বর্তমানে মাইক্রোওয়েভ ওভেন আমাদের ব্যস্ত জীবনের অন্যতম অনুষঙ্গ। অনেকেই কম দামে মাইক্রোওয়েভ ওভেন খুঁজে থাকেন। তাদের জন্যই কতগুলো কোয়ালিটিফুল কিন্তু কম দামে মাইক্রোওয়েভ ওভেনের তথ্য দিয়েই এই আর্টিকেল সাজানো হয়েছে।
মাইক্রোওয়েভ ওভেন বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় রান্নার একটি মাধ্যম। মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কৃত হয় ১৯৪৬ সালে আমেরিকায়। এটি দিয়ে একের ভিতর অনেক সুবিধা পাওয়া যায়। একইসাথে বেকিং, গ্রিলিং, রোস্টিং, টোস্টিংসহ আরো অনেক কিছু করা যায়। এজন্য এর জনপ্রিয়তা অনেক।
যদিও, মাইক্রোওয়েব ওভেনের কিছু সুবিধা-অসুবিধা আছে, তবু আমাদের ব্যস্ততম শহুরে জীবনে রান্নার জন্য সহজতম উপায় এটি। ব্যাচেলররা তাদের খাবারের সমস্যা কমানোর জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে পারে।
এছাড়া, যারা একইসাথে রান্নার সময়টুকে বাঁচাতে চায় এবং কোয়ালিটিফুল রান্না চায়, তাদের জন্যও এটি চমৎকার চয়েজ। আর এই চয়েজে থাকছে ১০টি মাইক্রোওয়েব ওভেন।
কম দামে মাইক্রোওয়েভ ওভেন
সবদিক বিবেচনা করলে বর্তমান সময়ে মাইক্রোওয়েভ ওভেন পরিবারের রান্নার অন্যতম অপরিহার্য উপাদান। সুতরাং, এই আর্টিকেলে থাকবে কম দামে ১০ কোয়ালিটিফুল মাইক্রোওয়েভ ওভেন। এখান থেকে স্পেসিফিকেশন এবং প্রয়োজন অনুযায়ী আপনার পছন্দের মডেল চয়েজ করতে পারবেন।
Sharp Microwave Oven R- 20A0(s)v
- ধারণক্ষমতা: ২০ লিটার
- আনুমানিক মূল্য: ৭, ৯০০ টাকা
যাদের বাজেট কম কিন্তু ভালো সার্ভিস পাবেন এমন ওভেন খুঁজছেন তাদের জন্য এটি। এর ফিচারগুলো সিম্পল, তাই ব্যবহার করাও তুলনামূলক সহজ। ১১ কেজির এই ওভেনটিতে শুধু মাইক্রোওয়েভ ব্যবহার করা যায়। অটো মেন্যু আছে ৫টি এবং ডিসপ্লে কন্ট্রোলের পরিবর্তে জ্যাক কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে।
স্পেসিফিকেশন-
- কালার: সিলভার
- ভর: ১১ কেজি
- অটো মেন্যু: ৫টি
- সহজে পরিষ্কার করা
- পাওয়ার সাপ্লাই: 230V-240V / 50 Hz
ওয়ারেন্টি: ১ বছর
Vigo Microwave Oven VGO J-5
- ধারণক্ষমতা: ২০ লিটার
- আনুমানিক মূল্য: ৮, ১০০ টাকা
স্পেসিফিকেশন-
- কালার: কালো
- ডিজিটাল কন্ট্রোল
- সলো, ডিফ্রোস্ট অপশন
- চাইল্ড সেফটি লক
- ২ লেয়ারের গহবর এবং ৩ লেয়ারের গ্লাস ডোর
ওয়ারেন্টি: ১ বছর
Vision Micro Oven VSN, E5 Grill
- ধারণক্ষমতা: ২০ লিটার
- আনুমানিক মূল্য: ৯, ৩০০ টাকা
স্পেসিফিকেশন-
- কালার: সিলভার
- সলো, ডিফ্রোস্ট ও গ্রিল অপশন
- চাইল্ড সেফটি লক
- মিরর গ্লাস ডোর
- মাল্টি সিকুয়েন্স কুকিং
ওয়ারেন্টি: ১ বছর
Samsung Microwave Oven ME73MD XST
- ধারণক্ষমতা: ২০ লিটার
- আনুমানিক মূল্য: ১০, ২০০ টাকা
এতে আছে সিরামিক এনামেল ইন্টেরিয়র এবং তিন লেয়ারের প্রটেকশন সিস্টেম। দ্রুত ডিফ্রোস্ট হয় এবং স্ক্র্যাচ প্রতিরোধী এই ওভেনটি। LED ডিসপ্লের সাথে আছে Push Button Type ওপেনিং সিস্টেম।
অর্থাৎ, সব মিলিয়ে এই বাজেটের মধ্যে বেস্ট জিনিসটাই অফার করছে স্যামসাং।
স্পেসিফিকেশন-
- কালার: সিলভার
- TDS Technology এভেইলেবল
- টাইপ: সলো
- ডাইমেনশন: 489*325*275 mm(H*W*D)
- ডিসপ্লে: LED With Push Button
ওয়ারেন্টি: ১ বছর
Panasonic Microwave Oven NN-SM32HM
- ধারণক্ষমতা: ২৫ লিটার
- আনুমানিক মূল্য: ১১, ২০০ টাকা
এটিও প্যানাসোনিকের অনান্য মডেলের মতো যথেষ্ট ক্যাচি ও স্টাইলিশ ডিজাইনের একটি ওভেন। এটাতে বাটনের পরিবর্তে জ্যাক রোলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে এটাকে দেখতেও আকর্ষণীয় লাগে। লিনিয়ার ডিজাইনে করা এই ওভেনের ভিতরেও LED লাইট ব্যবহার করা হয়েছে।
স্পেসিফিকেশন-
- কালার: সিলভার
- ভর: ১৩ কেজি
- মাইক্রো পাওয়ার এবং ডিফ্রোস্ট ফিচারযুক্ত
- ডাইমেনশন: 31.5*34.9*22.7 cm (H*W*D)
ওয়ারেন্টি: ১ বছর
Samsung Grill MWO with quick defrost | MG23K3515AK/D2
- ধারণক্ষমতা: ২৩ লিটার
- আনুমানিক মূল্য: ১২, ৯০০ টাকা
স্যামসাং সবসময়ই বাজেট অনুযায়ী বেস্ট প্রোডাক্ট দেয়। এইটাও তার ব্যতিক্রম নয়।
স্পেসিফিকেশন-
- কালার: কালো
- ডিসপ্লে: LED
- ডিফ্রোস্ট: ইজি এবং দ্রুত
- চাইল্ড সেফটি লক: আছে
- ভর: ১৩ কেজি
- প্রোডাক্ট: গ্রিল
- ডাইমেনশন: 330*211*324 mm ( W*H*D)
ওয়ারেন্টি: ১ বছর
LG Microwave Oven MH 6384BAR
- ধারণক্ষমতা: ২৩ লিটার
- আনুমানিক মূল্য: ১৪, ২০০ টাকা
স্পেসিফিকেশন-
- কালার: মিরর
- কোয়ার্টজ গ্রিল বডি
- ইকো অন ডিসপ্লে বাটন
- ডাইমেনশন: 485*280*430 mm( W*H*D)
- ইউনিফর্ম হিটিং সুবিধা
ওয়ারেন্টি: ১ বছর
WMWO- G25G3
- ধারণক্ষমতা: ২৫ লিটার
- আনুমানিক মূল্য: ১৪, ৫০০ টাকা
বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটনএর একটি জনপ্রিয় ওভেন মডেল এটি। এতে আছে মাল্টি ফাংশন মাইক্রোওয়েভ, গ্রিলের সুবিধা। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ডিজিটাল ডিসপ্লে। এতে রান্না কতটুকু হয়েছে, কতক্ষণ লাগবে এগুলো দেখায়।
এছাড়া এর ডিফ্রোস্ট অপশন, মিরর গ্লাস ডোর এবং ডিজিটাল ঘড়ির অপশনগুলো গ্রাহকদের কাছে এর গ্রহনযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এইগুলা ছাড়াও এর আরেকটি ফিচার হলো Safety Child Lock Option। বাসায় ছোট বাচ্চাদের নিরাপদ রাখতে ওয়ালটন এই ফিচার যুক্ত করেছে।
স্পেসিফিকেশন-
- কালার: সিলভার
- ভর: ১৩.৭৮ কেজি
- মাল্টি ফাংশনাল ওভেন ( মাইক্রোওয়েভ ও গ্রিল)
- রান্নার অগ্রগতি দেখানোর জন্য ডিজিটাল ডিসপ্লে
- ডিফ্রোস্ট অপশন এবং ডিজিটাল ঘড়ির ব্যবস্থা
- মিরর গ্লাসের দরজা ব্যবহার
- সেফটি চাইল্ড লক অপশন
- সহজে পরিষ্কারের জন্য non-sticky inner coating
ওয়ারেন্টি: মেইন পার্ট ( Magnetron) – ২ বছর, অনান্য পার্টস এবং সার্ভিস – ১ বছর
Panasonic Microwave Oven NN SF564WYTE
- ধারণক্ষমতা : ২৭ লিটার
- আনুমানিক মূল্য: ১৫, ০০০ টাকা
দেখতে স্টাইলিশ এবং ইলিগেন্ট প্যানাসোনিকের এই মডেলের ওভেনটি আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এটাতে দেয়া হয়েছে সলো ২৭ লিটার ওভেন, LED Oven Light। এছাড়া, এই মডেলটি সহজ কিস্তিতে নেবার সুবিধা রয়েছে।
স্পেসিফিকেশন-
- কালার: সাদা
- ওভেনের ভিতরটা প্রশস্ত ও সমতল
- পরিমিত বিদ্যুৎ ব্যবহার করে
- ডাইমেনশন: 529*326*422 mm (H*W*D)
ওয়ারেন্টি: ১ বছর
SRMO-SMW30GCB8 Singer Microwave Oven 30L
- ধারণক্ষমতা: ৩০ লিটার
- আনুমানিক মূল্য: ১৬, ০০০ টাকা
দেশের অন্যতম লিডিং ইলেক্ট্রনিকস কোম্পানি সিঙ্গার এর বাজেটের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই মডেলে। ৩০ লিটার বিশাল ক্যাপাসিটির সাথে আছে ৩ ধরনের রান্নার সিস্টেম-
- মাইক্রোওয়েভ
- গ্রিলিং
- বেকিং
পুরো গহ্বর স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। ডিজিটাল ডিসপ্লে, হ্যান্ডল দরজা, ১১ পাওয়ার লেভেলের এই ওভেনে পাওয়ার সেভ করার ও অপশন আছে!
স্পেসিফিকেশন-
- কালার: কালো
- ডিসপ্লে: ডিজিটাল
- কনট্রোল টাইপ: টাচ সেন্সর
- চাইল্ড লক অপশন
- পাওয়ার সেভিং অপশন
- স্টিম ক্লিয়ার অপশন দিয়ে সহজে পরিষ্কারযোগ্য
- স্পেশাল গ্রিল অপশন
- ডাইমেনশন: 30*54*45 cm (H*W*D)
ওয়ারেন্টি: ২ বছরের পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি
কিস্তি: ১২ মাসের জন্য মাসিক ১,৪৬০ টাকা কিস্তির মাধ্যমে কেনার ব্যবস্থা রয়েছে।
আশা করি, এখান থেকে আপনার কম দামে মাইক্রোওয়েভ ওভেন পছন্দ হবে। আপনি যদি কোনো মডেল পছন্দ করে থাকেন, তাহলে কমেন্ট করে জানান। অথবা, এদের কোনো মডেল যদি আপনার ব্যবহার করার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে এটিও শেয়ার করতে পারেন। এতে করে যারা নতুন কিনবে তাদের আরো ধারণা বাড়বে।
সতর্কতা: মাইক্রোওয়েব ওভেন ব্যবহারে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বণ করতে হবে। সুতরাং, জেনে নিন মাইক্রোওয়েভ ওভেনে যে-কাজগুলো করবেন আর যে-কাজগুলো করবেন না। এই সতর্কতাগুলো খেয়াল করে এই ইলেকট্রোনিক্স যন্ত্রটি ব্যবহার করলে কোনও রকম দূর্ঘটনার শিকার হবেন না।
Note: মাইক্রোওয়েভ ওভেনগুলোর দাম বর্তমান সময়ের বাজার মূল্য অনুযায়ী নেয়া। সময়ের সাথে সাথে উপরিউক্ত মূল্যের পরিবর্তন ঘটতে পারে।
Leave a Reply