ্গেই যেতে পারবেন, কিংবা একজন গিয়েই দু’জনের জন্যে কিনে আনতে পারবেন।
- আর্থিক সাশ্রয় হবে।
স্বামী-স্ত্রী’র বিউটি প্রোডাক্টস্
এবার আসুন, এমন কিছু প্রোডাক্টস্ সম্পর্কে আলোচনা করা যাক, যেগুলো আপনারা স্বামী-স্ত্রী দু’জনই ব্যবহার করতে পারেন।
ফেসিয়াল ক্রিম
পূরুষের জন্যে ফেসিয়াল ক্রিম ব্যবহারের কথা খুব একটা ভাবেন না অনেক নারীই। কিন্তু, আপনি যদি চান, আপনার স্বামীর ফেস আকর্ষণীয় হয়ে উঠুক, তাকে আপনার সব সময়ই ভাল লাগুক, তবে নিজের ফেসিয়াল ক্রিম তার সাথে শেয়ার করুন। ভুলে যাবেন, রূপচর্চা শুধু মেয়েদের জন্যেই নয়, বরং ছেলেদেরও জন্যেও জরুরী।
ফেসিয়াল ক্রিমে থাকা হিমবাহী গ্লাইকোপ্রোটিন এবং অলিভ অয়েল থেকে নির্যাসিত স্কোয়ালেন নারী-পূরুষ উভয়ের চেহারাকেই ময়লামুক্ত করে আকর্ষনীয় করে তোলে।
ময়েশ্চারাইজার
শীত হোক আর গ্রীস্ম, ময়েশ্চারাইজার সবসময়ই শরীরের জন্যে প্রয়োজনীয় একটি বিউটি প্রোডাক্ট। আর এটি নারীরা যেমন ব্যবহার করে থাকেন, তেমনই করে থাকেন পূরুষরাও। সুতরাং, স্বামী-স্ত্রী উভয়ই এই বিউটি প্রোডাক্টটি শেয়ার করতে পারেন এবং অধিকাংশই করে থাকেন।
আর আমরা সকলেই জানি যে, ময়েশ্চারাইজার সমৃদ্ধ সবচেয়ে বেশি পরিচিত বিউটি প্রোডাক্ট হচ্ছে বডি লোশন ও বডি ক্রিম।
যদিও বছরের প্রায় পুরোটা সময়ই বডি লোশনের ব্যবহার রয়েছে, তবু আমরা সাধারণত শীতেই এই বিউটি প্রোডাক্টগুলো বেশি ইউজ করে থাকি। সুতরাং, চলমান শীতে একসঙ্গেই ব্যবহার করুন প্রয়োজনীয় এই প্রোডাক্টটি। কিংবা, সামনের বছর দু’জনই একসাথে এটি ব্যবহারের পরিকল্পণা করুন।
তেল
চুলের জন্যে তেলের প্রয়োজনীয়তা মেয়েরা যেমন বুঝে, তেমনই বুঝে ছেলেরাও। কাজেই, স্বামী-স্ত্রী উভয়েই ব্যবহার করতে একই ব্র্যান্ডের তেল, হোক সেটা নারিকেল তেল কিংবা অন্য কোনও বিশেষ তেল।
হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে আরো মজার বিষয় হচ্ছে দু’জনে দু’জনের মাথায় তেল ম্যাসাজ করে দিতে পারেন। এতে, তেলের ব্যবহার যেমন সঠিক ও কার্য্যকর হবে, তেমনই উভয়ের মাঝে ভালবাসা বৃদ্ধি পাবে।
লিপ জেল ও লিপ বাম
শীতে ঠোঁট শুকিয়ে যাওয়ার মতো বিরক্তিকর বিষয় আর নেই। এর থেকে বাঁচার জন্যে ব্যবহার করা হয় লিপ জেল ও লিপ বাম। এগুলোও আপনাদের আলাদা করে কেনার দরকার নেই। একসঙ্গে কিনে একসঙ্গেই ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল
যে কোনও ত্বকের জন্যে সেরা সলিউশন হচ্ছে অ্যালোভেরা জেলের ব্যবহার। কিন্তু, সেটা কেন শুধু মেয়েদের জন্যে? ছেলেরা কি সচেতন হবে না? তাদেরও কি ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন নেই?
