নিউরোইমেজিং (Neuroimaging) মেডিক্যাল সায়েন্সের এমন একটি শাখা যার ফোকাস মূলত মানব মস্তিস্কের দিকে। ব্রেনের ব্যাপক গবেষণা, রোগ নির্ণয় এবং ব্রেন হেলথ্ এর হিউজ মূল্যায়ণ করার পাশাপাশি নিউরোইমেজিং আরো যেসব বিষয় নিয়ে স্টাডি করে, সেগুলো হলো-
- ব্রেন কিভাবে কাজ করে।
- বিভিন্ন ধরণের অ্যাক্টিভিটি কিভাবে ব্রেনে প্রতিক্রিয়া (Impact) ফেলে।
যারফলে, নিউরোইমেজিং এর আরেক নাম ব্রেন ইমেজিং। এটি মূলত ব্রেনের ইমেজিং (ব্রেন স্ক্যানিং) করার জন্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিভিন্ন ধরণের টেকনিক ব্যবহার করে থাকে যা থেকে ব্রেনের স্ট্রাকচার, ফাংশন এবং নার্ভাস সিস্টেমের ফার্মাকোলোজি জানা যায়।
সর্বাধিক পরিচিত নিউরোইমেজিং এর মধ্যে রয়েছে-
- নিওরোজিক্যাল সিটি স্ক্যান।
- এমআরআই ব্রেন স্ক্যান। (জেনে নিন এমআরআই কি, কেন ও কিভাবে করা হয়)
- PET (পজিশন ইমেজিং টমোগ্রাফি) ব্রেন স্ক্যান।
- DTI বা ডিফিউশন টেনসর ইমেজিং অব দ্যা ব্রেন।
Leave a Reply