আমাদের দেশের প্রায় ৯৯ ভাগ স্মার্টফোনই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। আর আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, তারা সকলেই কম বেশি গুগল প্লে স্টোর এর সাথে পরিচিত। কারণ, অ্যান্ড্রয়েড ফোনের সকল অ্যাপ্লিকেশনই গুগল প্লে থেকে নেয়া।
গুগল প্লে কি সেটা খুব একটা জানা না থাকলেও এটি ব্যবহার করতে কারো কোনও অসুবিধা নেই। তবে, যদি গুগল প্লে’র পরিচয়টা একটু ভাল হয়, অর্থাৎ এটি কি সে সম্পর্কে বিস্তারিত জানা থাকে, তবে মন্দ হয় না। সুতরাং আসুন, অ্যান্ড্রয়েড ফোনের এই অপরিহার্য্য ডিজিটাল অংশটি সম্পর্কে জানা যাক।
গুগল প্লে স্টোর কি?
গুগল প্লে বা প্লে-স্টোর হচ্ছে গুগলের একটি ডিজিটাল স্টোর। এ স্টোরের পুরনো নাম ছিল অ্যান্ড্রয়েড মার্কেট যা বর্তমানে গুগল প্লে, গুগল প্লে স্টোর এবং আরো নানা নামে পরিচিত। এটি ডেভেলপ করেছে অ্যামেরিকার টেকনোলোজি কোম্পানী গুগল ইনকর্পোরেশন এবং অপারেটও করছে ওই একই কোম্পানী। এটি গুগলের ১৮টি ফ্রি সার্ভিস এর একটি।
প্লে-স্টোর বা গুগল প্লে মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত সকল ডিভাইসের অ্যাপ স্টোর হিসেবে কাজ করছে। অ্যান্ড্রয়েড সফট্ওয়্যার ডেভেলপমেন্ট কিট, সংক্ষেপে এসডিকে’র আন্ডারে ডেভেলপ করা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্রাউজ ও ডাউনলোড করার সুবিধা দিচ্ছে এই ডিজিটাল স্টোরটি।
শুধু অ্যাপই নয়, গুগল প্লে মিউজিক, মুভি, বই ও গেমস্ এর জন্যেও একটি দরকারি স্টোর। পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্বাদের হাজার রকমের মিউজিক পাওয়া যায় প্লে স্টোরে। তবে, এই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করতে হলে হয় আপনাকে একটা নির্দিষ্ট্য ফি দিয়ে সাবস্ক্রাইভ করতে হবে, নতুবা ওয়ান-টাইম পেমেন্ট দিয়ে কিনতে হবে।
একই সাথে, মুভি দেখতে চাইলেও আপনাকে সেটি কিনতে হবে। আবার বই পড়তে চাইলেও আপনাকে কিনে পড়তে হবে। তবে, গেমস্ খেলতে পারবেন আপনি বিনা সাবস্ক্রিপশনে, এমনকি কেনা ছাড়াই, যদিও কিছু গেমস্ রয়েছে যেগুলো প্রিমিয়াম।
অনেকেই অ্যাপস্ ও গেমস্ ডেভেলপ করে গুগল প্লে স্টোর থেকে আয় করছেন। কিছু অ্যাপস্ বা গেমস্ ফ্রি হলেও সেগুলোর অধিকাংশই ইন-অ্যাপ পারচেস অপশনের অন্তর্ভূক্ত। অর্থাৎ, ফ্রিতে ডাউনলোড করা আপনার অ্যাপ কিংবা গেমটির কিছু অপশন ডিজেবল করা থাকে যা ইন-অ্যাপ পারচেসের মাধ্যমে খুলে নিতে হয়। এভাবেই ডেভেলপারা ফ্রি গেমস্ ও অ্যাপস্ থেকে আয় করে থাকেন।
সব অ্যান্ড্রয়েড ফোনেই কি গুগল প্লে ইনস্টলড্ থাকে?
না, সব সকল অ্যান্ড্রয়েড ডিভাইসেই গুগল প্লে প্রি-ইনস্টল্ড থাকে না। শুধু মাত্র যে সকল স্মার্টফোন গুগল মোবাইল সার্ভিসেস বা জিএসএম এর আওতাভূক্ত, সেগুলোতেই গুগল প্লে দেয়া থাকে। বাজারে বিশাল পরিমাণের মোবাইল ফোন রয়েছে আর আপনিও কিনতে পারেন যে কোন ফোনই। তবে, আপনার ফোন কোম্পানীটি যদি জিএসএম এর অন্তর্ভুক্ত হয়, তবে আপনার ফোনে গুগল প্লে ইনস্টল করার প্রয়োজন হবে না। কেননা, ফোন কিনলেই এটি আপনি প্রি-ইনস্টল্ড পাবেন।
তবে, বেশিরভাগ স্মার্টফোন কোম্পানীই জিএসএম বা গুগল মোবাইল সার্ভিস ব্যবহার করে থাকেন। ফলে, তাদের মোবাইলে গুগলে প্লে’র অনেক অ্যাপই ইনস্টল করা থাকে। শুধু মাত্র দু’একটি কোম্পানীর ক্ষেত্রে ব্যতিক্রম। যেমন, হুয়াওয়ে।
কিভাবে আমার ফোনে গুগল প্লে ইনস্টল করবো?
যদি আপনার ফোনে প্রি-ইনস্টল করা না থাকে, তবে আপনি অনায়াসেই যে কোনও ব্রাউজার দিয়ে সার্চ করে গুগল প্লে ইনস্টল করে নিতে পারবেন।
আমি কি যে কোন সময় গুগল প্লে আন-ইনস্টল করতে পারবো?
সম্ভাবণা নেই বললেই চলে, যদি আপনার ফোনে আগে থেকেই গুগল প্লে ইনস্টল করা থাকে। কারণ, আপনার ডিভাইস আপনাকে গুগল প্লে আন-ইনস্টল করতে দেবে না, যেহেতু এটি ডিফল্ট। তবে, আপনি আপনার ডিভাইস রুট করে এই সুবিধাটি নিতে পারেন।
গুগল প্লে’তে কি কি কন্টেন্ট আছে?
যদিও এটি অ্যাপস্ ও গেমস্ এর জন্যেই বিখ্যাত, তবু গুগল প্ল’তে প্রায় সব ধরণের ডিজিটাল কন্টেন্টই আছে। যেমন, আগেই উল্লেখ করেছি যে গুগল প্লেতে রয়েছে প্রচুর বই, মিউজিক এবং মুভি। তবে, এই ফ্রি’র যুগে, যখন প্রায় সব বই ও মুভিই ফ্রিতে পাওয়া যায়, তখন আর কে যায় গুগল প্লে থেকে কিনতে! আমাদের মানুষ তো কখনোই কিনবে না, কেনার প্রয়োজনও নেই।
গুগল প্লে স্টোরের অল্টারনেটিভ কি?
হুম, গুগল প্লে’র কিছু অল্টারনেটিভ স্টোর রয়েছে। যেমন, হুয়াওয়ে কোম্পানীর অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ গ্যালারী, স্যামসাং মোবাইল কোম্পানীর ডিভাইসগুলোর জন্যে অ্যাপ স্টোর। এছাড়াও রয়েছে আমাজন কোম্পানীর অ্যাপ স্টোর যা যে প্রায় সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যেই প্রযোজ্য। এর বাইরেও, আরো কিছু অ্যাপ কোম্পানী রয়েছে যাদের অ্যাপস্ বা গেমস্ কারো স্টোরেই পাওয়া যায় না। কেবল তাদের কাছ থেকেই কিনতে হয়।
গুগল প্লে দিয়ে কিভাবে অ্যাপস্ ও গেমস্ আপডেট দেবো?
এটা খুবই সহজ, গুগল প্লে এর মাধ্যমে যে কোন অ্যাপস্ ও গেমস্ এরই আপডেট দেয়া অত্যন্ত সিম্পল। অধিকাংশ স্মার্টফোনের ক্ষেত্রেই ম্যানুয়াল্লি আপডেট দেয়ার প্রয়োজন হয় না। কারণ, স্মার্টফোনের ডিফল্ট সিস্টেম অটোমেটিক আপডেট নিয়ে নেয়। আপনার ফোনে যদি সেটি অটো করা না থাকে, তবে অ্যাপস্ এ গিয়ে একটা একটা করে সব আপডেট দিতে পারবেন।
গুগল প্লে স্টোর সম্পর্কে আজ এ পর্যন্তই। অন্য আরেকটি লেখায় আরো বিস্তারিত, বিশেষ করে গুগল প্লে এর কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো।
Leave a Reply