আপনি কি মজিলা ফায়ারফক্স ইউজ করছেন আর খুঁজছেন ফায়ার ফক্সে অ্যাড-অন চালু ও বন্ধ করার নিয়ম? এক্সটেনশন, থিমস্ আর প্লাগিনস্সহ সব ধরণের অ্যাড চালু ও বন্ধ করার প্রক্রিয়াটি নিয়েই আজকে আমাদের আয়োজন।
যারা ফায়ারফক্স ব্যবহার করেন, তারা এর অ্যাড-অন খুব পছন্দ করেন। কারণ, অ্যাড-অন ব্রাউজিংকে ভীষণ রকমভাবে সহজ করে তোলে। যেমন, ফায়ারফক্সের ৮টি দরকারী অ্যাড-অন না থাকলে আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স খুব একটা ভাল হবে না।
তবু, কোন না কোন সময় ফায়ারফক্সের এই অ্যাড অন বন্ধ কিংবা চালু করার দরকার পড়তেই পারে। কাজেই, জেনে নিন কিভাবে করবেন।
ফায়ার ফক্সে অ্যাড-অন চালু ও বন্ধ করার উপায়
১. ফায়ারফক্স ওপেন করুন
২. ডান পাশের উপরে থাকা মেন্যুবারে ক্লিক করুন
৩. মেন্যুবার ড্রপ ডাউনে মেন্যু ওপেন করবে। সেখান থেকে Add-ons এ ক্লিক করুন।
৪. Add-ons এ ক্লিক করলে আপনার ব্রাউজারে থাকা সব অ্যাড-অন দেখাবে। আর প্রতিটি অ্যাড-অনের সামনেই দেখবেন একটা নীল বাটন রয়েছে। এই বাটনটিতে ক্লিক করলে সেটি অন হবে কিংবা অফ হবে। অর্থাৎ, যে কোনও অ্যাড-অন চালু কিংবা বন্ধ করার উপায় হচ্ছে এই বাটনটিতে ক্লিক করা। যদি সেটি অন থাকে, তবে ক্লিক করলে অফ হয়ে যাবে এবং আপনাকে দেখাবে যে এটি Disable। আর যদি অ্যাড-অনটি অফ থাকে, তবে ক্লিক করলেই অন হবে এবং আপনাকে দেখাবে যে অ্যাড-অনটি Enable।
মজিলা ফায়ার ফক্সে অ্যাড-অন চালু ও বন্ধ করার উপায় জানলেন। আশা করি, যে কোনও এক্সটেশন বা অ্যাড-অন চালু কিংবা বন্ধ করতে এখন থেকে আর কোনও সমস্যাই হবে না। তবু, যদি আপনার ফায়ারফক্সের অ্যাড-অনস্ সম্পর্কে কোন প্রশ্ন থাকে, তবে আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট বক্সের মাধ্যমে।
Leave a Reply