বিজয় বায়ান্নসহ বহু কম্পিউটার সফটওয়্যার কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন না, যদি আপনার কম্পিউটারে .Net Framework না থাকে। আবার যদি থাকেও কিন্তু পুরনো ভার্সণ হয়, তবে দেখা যাবে কিছু পুরনো সফটওয়্যার চললেও অনেক নতুন অ্যাপ্লিকেশনই ইনস্টল নেবে না। তাই, সবসময় .Net Framework এর লেটেস্ট ভার্সণ থাকাই উত্তম।
সুতরাং, জেনে নিন কিভাবে এটি ডাউনলোড ও ইনস্টল করবেন। তার আগে আসুন, .Net Framework আসলে কি সে সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখা যাক।
.Net Framework কি?
.Net Framework হচ্ছে বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্যে টুলস্ ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সমন্বয়ে তৈরি একটি ডেভেলপার প্লাটফর্ম।
.Net এর অনেক ইমপ্লিমেনটেশন রয়েছে। প্রতিটি ইম্পিমেনটেশনই উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েডসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে এক্সিকিউট করার জন্যে .Net কোড সাপোর্ট করে।
.Net Framework মূলত .Net এর অরিজিনাল ইমপ্লিমেন্ট আর এটি তৈরি করেছে মাকইক্রোসফট্ কর্পোরেশন।
.Net Framework এর শুরু থেকে শেষ ভার্সণ সমূহ-
- .NET Framework 3.5 – রিলিজ দেয়া হয় ১৮ই নভেম্বর ২০০৮ সালে
- .NET Framework 4.0 – রিলিজ দেয়া হয় ১২ই এফ্রিল ২০১০ সালে
- .NET Framework 4.5 – রিলিজ দেয়া হয় ১৮ই নভেম্বর ২০০৮ সালে
- .NET Framework 4.5.1 – রিলিজ দেয়া হয় ১৭ই অক্টোবর ২০১৩ সালে
- .NET Framework 4.5.2 – রিলিজ দেয়া হয় ৫ই মে ২০১৪ সালে
- .NET Framework 4.6 – রিলিজ দেয়া হয় ২০ই জুলাই ২০১৫ সালে
- .NET Framework 4.6.1 – রিলিজ দেয়া হয় ৩০ই নভেম্বর ২০১৫ সালে
- .NET Framework 4.6.2 – রিলিজ দেয়া হয় ০২ই আগস্ট ২০১৬ সালে
- .NET Framework 4.7 – রিলিজ দেয়া হয় ৫ই এফ্রিল ২০১৭ সালে
- .NET Framework 4.7.1 – রিলিজ দেয়া হয় ১৭ই আগস্ট ২০১৭ সালে
- .NET Framework 4.7.2 – রিলিজ দেয়া হয় ৩০ই এফ্রিল ২০১৮ সালে
- .NET Framework 4.8 (Latest & Recommended) – রিলিজ দেয়া হয় ১৮ই এফ্রিল ২০১৯ সালে
.Net Framework ডাউনলোড ও ইনস্টল করার উপায়
.Net Framework ডাউনলোড করা যেমন সহজ, তেমনই ইনস্টল করাও ইজি। প্রথমেই নিচের লিংকে ক্লিক করে মাইক্রোসফট্ এর অফিসিয়াল ওয়েবসাইটের dotnet framework পেজে যান।
সেখান থেকে সবার উপরে থাকা লেটেস্ট ভার্সণটি ডাউনলোড করে নিন। কিংবা, আপনার যদি নির্দিষ্ট্য কোনও ভার্সণ দরকার হয়, তবে সেই ভার্সণটিই ডাউনলোড করুন।
এখন পিসিতে যে ফোল্ডারে ডাউনলোড করেছেন, সেটি ওপেন করুন। এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন অথাব রাইট ক্লিক করে Open File এ ক্লিক করুন। ব্যস্, অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তবে, মাঝে মাঝে আপনাকে নেক্সট্ নেক্সট্ দিয়ে যেতে হতে পারে।
Leave a Reply