আসলে, উভয়ের ত্বকের যত্নেই প্রয়োজন অ্যালোভেরা জেল ব্যবহার করা। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে, এর ব্যবহার একেবারেই নিরাপদ এবং পূরুষ-নারীর জন্যে এটি আলাদাভাবে তৈরি করা হয় না। কাজেই, দু’জনই ব্যবহার করে ত্বককে দুর্দান্ত করে তুলতে পারেন।
ফেস মাস্ক
সারাদিনের কর্ম-ক্লান্তি দূর করার দারুণ একটি উপায় হচ্ছে ভাল একটি ফেস মাস্ক ব্যবহার করা।
স্বামী সারাদিন অফিস কিংবা ব্যবসা-বাণিজ্যের চাপে যে ক্লান্তির সন্মুখীণ হয়ে থাকেন, তা থেকে উত্তরণের উপায় হিসেবে, বিশেষ করে চেহারার ক্লান্তি দূর করে ফ্রেশ লুক আনতে ফেস মাস্কের ব্যবহার করতে পারেন।
একইভাবে, স্ত্রী যদি চাকরিজীবি হয়ে থাকেন, তবে তারও চেহারায় মলিণতা আসবে, এটাই স্বাভাবিক। কিংবা, তিনি যদি সাধারণ একজন গৃহিনীও হয়ে থাকেন, সেক্ষেত্রেও সংসারের চাপে তৈরি হওয়া মুখের মলিণতা দূর করার জন্যে ফেস মাস্কের শরণাপন্ন হতে পারেন।
আর, একই ফেস মাস্ক স্বামী-স্ত্রী দুজনই ব্যবহার করতে পারেন, কোনও সমস্যা নেই।
তবে, ফেস মাস্কটি যেন ভাল ফর্মুলেশনের হয়, সেদিকে খেয়াল রাখতে। ফেস মাস্ক যদি ভাল হয়, তবে এটি ত্বককে প্রশমিত করাসহ ত্বকের ভেতর থেকে জমে থাকা ধূলো-বালিসহ যাবতীয় সকল ময়লা আবর্জণা বের করে আনে। আর, সঙ্গীর সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করার মজাই তো আলাদা। উভয়েই উভয়কে Face Mask ব্যবহারে সহযোগীতা করতে পারবেন।
ফেসওয়াশ
ফেসকে প্রেশ রাখতে ফেস ওয়াশের বিকল্প নেই। কারণ, ফেস ওয়াশ মূলত একটা ক্লিনজার, যা ত্বককে ধূলো-ময়লা থেকে দারুণভাবে ক্লিন করে থাকে। আর, এটির ক্ষেত্রেও আলাদা চিন্তা করার দরকার নেই। একই ক্লিনজার বা ফেস ওয়াশ দু’জনই দুর্ভাবনা ছাড়াই ব্যবহার করতে পারেন।
শেষ কথা
এ রকম আরো অসংখ্য বিউটি প্রোডাক্টস্ রয়েছে, যেগুলোর ক্ষেত্রে পূরুষ-নারীর জন্যে আলাদা ধরা-বাঁধা নিয়ম নেই। চাইলে, উভয়েই সেগুলো ব্যবহার করতে পারেন কোন ঝামেলা ছাড়াই।
মোঃ আরিফ মিয়া says
বিউটি প্রোডাক্টস্ স্বামী-স্ত্রী ভাগ করে ব্যবহার করলে তো দারুণ হয়! খরচ কমে, সেই সাথে আন্তরিকতাও বাড়ে।