গান শুনে আয় করার কথা চিন্তা করেছেন কখনো? হয়তো করেননি, না করাই স্বাভাবিক। কারণ, আপনি এমনিতেই গান শুনে থাকেন। আর সেই গান শোনার জন্যে আপনাকে টাকা দেবে কে! গান শোনা থেকে আয় করার কথা শুনে আপনি এমনই ভাববেন, এটাই স্বাভাবিক।
কিন্তু সত্যিই এমন কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে যারা আপনাকে গান শুনার জন্যেই টাকা দেবে। শুধু তাই নয়, মিউজিক রিভিউ করে আয় করা যায় যা নিয়ে আমরা এর আগে একটি পোস্ট দিয়েছিলাম। আজকের পোস্টটি মিউজিক শুনে আয় করার উপর যেখানে আপনাকে কোনও রিভিউ লিখতে হবে না, শুধু মিউজিক শুনতে হবে।
তবে, মিউজিক শুনার পাশাপাশি আয় বাড়ানোর জন্যে আরো কিছু ছোট ছোট কাজ করতে হবে। আসুন, অ্যাপগুলো সম্পর্কে জানি, সেই সাথে কাজগুলো সম্পর্কেও বিস্তারিত জানি-
গান শুনে আয় করার অ্যাপ
Current Music Screen – Earn Cash & Money Rewards
গান শুনার জন্যে Current Music Screen আপনাকে রিওয়ার্ড দেবে। কিছু ক্ষেত্রে রিয়েল মানি অর্থাৎ ডলার, কিছু ক্ষেত্রে গিফট্ কার্ড। তবে, এই গিফট্ কার্ডকে আবার ডলারে রূপান্তর করতে পারবেন। কিংবা সেগুলো দিয়ে নির্ধারিত অনলাইন স্টোর থেকে কেনা-কাটাও করতে পারবেন।
Current Music Screen অ্যাপটিতে প্রায় ১ লক্ষ রেডিও স্টেশন ইন্টিগ্রেট করা আছে। আপনাকে সেগুলো থেকে গান শুনতে হবে যা দ্বারা আপনার আয় হবে। এছাড়াও এই অ্যাপটি থেকে আয় করার জন্যে আরো কিছু কাজ আছে-
গান শুনার পাশাপাশি অন্যান্য কাজ-
- সার্ভের মাধ্যমে গান সম্পর্কে ওপিনিয়ন প্রকাশ করে আয়।
- ফ্রি অ্যাপস্ ও গেমস্ ডাউনলোড করে আয়।
- শর্ট ভিডিও ভিউ করে আয়।
- বন্ধুদের এই অ্যাপ ইউজের জন্যে ইনভাইট করে আয়।
যে-সব গিফট্ কার্ড অর্জণ ও ব্যবহার করা যাবে-
- পে-পাল গিফট্ কার্ড
- আমাজন গিফট্ কার্ড
- ওয়ালমার্ট গিফট্ কার্ড
- উবার গিফট্ কার্ড
- অ্যাডিডাস গিফট্ কার্ড
- গুগল প্লে গিফট্ কার্ড
- টার্গেট গিফট্ কার্ড
আয়ের পরিমাণ: বছরে প্রায় ৬০০ ডলার
সতর্কতা: একাধিক আইডি ক্রিয়েট করলে কিংবা ভিপিএন ইউজ করলে অ্যাকাউন্ট ব্যানড্ হয়ে যাবে।
Renaissance: Listen & Earn
গান শুনা থেকে আয় করার আরো একটি ভাল অ্যাপ এটি। এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্ব বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কানেক্টেড হতে পারবেন।
আয়ের যত মাধ্যম-
- অ্যাপে গান শুনে আয়।
- ইউটিউব স্ট্রিমিং করে আয়।
- বিশ্বজুড়ে সকল স্ট্রিমিং পার্টিতে জয়েন করে আয়।
- লিডার বোর্ডে প্রিয় শিল্পীকে সাপোর্ট করে আয়।
- মিউজিক প্রোপাইল তৈরি করে আয়।
Indian Music Player – Earn Money, Rewards & Cash
ভাববেন না যে অ্যাপটি শুধু ইন্ডিয়ার ইউজারদের জন্যে, বরং পৃথিবীর যে কোন প্রান্তের যে কেউ এই মানি মেকিং অ্যাপটি ব্যবহার করতে পারবে। এই অ্যাপটি মূলত একটি মিউজিক প্লেয়ার, যেখানে রয়েছে অডিও ও ভিডিও। আর এই সব অডিও মিউজিক শুনে কিংবা মিউজিক ভিডিও দেখে আপনি আয় করতে পারবেন।
Indian Music Player থেকে আয় করতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার পছন্দের গান শোনা। আর তার বিপরীতে আপনার অ্যাকাউন্টে জমা হওয়া কয়েনগুলোর রিডিম দেয়া। অর্থাৎ, কয়েনকে ইন্ডিয়ান রূপিতে রুপান্তর করা।
গান শোনার পাশাপাশি, বন্ধুদের সঙ্গে Indian Music Player অ্যাপটি শেয়ার করেও আপনি একস্ট্রা মানি আর্ন করতে পারবেন। এতে, আপনার বন্ধুরাও এই অ্যাপ থেকে আয় করতে পারবে। আরো বিস্তারিত জানার জন্যে অ্যাপটির অফিসিয়াল পেজ ভিজিট করুন আর নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে প্লে স্টোরে যান এবং অ্যাপটি ইনস্টল করে নিন।
গান শুনে আয় করার এই অ্যাপগুলো থেকে টাকা উত্তোলন করার জন্যে আপনার অবশ্যই একটি পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। সুতরাং, জেনে নিন কিভাবে একটি পেপাল অ্যাকাউন্ট খুলবেন। আর দেশের বাইরে যাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন আছে এবং তাদের মাঝে যাদের পেপাল অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্ট ব্যবহার করাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
Leave a Reply