গিটার শেখা যতটা সহজ মনে করা হয়, আসলে ততোটা সহজ নয়; এর জন্যে প্রচুর প্রচেষ্টা দরকার। আর এই প্রচেষ্টার প্রধান একটি অংশ হতে পারে গিটার শেখার অ্যাপ ইউজ করা।
মিউজিক্যাল যে কোনও ইনস্ট্রুমেন্ট শেখা দারুণ রোমাঞ্চকর একটি ব্যাপার। এটি শুধু মাত্র মানুষের সৃজণশীলতার বহি:প্রকাশই নয়, বরং একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে উপস্থাপন করার একটি অন্যতম উপায়ও বটে।
আপনিও যদি আর সাধারণ মানুষের মতো “খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি” টাইপের মানুষ হতে না চান এবং নিজের প্রতিভাকে মিউজিক্যাল্লি মেলে ধরতে চান, তবে গিটার শিখতে পারেন।
গিটার শেখার জন্যে একদিকে যেমন আপনাকে কোনও ভাল গিটারিস্টের কাছ থেকে তালিম নিতে হবে, অন্যদিকে পর্যাপ্ত প্র্যাকটিসের জন্যে বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে হবে। আর আপনার জন্যে অন্যতম সেরা রিসোর্স হতে পারে লার্নিং অ্যাপ।
আসুন, এমনই কিছু গিটার লার্নিং অ্যাপের সঙ্গে পরিচিত হওয়া যাক-
গিটার শেখার অ্যাপ
আপনার নিশ্চয়ই একটি ভাল মানের গিটার রয়েছে। কিংবা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে গিটার কেনার প্ল্যান করছেন। যদি এমন হয়, তবে আগে গিটার কেনার গাইডলাইন ফলো করুন, এরপর অ্যাপগুলো দিয়ে শিখুন এবং প্র্যাকটিস করুন।
১. Real Guitar
রিয়েল গিটার একটি গিটার সিমুলেটর। এটি অ্যাকুস্টিক এবং ইলেকট্রিক উভয় গিটারকেই সিমুলেট করতে পারে। আর এই গিটার অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন স্মার্টফোন এবং ট্যাব উভয় ডিভাইসেই। এটি একই সাথে মাল্টি-টাচ সাপোর্ট করে যা কর্ড বাজানোর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন।
Real Guitar এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ট্র্যাক লুপ যা আপনাকে গিটার বাজানোর পাশাপাশি সেটি রেকর্ড করার সুবিধা দিয়ে থাকে। এমপি থ্রি ফরমেটে আপনার প্র্যাকটিস বা ফাইনাল প্লে-কে অনায়াসেই রেকর্ড করতে পারবেন।
২. Guitar Tuna
গিটার বাজানো কিংবা গিটার শেখা, যাই করতে চান না কেন, আপনাকে আগে টিউন করে নিতে হবে। আর গিটার টিউন করার জন্যে কিছু স্পেসিফিক অ্যাপ থাকলেও Guitar Tuna এর চেয়ে ভাল অ্যাপ আছে বলে মনে হয় না।
Guitar Tuna একই সঙ্গে বেস, ভায়োলিন, সেলো, বঞ্জোসহ আরো অনেক ইনস্ট্রুমেন্টই হ্যান্ডেল করতে পারে। কাজেই, এই অ্যাপ ব্যবহার করলে পরবর্তীতে অন্য কোনও ইনস্ট্রুমেন্টের জন্যে আপনাকে আর আলাদা করে কোনও অ্যাপ ইউজ করতে হবে না।
৩. Smart Chord
আপনি যদি গিটার শেখার জন্যে এমন একটি অ্যাপ চান যাতে সবকিছুই আছে, তবে Smart Chord হতে পারে আপনার স্মার্ট চয়েস। প্রায় সব ধরণের কর্ড এবং ফিঙ্গারিং ফ্রেটবোর্ডের সমন্বয়ে অসাধারণ একটি গিটার শেখার অ্যাপ Smart Chord।
রিভার্স কর্ড ফাইন্ডার চরম একটি ফিচার যা আপনাকে পূর্বের বাজানো কর্ডগুলো খুঁজে পেতে সাহায্য করবে। একই সাথে আরেকটি দারুণ ফিচার রয়েছে যা আপনাকে টোন ডিটারমিনেশনে সাহায্য করবে। শতাধিক প্রিডিফাইন্ড টিউনিং, ডজনের উপরে ভিন্ন রকমের স্কেল এবং একটি বেসিক মেট্রোনোমি নিয়ে Smart Chord একটি অসাধারণ অ্যাপ।
৪. Justin Guitar
গিটার বাদকদের কাছে অত্যন্ত পরিচিত একটি ওয়েবসাইট হচ্ছে জাস্টিন গিটার। গিটার শেখার প্রচুর লেসন নিয়ে তৈরি এই ওয়েবসাইটিরই স্মার্টফোন অ্যাপ্লিকেশন এটি যেখানে আপনি ওয়েবসাইটের সব সুবিধাই পাবেন। গিটার টিউন করা থেকে শুরু করে সব ধরণের বেসিক ফিচারই রয়েছে অ্যাপটিতে।
Justin Guitar অ্যাপে ১ হাজারের উপরে বিশ্ববিখ্যাত গান রয়েছে যেগুলোর প্রতিটিরই কর্ড দেয়া হয়েছে যাতে আপনি গানগুলো প্র্যাকটিস করতে পারেন। সেই সাথে রয়েছে প্রচুর ভিডিও টিউটোরিয়ালসহ ইন্টারঅ্যাক্টিভ লেসন যা আপনাকে গিটার শেখায় পারদর্শী করে তুলবে।
৫. Guitar 3D
আপনি যদি সম্প্রতি গিটার শেখা শুরু করে থাকেন এবং কর্ড শেখাতেই এখন বেশি সময় দিয়ে থাকেন, তবে Guitar 3D আপনার জন্যে একটি গ্রেট অ্যাপ। গিটার শেখার জন্যে যত ধরণের কর্ড শেখা ও জানার দরকার হয়, তার সবই আছে এই অ্যাপে। আরো টুইস্টিং বিষয় হচ্ছে কর্ডগুলো সব থ্রিডি।
Guitar 3D এর কর্ড প্র্যাকটিসিং সেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যে কোন কর্ড ধরার সময় আপনার ফিঙ্গার ঠিক কোন তারের উপর বসবে, তা আপনি দেখতে পাবেন। শুধু ফিঙ্গার পজিশনই নয়, এটি স্ট্রিং হাইলাইটস্ও করে থাকে যাতে আপনার ফিঙ্গার স্ক্রিন থেকে সরে না যায়।
আশা করি, গিটার শেখার অ্যাপ হিসেবে উপরোক্ত ৫টি অ্যাপের সবগুলোই আপনি পর্যায়ক্রমে ইনস্টল করে দেখবেন। আর যেগুলো বেশি ভাল লাগবে, সেগুলো ব্যবহার করবেন। আপনার পছন্দের গিটার অ্যাপটি সম্পর্কে আমাদের পাঠকদের জানাতে ভুলবেন না।
Leave a Reply