আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিজিটরদেরকে যদি সাবস্কাইবার বানাতে চান, তবে ৩টি ফ্রি পপ-আপ প্লাগিন থেকে যে কোনটি ব্যবহার করুন। বিভিন্ন কেস স্টাডি থেকে জানা গিয়েছে যে, ব্লগের ভিজিটরদেরকে সাবস্কাইবার বানাতে কিংবা নোটিফিকেশন পাঠাতে পপ-আপ মেসেজ খুব ভাল একটি অপশন।
অধিকাংশ মানুষ যারা একটি বিউটিফুল ব্লগ বা ওয়ান্ডারফুল ওয়েবসাইট ভিজিট করে, সাধারণত কোন একটি আর্টিকেল পড়েই চলে যায়। এদেরকে বারবার আপনার ওয়েবসাইটে ফিরিয়ে আনার জন্যে আপনি যে কাজটি করতে পারেন, সেটিই হচ্ছে পপ-আপ।
পপ-আপ সিস্টেম ডেভেলপের মাধ্যমে কনভার্সন রেট বাড়ানো যায়। আপনি যদি এ বিষয়ে বিস্তারিত না জানেন, তবে জাস্ট নিচের লিস্ট থেকে একটি প্লাগিন ইউজ করে দেখেন।
Popups by OptinMonster
আপনার ওয়েবসাইট বা ব্লগে ৯৬% পর্যন্ত ভিজিটরকে ব্যাক করাতে পারে OptinMonster প্লাগিন। এটিকে এমনভাবে অপটিমাইজড্ করা হয়েছে যাতে করে ওয়েবসাইটের বেশিরভাগ ভিজিটরই সাবস্কাইবারে কনভার্ট হয়ে যায়।
OptinMonster প্লাগিনের সাহায্যে একদিকে আপনার ভিজিটর যেমন আবার ফেরত আসবে নতুন কোনও লেখা পড়ার জন্যে, অন্যদিকে আপনিও পুরনো ভিজিটরদেরকে ফেরত পেয়ে সাইটের র্যাংক বাড়িয়ে নিতে পারেন। এই প্লাগিন দিয়ে আপনি পপ-আপের পাশাপাশি আরো অনেক ফর্ম তৈরি করতে পারবেন।
Popup Maker™ – Best Rated
আপনার ওয়েবসাইটের জন্যে পপ-আপ ফর্ম তৈরি করতে WP Popup Maker এই প্লাগিনটি ডেভেলপ করেছে। এই প্লাগিনটি ব্যবহার করে আপনার ভিজিটরদেরকে যে কোন কিছু অফার করতে পারেন। ওয়েবসাইটের নতুন পোস্টের নোটিফিকেশন পাওয়ার জন্যে আগ্রহী করে তুলতে পারেন কিংবা সাবস্কাইব করার জন্যে উৎসাহিত করতে পারেন।
Popup Maker এর যে কোনও ফর্ম আপন কাস্টোমাইজ করতে পারবেন। এটি মোডাল ফর্ম সাপোর্ট করে এবং এর সাহায্যে আপনি কুকি নোটিশ শো করতে পারবেন। ফলে, আপনাকে কোনও কুকি নোটিশ প্লাগিন ইউজ করতে হবে না। যে কোনও ফর্মের ফাংশনালিটি তৈরি এবং অন্যান্য সহযোগীতার জন্যে Popup Maker এর সাপোর্ট ফোরামের সদস্য হতে পারেন।
Hustle – Pop-Ups
আপনি যদি ব্লগিং এর জন্যে কিংবা কোনও প্রোডাক্ট সেলের জন্যে অথবা ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোর জন্যে কোনও মার্কেটিং টুল খুঁজে থাকেন, তবে Hustle – Pop-Ups হতে পারে বেস্ট চয়েস। সোশ্যাল ফলোয়ার বাড়ানোর জন্যে, লিড জেনারেটিং ফাংশনালিটি বাড়ানোর জন্যে এংব কনভার্সন রেট বৃদ্ধির জন্যে এর থেকে ভাল পপ-আপ প্লাগিন আর হতে পারে না বলে অনেক ব্যবহারকারীই মনে করে থাকেন।
Hustle – Pop-Ups আপনাকে টার্গেট অ্যাড ডিসপ্লে করতে সাহায্য করবে। এটি দিয়ে মেইলিং লিস্ট বাড়াতে পারবেন। এমনকি, নোটিফিকেশন সেটিংস্সহ সাবস্কাইবার বাড়ানোর অসাধারণ ফর্ম রয়েছে এই প্লাগিনে। Hustle – Pop-Ups প্লাগিন দিয়ে আপনি ওয়ান্ডারফুল স্লাইডার তৈরি করতে পারবেন, ফ্যান্টাসটিক পোস্ট দিতে পারবেন, অ্যানিমেটেড ডিসপ্লে শো করতে পারবেন।
আশা করি, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগের জন্যে ৩টি ফ্রি পপ-আপ প্লাগিন থেকে যে কোনও একটি পছন্দ করেছেন। আপনার পছন্দের প্লাগিন কেমন কাজ করছে কিংবা এটি দিয়ে আপনার ওয়েবসাইটে কেমন পপ-আপ শো করছেন, তা কমেন্ট করে আমাদের জানান।
Leave a Reply