বাংলাদেশ পুলিশের মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে জনগণকে ডিজিটাল্লি সহযোগীতার জন্যে। জনগণের জন্যে সরকারের সব ধরণের আইনি সহযোগীতা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ যাবৎ ৩টি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।
অ্যাপগুলো হলো-
- BD Police Helpline
- Police Regulation of Bengal (PRB)
- Inform ATU
অ্যাপগুলো মূলত সরকারের Vision 21 এর অংশ আর প্রতিটি অ্যাপেরই রয়েছে ভিন্ন ভিন্ন প্রয়োজনীতা। আসুন, প্রতিটি অ্যাপ সম্পর্কেই ছোট আকারে কিছুটা ধারণা নিয়ে রাখা যাক-
বাংলাদেশ পুলিশের মোবাইল অ্যাপ
১. BD Police Helpline
নামেই বুঝতে পারছেন যে এটা মূলত পুলিশের হেল্প লাইন। অর্থাৎ, পুলিশের কাছ থেকে ডিজিটাল্লি হেল্প পেতে আপনি এই মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারেন। জীবন চলার পথে, আমাদের শহুরে বা গ্রামীণ জীবনে যখন তখন পুলিশের হেল্পের প্রয়োজন হতে পারে।
আর তাৎক্ষণিক হেল্প পাওয়ার জন্যে BD Police Helpline দেশের নাগরিকদের জন্যে নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ণ পুলিশি উদ্যোগ। BD Police Helpline অ্যাপটি সম্পর্কে আরো বিস্তারিত জানুন আর নিচের বাটনের ভেতরে থাকা লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে আজই ব্যবহার শুরু করুন।
২. Inform ATU
জনগণের সেবক বাংলাদেশ পুলিশের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ Inform ATU যার মাধ্যমে নাগরিকরা পুলিশকে যে কোনও ধরণের টেরোরিজম বা সন্ত্রাসবাদের তথ্য দিতে পারবেন। অ্যাপটি মূলত বাংলাদেশ পুলিশের অ্যান্টি-টেরোরিজম বা সন্ত্রাস বিরোধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এটি একটি রিপোর্ট টু ক্রাইম অ্যাপ যা ব্যবহার করে ইউজাররা দেশে সংগঠিত যে কোনও ধরণের ক্রাইম সম্পর্কে বাংলাদেশ পুলিশকে রিপোর্ট করতে পারবে।
যে-সব বিষয়ে রিপোর্ট করা যাবে-
- কোথাও কোনও সন্ত্রাসবাদ সংগঠিত হতে দেখলে।
- অনলাইনে সাইবার অপরাধ পরিলক্ষলিত হতে দেখলে বা অপরাধের শিকার হলে।
- জঙ্গিবাদের কবলে পড়লে বা কাউকে পড়তে দেখলে।
- কোথাও কোন ধর্মীয় বা রাস্ট্রীয় উগ্রবাদ হতে দেখলে।
- চোখের সামনে কোথাও গোলাবারুদ বা বোমাবাজি হতে দেখলে।
ইত্যাদি আরো নানা রকম অপরাধের বিষয়ে পুলিশকে রিপোর্ট করা যাবে এই অ্যাপটি ব্যবহার করে। সুতরাং, দেশের ও জনগণের স্বার্থে যে কোনও অপরাধ সম্পর্কে পুলিশকে রিপোর্ট করতে নিচের লিংক থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।
৩. Police Regulation of Bengal (PRB)
Police Regulation of Bengal বা বাংলাদেশ পুলিশ প্রবিধানের ভাষ্য নিয়ে ই-বুক টাইপের এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে পুলিশের যাবতীয় আইন-কানুন জানতে ও মানতে। Police Regulation বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পার্ট যা জনগণের ইচ্ছে বা আগ্রহের প্রতিফলন ঘটায়।
পুলিশের পক্ষ থেকে জনগণের জন্যে হয়রানি মুক্ত সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষেই মূলত Police Regulation of Bengal অ্যাপটি তৈরি করা হয়েছে। সেই সাথে, রাস্ট্র ও জনগণের কাছে পুলিশের স্বচ্চতা ও জবাদিহিতা নিশ্চিতকরণের লক্ষে চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবেও তৈরি হয়েছে এই অ্যাপ।
আপনি যদি বাংলাদেশ পুলিশের রেগুলেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে আজই নিচের লিংক থেকে ইনস্টল করে Police Regulation of Bengal অ্যাপটি ব্যবহার করুন।
বাংলাদেশ পুলিশের মোবাইল অ্যাপ পরিচিতি পেলেন আর সেই সাথে অ্যাপগুলোর লিংকও পেলেন। আশা করি, এই ৩টি অ্যাপের কোনটি না কোনটি আপনার কোনও না কোনও কাজে লাগবে। আমাদের পাঠককে কমেন্টের মাধ্যমে আপনার ব্যবহৃত অ্যাপটি সম্পর্কে জানাতে ভুলবেন না।
Leave a Reply