কম দামে ভাল ফ্রিজ পাওয়াটা খুব একটা কঠিন নয়। অনলাইন ইলেকট্রোনিক্স মার্কেটগুলোতে একটু ঘাঁটাঘাটি করলেই আপনি ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভাল মানের রেফ্রিজারেটর পেয়ে যেতে পারেন। তবে, এ জন্যে আপনাকে যে পরিমাণ ঘাঁটাঘাটি করতে হতে পারে, তাতে আপনি বিরক্ত হয়ে যাবেন।
তাই, আপনার হয়ে আমরাই ঘাঁটাঘাটি করে আপনার জন্যে এমন ১০টি রেফ্রিজারেটরের সন্ধ্যান নিয়ে এসেছি যেগুলোর দাম ২০ থেকে ৩০ হাজার টাকার ভেতর। আসুন, অল্প দামে উন্নত মানের এই ফ্রিজগুলোর স্পেসিফিকেশন দেখে নেয়া যাক।
কম দামে ভাল ফ্রিজ
ফ্রিজ কেনার আগে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু দামের কথা ভাবলেই হবে না, দামের সাথে কামেরও মিল রাখতে হবে। অর্থাৎ, দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনে যদি সেটাকে ভাল কামে না লাগাতে পারেন, তবে তো দামটাই জলে যাবে।
তাই, প্রতিটি ফ্রিজের সংক্ষিপ্ত বর্ননা পড়ুন এবং ফিচার ও স্পেসিফিকেশন দেখুন, তারপর কেনার সিদ্ধান্ত নিন।
Refrigerator 138 Ltr Singer Red
- দাম: ২০, ৪৯০
- ক্যাপাসিটি: ১৩৮ লিটার
- কালার: রেড
ব্র্যান্ড হিসেবে সিঙ্গারের জনপ্রিয়তা কতটুকু সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ, আমাদের দেশে এমন কোনও ইলেকট্রোনিক্স প্রোডাক্ট লাভার নেই যারা সিঙ্গার নামটি জানেন না। সুতরাং, বুঝতেই পারছেন এমন ব্র্যান্ডের রেফ্রিজারেটর স্বাভাবিকভাবেই ভাল হবে। আর সেটি যদি পাওয়া যায় মাত্র ২০ হাজার টাকায়, তবে তো কোনও কথাই নেই।
সিঙ্গার ইলেকট্রোনিক্স বাংলাদেশের ওয়েবসাইটে ফ্রিজটির দাম দেয়া আছে ২০, ৪৯০ টাকা। আবার, সেই সাথে ১ হাজার টাকা ডিসকাউন্টের কথাও উল্লেখ রয়েছে। ফলে, ডিসকাউন্টে দাম পড়বে ১৯ হাজার ৪শ ৯০ টাকা। সেই সাথে রয়েছে কিস্তি সুবিধাও।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- লংগার ফ্রেশ টেকনোলোজি
- ফ্রস্ট রেফ্রিজারেটিং সিস্টেম
- অ্যান্টি-ব্যাকটেরিয়াল গাসকেট ডোর
- অ্যানভায়রনমেন্ট ফ্রেন্ডলী গ্যাস
Walton WFA-2A3-GDEL-XX
- দাম: ২৩, ৩০০
- ক্যাপাসিটি: ২১৩ লিটার
- কালার: নীল ও গোলাপী
ফ্রিজের জন্যে যাদের বাজেট ২০ হাজার থেকে ২৫ হাজার, তারা অনায়াসেই Walton WFA-2A3-GDEL-XX ফ্রিজটি কিনতে পারেন। কারণ, এত অল্প বাজেটে এমন ভাল মানের ফ্রিজ পাওয়াটা খুব একটা সহজ নয়। ছোট পরিবারের জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই রয়েছে ওয়ালটনের এই রেফ্রিজারেটরটিতে।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- ডিরেক্ট ও ফাস্টার কুলিং সিস্টেম
- ব্যাকটেরিয়া ফ্রি ও ফ্রেশনেসের নিশ্চয়তা
- লং টাইম ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা
- ম্যাজিকেল ন্যানো সিলভার টেকনোলোজিতে তৈরি বডি
Conion Refrigerator BE-170 GD (Blue)
- দাম: ২৩, ৫০০
- ক্যাপাসিটি: ১৭০ লিটার
