আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঘরে বসে কম্পিউটার শেখা যায় নাকি! সত্যি কথা বলতে অবশ্যই ঘরে বসে কম্পিউটার শেখা যায়। এখন, কম্পিউটার শেখা বলতে অনেক কিছু বোঝায়। শুধু কম্পিউটার চালানোর বেসিক কাজ যেমন কম্পিউটার শেখার অর্ন্তভুক্ত, আবার বিভিন্ন সফটওয়্যার পরিচালনা বা প্রোগ্রামিংও কম্পিউটার শেখার একটি অংশ।
এখন, আপনাকে আগে ঠিক করতে হবে, আপনি কি শিখতে চান। সাধারণত, কম্পিউটারের বেসিক জ্ঞান প্রত্যেক মানুষের থাকা উচিত। বর্তমান এই প্রযুক্তির যুগে আপনি যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চান, তাহলে অবশ্যই কম্পিউটারের বেসিক কাজগুলো শিখতে হবে।
আর, আপনি যদি বলেন, “না ভাই, আমি বাকি জীবন সন্ন্যাসী হয়ে হিমালয়ে থাকবো।” তাহলে, ভিন্ন কথা। কম্পিউটারের বেসিক হোক কিংবা প্রোগ্রামিং, আপনি সবকিছু একদম ঘরে বসে শিখতে পারবেন। আজকাল অনলাইনে কম্পিউটার সায়েন্স পর্যন্ত পড়া যাচ্ছে। যাই হোক, সেটা আপনি বাকি লেখা পড়লেই বুঝতে পারবেন।
কিভাবে ঘরে বসে কম্পিউটার শেখা যায়?
আপনি আসলে কি শিখতে চান, সেটা অবশ্যই আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে। আপনি যদি কম্পিউটারের একদম বেসিক জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি প্রথমে কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করেন। যেমন, কম্পিউটার চালু করার পর বিভিন্ন সফটওয়্যার রান করা, সেটিং ও অন্যান্য বিষয় নিয়ে ঘাটাঘাটি করা। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি কম্পিউটার না চালালে কম্পিউটার শিখতে পারবেন না।
কম্পিউটারের বেসিক বিষয়গুলো আপনি ইউটিউব এবং গুগোলে পাবেন। আমার পরামর্শ থাকবে, আপনি এখান থেকেই আপনার বেসিক বিষয়গুলো শিখে ফেলুন। আপনি যদি বলেন, “না ভাই আমি একা একা কিছু পারি না, আমার সাহায্য লাগবে।” সেক্ষেত্রে আমার নিচের ফর্মুলাগুলো অনুসরণ করতে পারেন।
এবার আসি কম্পিউটারের স্কিল নিয়ে। কম্পিউটার সম্পর্কিত অনেক স্কিল আছে যেগুলোর মধ্যে রয়েছে এমন ৭টি কাজ যেগুলো থেকে সবচেয়ে বেশি আয় করা যায়।
বেশ কিছু কম্পিউটার স্কিল:
- মাইক্রোসফট অফিস
- গ্রাফিক্স ডিজাইন (ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ৫টি ওয়েবসাইট এর সঙ্গে পরিচিত হয়ে নিন)
- ওয়েব ডিজাইন
- প্রোগ্রামিং – (জেনে নিন বিনা খরচে প্রোগ্রামিং শেখার ১০টি উপায়।)
মজার ব্যাপার হচ্ছে, উপরের এই স্কিলগুলো আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনের কোর্সগুলো এখন এতটাই জনপ্রিয় হয়েছে যে, হার্ভার্ড, ক্যামব্রিজ এর মতন বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে কোর্স করায়।
সুতরাং, আপনি যদি চিন্তা করেন অনলাইনে করে কোন কিছু শেখা যায় না, তাহলে এখনো আপনি ঘোর অন্ধকারে আছেন।
অনলাইনে কাজ শেখার পূর্বশর্ত:
- লক্ষ্য নির্দিষ্ট করুন।
- অনলাইন কোর্সকে, আপনার স্কুলের সবচেয়ে রাগী স্যারের কোর্স হিসাবে মনে করুন। নিয়মিত কোর্সে অংশগ্রহণ করুন।
- কাজ শেখার জন্য একটি নির্দিষ্ট সময় নির্বাচন করুন। এই সময়টাতে অন্য কোন কাজ করবেন না। শুধু কাজ শেখার পেছনে সময় দিবেন।
- মনোযোগ নষ্ট করে এমন গ্যাজেট বা জিনিস দূরে রাখুন। সেটা হতে পারে, মোবাইল ফোন কিংবা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড।
- কাজ শেখার পর, সেটা আবার অনুশীলন করুন।
ঘরে বসে কম্পিউটার শেখা
১. ইউটিউব থেকে কম্পিউটার শিখুন
আপনি বলতেই পারেন, আরে ভাই ইউটিউবে নাটক-সিনেমা দেখেই কুল পাই না, কাজ শিখবো কখন। মূলত, এই কারণে আমি উপরে কিছু পূর্ব শর্ত দিয়ে রেখেছি। ইউটিউবে কাজ শেখার ক্ষেত্রে আপনাকে উপরে উল্লেখিত শর্তগুলো অনুসরণ করতে হবে।
ইউটিউবে অনেকেই লিস্ট আকারে কোর্স পাবলিশ করে থাকে। ইউটিউব থেকে শিখতে চাইলে প্লে-লিস্টগুলো অনুসরণ করতে পারেন। এছাড়া, আপনি চাইলে একটা সিলেবাস তৈরি করে নিতে পারেন। তারপর, সে অনুযায়ী ভিডিও সার্চ দিয়ে কম্পিউটার শিখতে পারেন।
