আপনি কি জানেন মিউজিক রিভিউ করে আয় করা যায়? এর আগে আপনি হয়তো এটা শুনেনইনি। অথবা হতে পারে যে শুনেছেন, তবে বিশ্বাস করেননি। কিংবা বিশ্বাসও করেছেন, তবে কোথা থেকে আয় করবেন সেটা সম্পর্কে ভালভাবে জানতে পারেননি।
এটা শুনে আশ্চর্য লাগতে পারে, কিন্তু এটা মিথ্যা বা অসম্ভব নয়। অনলাইনে মিউজিক বা গান শুনে আয় করার কথা কেউ কেউ আগে থেকেই জানেন।
এর আগে আমরা গান কিংবা মিউজিক বিক্রি করার ওয়েবসাইট সম্পর্কে লিখেছিলাম। আজ আপনাকে এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেগুলোতে মিউজিক রিভিউ লিখে আয় করা যায়।
গান শুনা তো আমাদের অনেকটা নিয়মিত অভ্যাস। এমন অনেকেই আছেন যারা গান শুনতে এতটাই ভালবাসেন যে না শুনে একটা দিনও থাকতে পারেন না। আবার, এমন অনেককেই খুঁজে পাওয়া যাবে যারা সারাদিন ইউটিউবেই পড়ে থাকে। শুনতে থাকে পুরনো বা নতুন গান, দেখতে থাকে বিভিন্ন মিউজিক ভিডিও।
এখন ভাবুন, যদি এই গান শুনার পাশাপাশি গানের রিভিউ করে আয় করা যায়, তবে গান শুনাটা আরো কত আনন্দময় হয়! কাজেই, গান শুনাটাকে আরো অর্থময় করে তুলতে আসুন গান শুনে রিভিউ লিখে এখান থেকে আয় করা শুরু করি।
মিউজিক রিভিউ করে আয় করার জন্যে যা করতে হবে
- নির্দিষ্ট ওয়েবসাইটতে যেতে হবে। (নিচে ওয়েবসাইটগুলোর লিংক দেয়া হয়েছে।)
- অ্যাকাউন্ট খুলতে হবে (অ্যাকাউন্ট খোলা ফ্রি)
- অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলেই কাজ শুরু করা যাবে।
- কাজ মানে গান শুনতে হবে এবং সেই গান সম্পর্কে একটা রিভিউ লিখতে হবে।
- প্রতিটি রিভিউ’র বিপরীতে অ্যাকাউন্টে ডলার (বেশিরভাগ ক্ষেত্রে সেন্টস্) জমা হবে।
- কিছু ওয়েবসাইটে পয়েন্ট জমা হবে।
- যথেষ্ট্য পরিমাণ পয়েন্ট হলে সেগুলোকে রিডিম (redeem) দিতে হবে যা ডলারে রূপান্তরিত হবে।
- মিউজিক শুনে আয় করার ওয়েবসাইট
Musicxray
- রিভিউ প্রতি: ০.৫ ডলার
- মিনিমাম উইথড্র: ২০ ডলার
- পেমেন্ট মেথড্: পে-পাল
এই সাইটটি গান শুনার জন্যে প্রকৃতই পে করে থাকে। এখানে আপনি সেন্টার গ্রুপগুলোতে যোগ দিতে পারেন এবং যে কোনও শিল্পীর, বিশেষ করে নতুন শিল্পীর গান শুনে রিভিউ করতে পারেন।
আপনার রিভিউ নতুন শিল্পীকে যেমন উৎসাহিত করবে, তেমনই ইন্টারনেটে তার অবস্থান তৈরি করতে সহায়তা করবে।
এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পর আপনার পছন্দের যে কোনও ৫টি গান আপলোড করতে হবে। আপনার আপলোড করা গান শুনে ওয়েবসাইট কতৃপক্ষ আপনার টেস্ট বুঝে নেবে এবং আপনার টেস্ট অনুযায়ী আপনাকে গান সাজেস্ট করবে। আর আপনি আপনার পছন্দ মতো গানের রিভিউ করার সুযোগ পাবেন।