- কালার: নীল
Conion খুব বড় বা ভীষণ নামকরা ব্র্যান্ড না হলেও কম দামে এদের অনেক ভাল মানের ফ্রিজ রয়েছে। আর সেই তালিকার অন্যতম একটি ফ্রিজ Conion Refrigerator BE-170 GD যা বেস্ট ইলেকট্রোনিক্সের শো-রুমগুলোতে পাওয়া যায়।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- বড় ফ্রিজিং চেম্বার
- ডায়নামিক কুলিং সিস্টেম
- শতভাগ কুপার কনডেনসর
- নয়েজ ফ্রি
- অ্যানার্জি সেভিং
- হাই ও লো ভোল্টেজে সেইম ইলেকট্রিক পারফন্সেস
Butterfly Eco+ VCM Refrigerator Blue 195L
- দাম: ২৪, ৭৫০
- ক্যাপাসিটি: ১৯৫ লিটার
- কালার: নীল
বাটারফ্লাই কোম্পানীর ভাল মানের অনেক ফ্রিজই রয়েছে। তবে, সেগুলোর বেশিরভাগেরই দাম বেশি যা অল্প আয়ের মানুষের হাতের নাগালে নেই। যদি কম দামে ভাল ব্র্যান্ডের ফ্রিজ কিনতে হয়, তবে আমি মনে করি বাটারফ্লাইয়ের এই ফ্রিজটি আপনি কিনতে পারেন।
ফ্রস্ট ফ্রি এই ফ্রিজটি টোটাল নেট ক্যাপাসিটি ১৯৫ লিটার যেখানে নরমাল নেট ক্যাপাসিটি ১৭২ লিটার আর ডিপ ফ্রিজিং নেট ক্যাপাসিটি ৭৩ লিটার। রয়েছে আইস ট্রে ও এগ ট্রেসহ আরো নানা প্রয়োজনীয় ইকুইপমেন্ট।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- বিদ্যুৎ সাশ্রয়ী
- অটো কুলিং কন্ট্রোলিং সিস্টেম
- ফোর ক্লাইমেট টাইপ অ্যাডজাস্টিং
- ডি-ফ্রস্ট ওয়াটার আউটলেট
VISION Refrigerator RE-222 L Blue side Flower-TM
- দাম: ২৫, ৬০০
- ক্যাপাসিটি: ২২২ লিটার
- কালার: নীল
Vision ব্র্যান্ডের এই ফ্রিজটি অনেকেরই ভীষণ পছন্দ। কারণ, এটি Vision এর একমাত্র ফ্রিজ যা ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফ্রিজটি দেখতে ছোট মনে হলেও এটি আসলে ছোট নয় এবং এর ভেতরে রয়েছে প্রচুর স্পেস যা আপনার অনেক খাদ্য সংরক্ষণ করার ক্ষমতা রাখে।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- ফ্রি ফ্রিজার বক্স
- লো নয়েজ কম্প্রেসর
- ইন্টেরিয়র এলইডি লাইট
- হাইট ইফিসিয়েন্ট কুলিং সিস্টেম
- বিদ্যুৎ সাশ্রয়ী
Refrigerator 198 Ltr Singer Black
- দাম: ২৬, ৫০০
- ক্যাপাসিটি: ১৯৮
- কালার: ৪ কালার
দীর্ঘ সময়ের খাদ্যের সতেজতার নিশ্চয়তা নিয়ে সিঙ্গারের নতুন ফ্রস্ট ফ্রিজ Refrigerator 198 Ltr Singer Black। লাল, নীল, বেগুনী ও কালো কালারে পাওয়া যাচ্ছে ফ্রিজটি। সুতরাং, আপনার ঘরের আসবাবের কালারের সাথে ম্যাচিং করতে পারবেন অনায়াসে।
Refrigerator 198 Ltr Singer Black ফ্রিজে রয়েছে আইস ট্রে, বড় মাপের সালাদ ক্রিসপার, অ্যান্টি-ব্যাকটেরিয়াল গাসকেট ডোরসহ আরো নানা ইকুইপমেন্ট। ফ্রিজটির রেগুলার প্রাইস কিন্তু ২৮, ৮০০ টাকা যা আপনি ডিসকাউন্ট প্রাইসে প্রায় ২৬ হাজার ৫শ টাকায় কিনতে পারছেন।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- লংগার ফ্রেস টেকনোলোজি
- সর্বোচ্চ ৫০ ভাগ পর্যন্ত অ্যানার্জি সেভিং
- ১১৮ লিটার ফ্রেশ স্টোরেজ সুবিধা এবং
- ৮০ লিটার নেট স্টোরেজ সুবিধা
Conion Refrigerator BE-149KGS (Golden) K-Series
- দাম: ২৭, ০০০
- ক্যাপাসিটি: ২৩৯ লিটার
- কালার: গোল্ডেন
আপনার পরিবারটি যদি ছোট হয়, তবে এই ফ্রিজটি আপনার জন্যে দারুণ হবে। ২৩৯ লিটার ক্যাপাসিটির এই ফ্রিজটির ফিফটি পার্সেন্ট নরমাল এবং ফিফটি পার্সেন্ট ডিপ ডিজাইন। কোন রকম স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই ব্যবহার উপযোগী এই ফ্রিজটি এমন সব ইকুইপমেন্ট ও ফিচার সমন্বয়ে তৈরি করা হয়েছে যে এটি আপনাকে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা দেয়।
Conion ব্র্যান্ডের এই ফ্রিজটি প্রায় সকল ইলেকট্রোনিক্স শপেই পাওয়া যায়। তবে, এটি সবচেয়ে বেশি অ্যাভেইলেবল বেস্ট ইলেকট্রোনিক্স ইন বাংলাদেশের সকল শো রুমে।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- ম্যাগনেটিক রিভারসিবল দরজা
- লো নয়েজ কমফোর্টেবল ডিজাইন
- টেম্পারেচার কন্ট্রোলিং সুবিধা
- সুপার হিউজ ফ্রিজার চেম্বার
- ডিরেক্ট কুলিং সিস্টেম
- অ্যানার্জি সেভিং সিস্টেম
Walton WFE-3A2-ELNX-XX Refrigerator
- দাম: ২৯, ৭০০
- ক্যাপাসিটি: ৩১২ লিটার
- কালার: সিলভার
দামী ফ্রিজ কম দামে তৈরি ও বিক্রির জন্যে দেশীয় কোম্পানী ওয়ালটনের জুড়ি মেলা ভার। আপনি যদি কম দামে ভাল ফ্রিজ কিনতে চান, আবার ফ্রিজে রাখা খাবারের ফ্রেশনেস চান, তবে ওয়ালটনের এই ফ্রিজটি নেয়ার কথা ভাবতে পারেন। এটি দীর্ঘ সময় ধরে আপনার খাবারের ফ্রেশনেস বজায় রাখবে।
দ্রুত ঠান্ডা করার লেটেস্ট কুলিং সিস্টেম সমৃদ্ধ এই ফ্রিজটি ন্যানো সিলভার দিয়ে তৈরি যা দূর্গন্ধ হতে দেয় না, ব্যাকটেরিয়া দূর করে। চার প্রকারের আবহাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে এই ফ্রিজটি। সুতরাং, আদ্রতা বা শুস্কতাসহ যে কোনও ধরণের আবহাওয়াতেই এটি আপনাকে খাবারের সতেজতার নিশ্চয়তা দিচ্ছে।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন-
- ফাস্টার কুলিং স্পিড
- অ্যান্টি ফাংগাল ডোর গেসকেট
- বিল্ট-ইন স্টেবিলাইজার
- অটো টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম
আশা করি, আপনি যদি ফ্রিজ কেনার কথা ভেবে থাকেন এবং কম দামে ভাল ফ্রিজ খুঁজে থাকেন, তবে আপনার কাংখিত ফ্রিজটি এখানে পেয়ে গিয়েছেন। আসলে, বাজেটের মধ্যে ভাল ফ্রিজ কিনতে পারাটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ, এক্সাট্ বাজেট দিয়ে ফ্রিজ কেনা অনেক সময়ই হয়ে ওঠে না। প্রায়ই বাজেটের বাইরে দাম পড়ে যায়, আর বাজেটের কমে কিনতে গেলে কোয়ালিটি ফল করে। যাইহোক, আপনি কোন ফ্রিজটি কিনেছেন কিংবা কিনবেন বলে ঠিক করেছেন, তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
সাগর says
আমার একটা ফ্রিজ লাগবে ওয়ালটন।
জেসিকা জেসমিন says
ফ্রিজ কেনার আগ্রহের জন্যে আপনাকে ধন্যবাদ, সাগর। আপনার কাছাকাছি ওয়ালটনের যে কোনও শো-রুম থেকে কিনে নিন।