বিষয়টি একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি Microsoft Office শিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, আসলে মাইক্রোসফট অফিসের কোন কোন বিষয়গুলো শিখতে হয়। এজন্য, আপনার সিলেবাস থাকা প্রয়োজন। Microsoft Office Online Training Syllabus লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর তখন প্রত্যেকটা বিষয় সার্চ দিয়ে ধাপে ধাপে কম্পিউটার শিখতে পারেন।
যেসব ইউটিউব চ্যানেল থেকে কম্পিউটার শিখতে পারেন-
- কম্পিউটার বেসিক কোর্স- Creative IT Academy
- গ্রাফিক্স ডিজাইন কোর্স- Pentanik IT Solution Park
- ওয়েব ডিজাইন কোর্স- Hello Academy
২. অনলাইনে কোর্স করুন
Forbes এর মতে ২০২৫ সালের মধ্যে ই-লার্নিং মার্কেট মূল্য হবে প্রায় ৩২৫ বিলিয়ন ডলার। আশা করি, বুঝতে পারছেন অনলাইন কোর্স এর জনপ্রিয়তা কতটা বেশি। আপনি যদি চিন্তা করেন ঘরে বসে কম্পিউটার শেখার, তাহলে আপনার এই চিন্তা ভুল নয় বরং শতভাগ সঠিক।
বিদেশি ভাষায় অনলাইনে অসংখ্য কম্পিউটার কোর্স রয়েছে। আনন্দের বিষয় হলো, বাংলাদেশে বর্তমানে অনলাইন কোর্স করার অনেক প্লাটফর্ম রয়েছে। এর মধ্যে বেশকিছু প্লাটফর্মে আপনি সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার কোর্স করতে পারবেন। আবার কিছু কিছু এমন রয়েছে যেখানে কোর্স করার জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। অর্থাৎ, টাকা দিয়ে মেম্বার-শিপ রেজিস্ট্রেশন করতে হবে।
অনলাইন কোর্স করার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে:
- যেখানে কোর্স করতে চাচ্ছেন, সেখানকার টিচার কতটা মানসম্মত।
- তাদের ওয়েবসাইটের স্পিড কি রকম এবং ওয়েবসাইট কতটা বিশ্বস্ত।
- ভিডিও ডাউন-লোড করার সুবিধা আছে কিনা।
- কোর্সের অ্যাকসেস লাইফটাইম নাকি নির্দিষ্ট সময় পর্যন্ত।
- সার্টিফিকেট দিবে কিনা।
৩. লাইভ ক্লাসে যোগ দিন
অনলাইনে বর্তমানে অনেকেই লাইভ কম্পিউটার ক্লাস করিয়ে থাকে। এর মধ্যে কেউ কেউ সম্পূর্ণ ফ্রিতে, আবার কেউ অর্থের বিনিময়ে শেখায়। লাইভ ক্লাস করার সুবিধা হল, আপনি সরাসরি প্রশ্ন করে সরাসরি উত্তর পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, ক্ষেত্র বিশেষে এটা আপনাকে বাস্তবে ক্লাস করার অনুভূতি দিবে।
৪. হোম টিউটর রাখুন
বাসায় বসে কোর্স করার ক্ষেত্রে, চাইলে আপনার বাসায় যেকোন একজন হোম টিউটর রাখতে পারেন। অর্থাৎ, যিনি কম্পিউটারের সুনির্দিষ্ট বিষয়ে দক্ষ বা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ, তার কাছ থেকে ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন। সেক্ষেত্রে, আপনাকে অবশ্যই টাকা পয়সা খরচ করতে হবে। কিন্তু, এটা আপনার জন্য খুব উপকারী, যদি আপনি অনলাইন ক্লাস করতে আগ্রহী না হন। এটা মূলত গতানুগতিক ঘরে বসে কম্পিউটার শেখার পদ্ধতি।
৫. বই বা ই-বুকের মাধ্যমে কম্পিউটার শিখুন
অনলাইনে এবং অফলাইনে অসংখ্য বই পাওয়া যায়। আর এসব বই বা ই-বুকের মাধ্যমে কম্পিউটার শেখা যায়। যারা বই পড়তে আগ্রহী এবং বইয়ের মাধ্যমে সবকিছু সহজে বুঝে ফেলেন, তাদের জন্য এই মাধ্যমটি বেশ উপকারী।
কম্পিউটার শেখার বই বা ই-বুক কেনার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন:
- আপনি যে ভাষায় অভিজ্ঞ, বইটি সেই ভাষায় লেখা কিনা। ধরুন, আপনি ইংরেজি ভাষাতে অভিজ্ঞ, সে ক্ষেত্রে বইটি ইংরেজি ভাষায় হলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি ইংরেজি খুব একটা বুঝেন না, তখন অবশ্যই বাংলা ভাষার বই আপনার জন্য উপযোগী হবে।
- বইটিতে সব বিষয়ে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে কিনা, সেটা অবশ্যই দেখে নিবেন। কারণ, ব্যাখ্যাসহ না থাকলে আপনার অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে।
- লেখার ভাষা সহজবোধ্য কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখবেন।
- বইটির প্রতিটি ধাপ স্ক্রিনশট বা ছবি আকারে দেয়া আছে কিনা। কারণ, মুখে বলে কম্পিউটারের অনেক কিছুই বুঝানো সম্ভব না। তখন ছবি খুব উপকারী।
পরিশেষে
এই ছিল আজকে ঘরে বসে কম্পিউটার শেখার উপায়। আশাকরি, লেখাটির মাধ্যমে কম্পিউটার শেখা নিয়ে আর কোনও সংশয় থাকবে না। আর যদি কোন সংশয় বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply