এটা জেনে রাখার যদিও খুব বেশি প্রয়োজন নেই যে ছবির ফরমেট কত প্রকার আর সেগুলো কি কি, তবু জ্ঞান বৃদ্ধির জন্যে জেনে রাখা লাভজনক।
আমরা প্রতিনিয়তই ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে ছবি ব্যবহার করি। নিজের তোলাই হোক, আর কোথাও থেকে ডাউনলোড করাই হোক, সে ছবির একটা ফরমেট আছে। যেমন- JPG, JPEG, PNG, ইত্যাদি।
সাধারণত, ছবির নামের শেষে এক্সটেনশন হিসেবে এ-রকম ফরমেট দেয়া থাকে। আর আমাদের ব্যবহৃত ছবিগুলোর নানা রকম ফরমেট রয়েছে। সাধারণত ছবির ফরমেট ১০ প্রকার।
আসুন, দেখে নেই সেগুলো কি কি-
- JPG বা JPEG আর এর পুরো মানে হচ্ছে Joint Photographic Experts Group। এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত ছবির ফরমেট যা আমরা সচরাচর সব সময়ই দেখে থাকি।
- PNG যা পুরো মানে হচ্ছে Portable Network Graphics। সাধারণত ট্রান্সপারেন্সির জন্যে এই ফরমেটটি বেশি ব্যবহৃত হয় এবং এটি মূলত ওয়েবে ব্যবহার করা হয়ে থাকে। জেনে নিন PNG ফাইল ফরমেট কেন ডেভেলপ করা হয়েছে।
- GIF পুরো মানে হচ্ছে Graphics Interchange Format। এটা অনেকটা মোশন গ্রাফিক্সের মতো।
- TIFF একটি লার্জ রেস্টার ফাইল যার পুরো মানে Tagged Image File।
- PSD হচ্ছে অ্যাডোবি ফটোশপে করা ছবির ফরমেট যার পুরো মানে Photoshop Document।
- PDF এর পুরো মানে Portable Document Format যা অ্যাডোবিরই তৈরি আরেকটি ফাইল ফরমেট।
- EPS একটি ভেক্টর ফরমেটের ফাইল এক্সটেনশন যার পুরো মানে Encapsulated Postscript।
- AI হলো সব ধরণের গ্রাফিক্স প্রজেক্টের জন্যে ব্যবহৃত ফাইল ফরমেট যার পুরো মানে Adobe Illustrator Document।
- INDD এর পুরো মানে Adobe Indesign Document যা মূলত নিউজপেপার, ই-বুক ও অনলাইন ম্যাগাজিনে ব্যবহৃত হয়ে থাকে।
- RAW বা Raw Image Formats হচ্ছে প্রথম ছবি নেয়ার ফরমেট। অর্থাৎ, কোন রকম এডিটের আগের ফরমেট।
ছবির ফরমেটের প্রকারভেদ সম্পর্কে জানলেন এবং প্রত্যেকটা ফরমেট সম্পর্কে একটু একটু ধারণাও পেলেন। আশা করি, ছবির ফরমেট সম্পর্কে এই জানাটা আপনার একটু হলেও কাজে লাগবে।
Md Shamim Hosen says
যদিও প্রায় সবগুলো ফরমেটের সঙ্গেই পূর্ব পরিচয় রয়েছে, তবু ছবির ফরমেট সম্পর্কে বিস্তারিত জেনে ভাল লাগলো।