সফল ডিজিটাল মার্কেটার হতে হলে বরাবরই কিছু না কিছু দক্ষতা থাকা চাই। তা না হলে আর দশজন ডিজিটাল মার্কেটার থেকে আপনাকে আলাদা করা হবে কিভাবে?
আজকাল প্রায় সবাই কম বেশি ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহী। অনেকে শুরুও করে দিয়েছেন। কারণ, এখনকার নেট ইউজারদের প্রায় সবাই ডিজিটাল মার্কেটিং শেখার সেরা ৬টি সুবিধা সম্পর্কে জানেন।
তবে, ডিজিটাল মার্কেটিংসহ যে কোনও কাজে সফল হতে হলে আপনাকে অবশ্যই কিছু দক্ষতা অর্জণ করে নিতে হবে। তা না হলে ডিজিটাল মার্কেটার হবেন ঠিকই কিন্তু সফল ডিজিটাল মার্কেটার হওয়াটা বোধ হয় হয়ে উঠবে না।
এই দক্ষতার বেশিরভাগই আমরা সফট স্কিল নামে চিনে থাকি।
অভিজ্ঞ এবং সফল ডিজিটাল মার্কেটারদের পরামর্শ মতে একজন সফল মার্কেটারের কম বেশি ১০টি গুণ থাকা চাই। এই গুণগুলো তাদেরকে ডিজিটাল মার্কেটিং জগতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তবে, চলুন দেরি না করে জেনে নেই সেই ১০টি গুণ সম্পর্কে বিস্তারিত-
সফল ডিজিটাল মার্কেটার হতে হলে…
ডিজিটাল মার্কেটিং-এ সফল হতে হলে আপনাকে যে ১০টি দক্ষতা অর্জণ করতে হবে, তার বাইরে আরো কিছু বিশেষ দক্ষতা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করবো। আশা করি, এ আলোচনা থেকে আপনি এইসব গুণ বা দক্ষতা অর্জণ করে নিজেকে একজন সফল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে চলুন, গুণগুলো নিয়ে আলোচনায় প্রবেশ করা যাক-
১। নতুনত্বের সাথে চলা
ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এখনো অনেকটাই নতুন বলা চলে। কারণ, এখনো সবাই ডিজিটালে অভ্যস্ত হতে কিছুটা সময় নিচ্ছে। তাই, ডিজিটাল মার্কেটিং মানেই নতুন কিছু। আর সেই সাথে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব।
নতুন টুলস, নতুন কৌশল, নতুন সম্ভাবনাসহ আরো অনেক কিছু। তাই, সময়ের সাথে তাল মিলাতে আপনাকে খাপ খাওয়াতে হবে নতুনত্বের সাথে। যুগ এবং সময়ের সাথে তাল না মিলালে সফল হবার বদলে পিছিয়ে পড়বেন অনেকটাই।
২। অজানাকে জানার আগ্রহ
একজন সফল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতে হবে। তাই, নিত্য নতুন অজানা জিনিস জেনে নেওয়ার আগ্রহ থাকাটা একান্তই জরুরী।
প্রতিদিন জানতে হতে পারে নতুন নতুন কৌশল অথবা নতুন কোন টুলস। তাই, অজানাকে জানার আগ্রহটাই আপনাকে অন্য দশ জন থেকে আলাদা করে আপনাকে সফলভাবেই এগিয়ে নিয়ে যাবে।
৩। প্রতিযোগিতাপূর্ণ মনোভাব
বর্তমানে চাকুরী বা ফ্রীল্যান্সিং সবখানেই চলছে প্রতিযোগীতা। তাই, প্রতিযোগীতাপূর্ণ মনোভাবই আপনাকে অন্য সবার চাইতে এগিয়ে রাখতে পারে। তাছাড়া, সফল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে প্রতিযোগীতা করতে হতে পারে অন্যান্য সফল ডিজিটাল মার্কেটারদের সাথে।
আর দিন শেষে আপনার প্রতিযোগিতাপূর্ণ মনোভাব অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে প্রতিযোগিতামূলক চাকুরী বা ফ্রীল্যান্সিং জগতে।
৪। ইতিবাচক মনোভাব
নিত্য নতুন কাজে বাধা বিপত্তি আসবে সেটাই স্বাভাবিক। তাই, ইতিবাচক মনোভাব ধরে রাখাটাও দক্ষতার মধ্যে পড়ে। ইতিবাচক মনোভাবের অভাবে আপনি আপনার লক্ষ্য ধরে রাখতে ব্যার্থ হতে পারেন।
অথচ, যে কোন কাজে ইতিবাচক মনোভাব আপনার মনোবল বাড়িয়ে দিতে পারে। তবেই বড় বড় কঠিন কাজ মোকাবেলা করা অনেকটাই সহজ হয়ে যায়। তাই, একজন সফল ডিজিটাল মার্কেটারের ইতিবাচক মনোভাব অত্যাবশ্যক।
৫। একক এবং দলগত কাজ
ধীরে ধীরে আমাদের চারপাশের জিনিসগুলো যেমন জটিল হচ্ছে তেমনি আমাদের কাজগুলোও জটিল থেকে জটিলতর হচ্ছে। একা একা কাজ করে সফল হবার চাইতে দলগতভাবে একটি লক্ষ্য অর্জন করা অনেকটাই সহজ।
এতে করে একজনের উপর চাপটা কমে যায় এবং কাজে সফলতার হার বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, এককভাবে কাজ করে যেমন এগিয়ে যাওয়া কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে দলগতভাবে কাজ করে অতি দ্রুত এবং সফলভাবে কাজ শেষ করা যায়।
৬। সৃজনশীলতা
ডিজিটাল মার্কেটিং এর কাজগুলোতে সৃজনশীলতা অত্যাবশ্যক। নিজস্ব সৃজনশীলতা ছাড়া এই কাজে গতিশীলতা আনা বেশ কঠিন। তাছাড়া, সৃজনশীল কাজের মাধ্যমে দ্রুত সফল হবার সম্ভাবনা থাকে।
সৃজনশীলতা ছাড়া কোন কাজেই গতিশীল হওয়া যায় না। আর ডিজিটাল মার্কেটিং এর কাজগুলোতে সৃজনশীল দক্ষতা বেশ জরুরী। নিজস্ব সৃজনশীলতা যেমন আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে, তেমনি সফল ডিজিটাল মার্কেটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন এই দক্ষতার মাধ্যমে।
৭। বিশদভাবে বিশ্লেষণ ক্ষমতা
ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো বিস্তারিত এবং বিশদভাবে বিশ্লেষন করতে পারাও এক ধরনের দক্ষতা। যে কোন জিনিস বিশদভাবে ঘেঁটে খুঁটিনাটি জিনিস বুঝে গেলে এই কাজে সফল হওয়া অনেকটাই সহজ হয়ে যায়।
ছোট খাট জিনিস চুলচেরা বিশ্লেষণে অনেক বড় বড় সমস্যার সমাধানও সহজ হয়ে যায়। তাছাড়া, ছোট খাট জিনিস ভালভাবে বিশ্লেষণের ক্ষমতা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে সামনের দিকে এগিয়ে রাখতে পারে।
৮। বিচক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
যে কোন কাজে বিচক্ষণতা অত্যান্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কেননা, বিচক্ষণরাই আগে থেকে কোন কিছুর আঁচ করে সে মোতাবেক পদক্ষেপ নিতে পারে।
তাছাড়া, বিচক্ষণ ব্যক্তির পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ দ্রুততর হয়। বিচক্ষণতার সাথে ডিজিটাল মার্কেটাররা ভবিষ্যত পদক্ষেপ নিতে পারেন সুনিপুণভাবে। এতে করে সফলতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
৯। সময় জ্ঞান এবং ধৈর্য
কোন কাজ করতে এবং তা বাস্তবায়ন করতে গেলে দরকার সময়। সেই সাথে সে কাজটা সফলভাবে সম্পূর্ণ করে সেটার ফলাফল পেতেও কিছুটা সময় অপেক্ষা করতে হয়।
আর সেই জন্য যেমন সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে হবে, তেমনি ফলাফলের জন্য ধৈর্য ধারণ করাটাও জরুরী। তাই সময় জ্ঞান এবং ধৈর্য দুটো গুণই সফল ডিজিটাল মার্কেটারের থাকা চাই।
১০। যোগাযোগের দক্ষতা
সর্বশেষ আপনার যোগাযোগের দক্ষতা থাকাও চাই। যে কোন ক্ষেত্রে মার্কেটারদের অতি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগাযোগ। সেটি হতে পারে ক্রেতা বিক্রেতার সাথে, আবার হতে পারে কোন গ্রাহক কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অথবা উর্ধতন কোন সফল ডিজিটাল মার্কেটারের সাথে।
তাই, কোন ক্ষেত্রে কি ধরণের যোগাযোগ মাধ্যম এবং তার রীতিনীতিগুলোও আপনাকে আয়ত্বে নিয়ে আসতে হবে। তা না হলে, সফল ডিজিটাল মার্কেটার হবার পথে বাঁধাটাই আরো বেশি কঠিন মনে হবে।
শেষ কথা:
পরিশেষে বলতে হয়, সফল ডিজিটাল মার্কেটার এর ১০টি দরকারী গুণ -এর অধিকাংশই কম বেশি আমাদের সবার মধ্যে আছে। একটু খেয়াল করলেই দেখবেন এই গুণগুলো অতিসাধারণ এবং আমরা এই অতি সাধারণ ভেবেই এগুলোকে পাত্তা দেই না। তবে, এই অতি সাধারণ গুণগুলোই হতে পারে একজন সফল ডিজিটাল মার্কেটারের হাতিয়ার।
তাছাড়া, দক্ষতা বা গুণাবলী কেউ জন্ম থেকে পেয়ে থাকে না। সময়ে সময়ে কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিতে হয় এবং নিয়মিত চেষ্টার মাধ্যমে এই দক্ষতা বাড়িয়ে নেওয়া সম্ভব। তাই, এই অতি সাধারণ দক্ষতাগুলোই আপনার মধ্যে কম বেশি আছে। শুধু মাত্র দরকার এগুলো সঠিকভাবে প্রয়োগ এবং সেই সাথে এই দক্ষতার আলোকে অভিজ্ঞতা অর্জন। তবেই দিন শেষে আপনি হয়ে উঠবেন একজন সফল ডিজিটাল মার্কেটার।
Tech Info says
অসাধারন ও হেল্পফুল ডিজিটাল মার্কেটিং পোস্ট। যারা নতুন, কিন্তু ডিজিটাল মার্কেটিং-এ সফলতা চায়, তাদের জন্যে গাইডলাইন হিসেবে কাজ করবে এই পোস্ট।