সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে (SERPs) একটা ওয়েবসাইটের র্যাংক বা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি, যে কোনও ওয়েবপেজের র্যাংক অনেকটাই এটির উপর নির্ভর করে। গুগল অ্যালগোরিদমের ভাষায় এটিকে পেজ র্যাংক বলা হয়।
যদিও ডোমেইন অথরিটি নতুন কোনও বিষয় নয়, তবু এখনো অনেক ব্লগার রয়েছেন যারা এটি সম্পর্কে খুব একটা সচেতন নয়। প্রত্যেক ব্লগার এবং ওয়েবসাইট মালিকের অবশ্যই ডোমেইন অথরিটি সম্পর্কে ভাল করে জানা উচিৎ। আসুন, ডোমেইন অথরিটির আদ্যাপান্ত সম্পর্কে জানা যাক।
ডোমেইন অথরিটি কি?
একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে কতটা ভাল অবস্থানে আছে বা অবস্থান করে নেবে তা ডিফাইন করার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ডোমেইন অথরিটি। এটি মূলত একটি স্কোর ক্যালকুলেশন যা ১ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। এই স্কোর যত বেশি হবে, ওয়েবসাইটের র্যাংকও তত বেশি হবে।
তবে, ডোমেইন অথরিটি স্কোর নানা বিষয়ের উপর (multiple factors) নির্ভর করে ক্যালকুলেট করা হয়। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুট ডোমেইন লিংক এবং মোট লিংকের সংখ্যা। আর, বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইয়ের উপর ভিত্তি করে প্রাপ্ত স্কোর দিয়ে ওয়েবসাইটের র্যাংক ট্র্যাকিং করা হয়।
অর্থাৎ, একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাক লিংক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তার উপর নির্ভর করেই ডোমেইন অথরিটি মেজারমেন্ট করা হয়। যারা জানেন যে, ব্যাকলিংক কি ও কিভাবে কাজ করে, তাদের জন্যে বিষয়টি বোঝা বেশ সহজ।
ডোমেইন অথরিটি কত হলে ভাল?
যত বেশি হবে, তত ভাল। সাধারণভাবে বলতে গেলে অনেক এক্সটার্নাল লিংক থাকা একটি ওয়েবসাইট ডোমেইন অথরিটি স্কেলে উপরের দিকে অবস্থান করে থাকে। বিশেষ করে, গুগল এবং উইকিপিডিয়ার মতো এক্সটারনাল লিংক সম্পন্ন ওয়েবসাইট SERPs এ বেশ উন্নত অবস্থানে থাকে। অন্যদিকে, কম লিংক থাকা একটা ছোট কিংবা ব্যবসায়িক ওয়েবসাইটের DA স্কোর স্বাভাবিকভাবেই কম হয়।
উল্লেখ্য, একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট সবসময় ডোমেইন অথরিটি স্কোর ১ দিয়ে শুরু হয়।
ডোমেইন অথরিটি বনাম পেজ অথরিটি
ডোমেইন অথরিটি একটা সম্পূর্ণ ওয়েবসাইটের ডোমেইন বা সাব-ডোমেইনের র্যাংকিং সম্পর্কে ধারণা দেয়। আর পেজ অথরিটি ভিন্ন ভিন্ন পেজের র্যাংক মেজারমেন্ট করে পেজগুলোর অবস্থান সম্পর্কে জানান দেয়। পেজ র্যাংক চেক করার কিছু টুল দিয়ে আপনি অনায়াসেই আপনার ওয়েবসাইটের পেজগুলোর র্যাংক চেক করে নিতে পারেন।
ডোমেইন অথরিটি কি র্যাংকিং ফ্যাক্টর?
না, ডোমেইন অথরিটি র্যাংকিং ফ্যাক্টর নয়; এটি বরং একটা ওয়েবসাইটের র্যাংকিং অনুমান করার একটা প্রক্রিয়া মাত্র।
ডোমেইন অথরিটির ক্ষেত্রে অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে, গুগল এটি ইউজ করে না। এমনকি, বিং কিংবা ডাক ডাক গো বা অন্য কোনও সার্চ ইঞ্জিনও এটি ইউজ করে না।
ডোমেইন অথরিটি মূলত Moz এর একটা মেট্রিকস্ যা বিশ্বব্যাপী সব ওয়েবসাইট মালিকদের কাছেই সুপরিচিত।
তবে, গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ডোমেইন অথরিটি ব্যবহার না করলেও এর সম্পর্কে সতর্ক। কাজেই বিষয়টিকে আপনি অবহেলা করতে পারেন না। এমনকি, আপনার ওয়েবসাইটের র্যাংক ট্র্যাক করার জন্যে আপনাকে অবশ্যই এ উপর গুরুত্ব দিতে হবে।
ডোমেইন অথরিটি কেন গুরুত্বপূর্ণ?