যখনই ওয়েবসাইট কতৃপক্ষ আপনার জন্যে কোনও গান চয়েস করে রাখবে রিভিউ করার জন্যে, তখনই আপনি সেটি ইমেল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।
তবে, মেইল পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে সুযোগটি গ্রহণ করতে হবে। না হয় অফারটি বাতিল হয়ে যাবে।
HitPredictor
- ১৫টি মিউজিক রিভিউ: ৫ ডলার
- মিনিমাম উইথড্র: ২৫ ডলার
- পেমেন্ট মেথড্: পে-পাল, মাস্টারকার্ড
পাবলিকলি রিলিজ করার আগেই রিভিউর জন্যে এই ওয়েবসাইটে গান আপলোড করা হয়।
আপনার কাজ সেই গান শুনে প্রিডিক্ট করা যে গানটি হিট হবে কি হবে না। এটা অবশ্য এক কথায় বললে হবে না। আপনাকে গানটির জন্যে রেটিং দিতে হবে, রিভিউ লিখতে হবে এবং গানটির শিল্পী ও কলাকূশলীদেরকে আপনার ফিডব্যাক জানাতে হবে।
আপনার রেটিং, রিভিউ এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে আপনাকে প্রাইজ পয়েন্ট দেয়া হবে। এমনকি, আমাজন গিফট্ ভাউচারও দেয়া হবে। আর সেই পয়েন্ট কিংবা ভাউচারকে আপনি ডলারে রূপান্তর করে উইথড্র দিতে পারবেন।
Research FM
- প্রতিটি মিউজিক রিভিউ: ০.০৪ ডলার
- মিনিমাম উইথড্র: ২৫ ডলার
- পেমেন্ট মেথড্: পে-পাল
নতুন নতুন গান শুনে সেগুলোর রিভিউ করে আয় করার এই ওয়েবসাইটটি আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন।
অন্যন্য সাইটের সঙ্গে এই সাইটের পার্থক্য হচ্ছে এখানে আপনার রিভিউ লিখে কতৃপক্ষকে মেইল করতে হবে। এটা অনেকট ইমেল সার্ভের মতো।
SliceThePie
- প্রতিটি মিউজিক রিভিউ: ০.০২ ডলার
- মিনিমাম উইথড্র: ১০ ডলার
- পেমেন্ট মেথড্: পে-পাল
মিউজিক শুনে রিভিউ করে আয় করার জন্যে SliceThePie একটি অনন্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাকে মিউজিক রেটিং করতে হবে এবং সেই মিউজিক বা গানের একটি শর্ট রিভিউ লিখতে হবে।
উল্লেখিত ওয়েবসাইটগুলো থেকে মিউজিক রিভিউ করে আয় করতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে যা নিম্নে নোট আকারে দেয়া হলো-
নোট-১: এই কাজটাকে পার্ট টাইম হিসেবে বিবেচনা করতে হবে। ফুলটাইম হিসেবে এই ওয়েবসাইটগুলোতে কাজ করে আপনি পোষাতে পারবেন না। কারণ, এগুলোর ইনকাম খুবই কম। এগুলো মূলত ছাত্র-ছাত্রীদের জন্যে, যারা পড়াশুনার পাশাপাশি এখানে কাজ করে হাত খরচ তুলতে পারবেন।
নোট-২: সব ওয়েবসাইটের পেমেন্ট মেথডেই পে-পাল রয়েছে। স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে, আপনার পে-পাল অ্যাকাউন্ট নেই। তাহলে, টাকা তুলবেন কিভাবে? আপনার আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ না কেউ বিদেশে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন কার পে-পাল অ্যাকাউন্ট আছে। যার অ্যাকাউন্ট পাবেন, সেটি ব্যবহার করে উইথড্র দিয়ে নিন।
Leave a Reply