টেকনোলোজি মুসলিমদের জন্যে তখনই আর্শিবাদ বয়ে আনবে, যখন সেটার সঠিক ব্যবহার করা হবে। বিশেষ করে, যদি ইসলামিক অ্যাপস্ ও গেমস্ ব্যবহারের মাধ্যমে শিশুদের সঠিক বিকাশ ঘটানো যায়।
মুসলিম শিশুরা ঢালাওভাবে সব অ্যাপস্ ও গেমস্ই ব্যবহার করে থাকে। আর তাদের বাবা-মা বা গার্ডিয়ানরা এগুলোর খুব একটা খবর রাখে না। ফলে, মুসলিম শিশুদের ভবিষ্যৎ ধীরে ধীরে বেশ খারাপির দিকেই যাচ্ছে।
এই খারাপি থেকে বের হওয়া এবং বের করার জন্যে প্রয়োজন ইসলামিক গেমস্ ও অ্যাপস্।
ধন্যবাদ জানাতে হয় মুসলিম প্রোগ্রামারদের। কারণ, তাদের কল্যাণেই তৈরি হয়েছে এমন অনেক অ্যাপস্ ও গেমস্ যেগুলো মুসলিমদের জন্যে মুসান্নাফ, ফলপ্রসূ এবং কল্যাণকর।
আসুন, তেমনই কিছু মুসলিম গেমস্ ও অ্যাপস্ সম্পর্কে জানা যাক-
ইসলামিক অ্যাপস্ ও গেমস্
এ যামানার সব বাচ্চারাই ভিডিওর প্রতি আসক্ত। যারফলে, ইউটিউব জুড়ে বাচ্চাদের জন্যে রয়েছে অসংখ্য মজার মজার ভিডিও। কিন্তু, ভিডিও দেখা বেশ মজার হলেও, সব ভিডিও বা চ্যানেলই কিন্তু বাচ্চাদের জন্যে মঙ্গল বয়ে আনে না। তাই, দেখে নিন বাচ্চাদের জন্যে উপকারি ১০টি ইউটিউব চ্যানেল।
অন্যদিকে, বাচ্চারা বড়দের চেয়েও বেশি গেম খেলার প্রতি আসক্ত হয়ে থাকে। কিন্তু, সব গেমই তাদের জন্যে ভাল নয়। বরং, তারা এমন কিছু গেম খেলে থাকে যেগুলো তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করে দেয়। তাদের চিন্তা-চেতনায় কুফরির বীজ বপন করে ফেলে। পরবর্তীতে, তাদের ব্রেন থেকে এসব অযাচিত ভাবনা বের করা আর সহজ হয় না।
তাই, বাবা-মা’র উচিৎ তাদের সন্তানদের মনিটর করা। তারা কী দেখছে, কী খেলছে, সেদিকে মনোনিবেশ করা। সেই সাথে, তাদের দেখা ও খেলাটাকে বদলে দেয়ার চেষ্টা করা।
আসুন, কিছু ইসলামি অ্যাপস্ ও গেমস্ দিয়ে আমাদের বাচ্চাদের অনলাইন উপস্থিতিকে উপকারি বানানোর চেষ্টা করি। সেই সাথে নিজেরাও এইসব গেমস্ ও অ্যাপস্ থেকে কল্যাণকর কিছু না কিছু গ্রহণ করার চেষ্টা করি।
Islamic Quiz
ছোট-বড় সবার জন্যেই Islamic Quiz একটি অসাধারণ ব্রেন গেম। যারা ইসলামে বিশ্বাস করেন, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে মানেন, তাদের সকলের জন্যেই এটি ইসলাম শেখার একটি পারফেক্ট গেম। এই গেম খেলার মাধ্যমে আপনার বাচ্চারা আনন্দ উপভোগের পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জণ করতে পারবে।
সোনামনিদের ইসলামিক কার্টুন
আপনার সন্তানকে যদি সহজে ওজু করা, ঘুমোতে যাওয়ার ও ঘুম থেকে উঠার দোয়া, ঘরে-প্রবেশ ও বের হওয়ার দোয়া, বিপদ-মুসিবত থেকে বাঁচার দোয়াসহ আরো অনেক দোয়া শেখাতে চান, তবে এই অ্যাপটি ইনস্টল করে দিন। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের নানা রকম প্রয়োজনীয় দোয়ার পাশাপাশি অ্যাপটিতে রয়েছে বিভিন্ন শিক্ষণীয় গল্প। যেমন, সততার গল্প, রাসূল (সা.) এর গল্প, দুই জান্নাতের মালিকের গল্প, নতুন জীবনের গল্প ও সুলাইমান (আঃ) এর পিঁপড়ার গল্পসহ আরো অনেক শিক্ষণীয় গল্প।
Islamic Memory Game for All
খেলতে খেলতে ইসলাম শেখার জন্যে ইম্পোর্টান্ট একটি গেম হচ্ছে Islamic Memory Game for All। নাম থেকে বোঝা যাচ্ছে যে, এই গেম আপনার সন্তানের মেমোরিকে আরো ফোকাস করে তুলবে, শার্প করে তুলবে। এই গেম খেলতে দিয়ে আপনি আপনার সন্তানের মনোযোগ যাছাই করতে পারবেন এবং তার ব্রেন কত দ্রুত যে কোনও বিষয়ের প্রতি ফোকাস করতে পারে, তা জানতে পারবেন।
শিক্ষানীয় ইসলামীক গল্প
আপনার সন্তান নিশ্চয়ই গল্প শুনতে পছন্দ করে এবং প্রতি রাতেই হয়তো ঘুমোনোর সময় গল্প শোনার বায়না ধরে। আপনি হয়তো এমন কিছু গল্প তাকে শুনিয়ে থাকেন, যেগুলো নিছক মজা দেয়া ছাড়া আর কোন কাজেই আসে না। কিন্তু, আপনি যদি এই গল্পগুলোকে পরিবর্তণ করে দিতে পারেন, দুনিয়াবী গল্পের জায়গায় আখেরাতের গল্প তথা ইসলামী গল্প ঢুকিয়ে দিতে পারেন, তবে সেটা তার জন্যে যেমন উপকারি হবে, তেমনই আপনার জন্যেও উপকারি হবে। এটি এমনই একটি অ্যাপ যা সাজানো হয়েছে রাসূল (সা.) ও তার সাহাবাদের গল্প দিয়ে।
Ali and Sumaya: School
বিশ্বের প্রথম ইন্টারঅ্যাক্টিভ ইসলামিক লার্নিং অ্যাপ Ali and Sumaya: School, যা মূলত প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্যে তৈরি করা হয়েছে। মুসলিম ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপামি ইসলামিক নলেজ দানের জন্যে এই অ্যাপে রয়েছে অসংখ্য থ্রিডি অ্যানিমেটেড লার্নিং ভিডিও। অ্যাপটিতে শতাধিক লেসন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার সন্তানের মেধা বিকাশ হবে, মেমোরি শার্প হবে এবং ইসলামকে জানতে ও বুঝতে সহজ হবে।
আশা করি, উপরোক্ত ইসলামিক অ্যাপস্ ও গেমস্ আপনার সন্তানের জন্যে সম্ভাবণাময় কল্যাণ বয়ে আনবে। তাই, আপনার বাচ্চার মোবাইলে এগুলো ইনস্টল করে দিন এবং তাকে ইসলামী জ্ঞান অর্জণে উৎসাহিত করুন।
Leave a Reply