যেহেতু ডোমেইন অথরিটি আপনার ব্লগ বা ওয়েবসাইটের র্যাংকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে সাইটের অবস্থান পর্যালোচনা করে, সেহেতু আপনার জন্যে আপনার জন্যে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিনের চোখে নিজের ওয়েবসাইটকে দেখার জন্যে, সাইটের ক্রেডিবিলিটি জানার জন্যে এবং কম্পিটিটরদের সাথে নিজের ওয়েবসাইটে কম্পেয়ার করার জন্যে ডোমেইন অথরিটি আপনাকে সাহায্য করে থাকে।
আপনি যদি আপনার কম্পিটিশন লেবেলকে কম্পেয়ার করতে পারেন, তবে আপনি র্যাংক পাওয়ার জন্যে পারফেক্ট স্ট্র্যঅটেজি সাজাতে পারবেন। বিশেষ করে, ব্যাংকলিংক বিল্ড আপের ক্ষেত্রে এটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে।
উদাহরণ স্বরূপ, হাই অথরিটির একটি ওয়েবসাইট থেকে আসা একটি ব্যাক লিংক অবশ্যই অনেক বেশি গুরুত্ব রাখে লো বা লেস অথরিটির লিংক থেকে। কাজেই, হাই অথরিটির ওয়েবসাইট থেকে ব্যাংক নিতে হলে আপনাকে ওই সব ওয়েবসাইটের DA জানতে হবে।
আশা করি, ডোমেইন অথরিটি সম্পর্কে আপনার ধারণা বেশ পরিস্কার হয়েছে। যদি এখনো কোনও কিছু অষ্পষ্ট মনে হয়, কিংবা ডোমেইন অথরিটি সম্পর্কে আরো নতুন কিছু জানতে ইচ্ছে হয়, তবে কমেন্ট বক্সে লিখে জানান।
Hasibul says
ডিএ সম্পর্কে দারুণ একটি লেখা যা থেকে অনেক তথ্য জানলাম যেগুলো জানার আগ্রহ ছিল অনেক দিনের।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, ভাই হাসিবুল। আপনি যখন ব্যাকলিংকের জন্যে কমেন্ট করবেন, তখন অবশ্যই সেটি টপিক রিলিভেন্ট হতে হবে এবং একই সাথে অন্তত পক্ষে ২ বাক্যের কমেন্ট হতে হবে। যাইহোক, আশা করি বুঝতে পেরেছেন আপনার সাইটের লিংক কেন মুছে দেয়া হয়েছে।
N Site 24 says
ডোমেইন অথরিটি নিয়ে বিস্তারিত জানার আগ্রহ আমার অনেক দিনের। আজ আপনার লেখার মাধ্যমে সেটা জেনেছি, তাই আপনাকে ধন্যবাদ, আপু।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, অদ্ভূত নামের অধিকারি ভাইটি আমার। তোমার কমেন্টের উদ্দেশ্য ব্যাকলিংক। কিন্তু তোমার সেই উদ্দেশ্য ব্যহত হচ্ছে তোমার ভুল কমেন্টের কারণে। ১. তুমি নিজের নাম ব্যবহার না করে সাইটের নাম ব্যবহার করছো, যা একটি স্পেমি প্রক্রিয়া। ২. একই কমেন্ট তুমি বিভিন্ন সাইটে দিচ্ছো, যার কারণে এটি ডুপ্লিকেট কমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে তোমার কোনই লাভ হচ্ছে না।
best CBD oil for pain says
ডোমেইন নিয়ে দামী দামী কথা জানলাম। ডোমেইন অথরিটি বোঝা, এর গুরুত্ব জানা সকল ওয়েবসাইটের ওনারেই প্রয়োজন।
Dewan ICT says
ডোমেইন ছাড়া যেমন ব্লগিং করা যায় না, তেমনই বর্তমান সময়ে ডোমেইন ছাড়া ব্যবসা করার কথাও ভাবা যায় না। তাই, আপনার ব্যবসা কিংবা ব্লগের জন্যে মাত্র ৮০০ টাকায় ডোমেইন পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, তবে এভাবে সরাসরি নিজেদের প্রমোট না করাই ভালো।
Kamrul Islam says
ডোমেইন অথরিটি নিয়ে অনেক দিন ধরেই ঘাঁটাঘাটি করছিলাম। কিন্তু ভাল কোনও আর্টিকেল পাচ্ছিলাম না। যারফলে, বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছিল। এই আর্টিকেল আমার সব অসুবিধা দূর করেছে।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, কামরুল ইসলাম ভাই। আশা করি, আরো অনেক অসুবিধা দূর হবে যদি হৈচৈ বাংলার সাথে থাকেন নিয়মিত।
Karmel Rahman says
ডিআর নিয়ে ডিপ একটি লেখা, আমার যেমন ভাল লেগেছে, তেমনই খুব কাজেও এসেছে। কারণ, এটি থেকে আমি জানতে পারলাম ডোমেইন অথরিটির আসল গুরুত্ব।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, ভাই কারমেল রহমান। ডিআর নিয়ে আমাদের লেখাটি আপনার কাজে লেগেছে জেনে ভাল লাগলো।