ফ্যাশন ডিজাইনিং কোর্স আপনাকে একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হতে সাহায্য করবে। আর যারা ফ্যাশন ডিজাইনে দক্ষ, তাদের ক্যারিয়ার যে কতটা উন্নত, সেটা নিশ্চয়ই ভেঙ্গে-চুরে বলার দরকার নেই।
যে ধরণের ব্যবসার চাহিদা কোনদিন শেষ হবে না, তার মাঝে একটি হচ্ছে জামা-কাপড়, গার্মেন্টস্ বা রেডি-টু-ওয়্যার ক্লথিং। মানুষ যতদিন বাঁচবে, ততদিনই তাকে জামা-কাপড় পরতে হবে। আর জামা-কাপড় তৈরির পেছনের কারিগরই হচ্ছেন ফ্যাশন ডিজাইনার।
ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার গড়ার ইচ্ছে আছে অনেকেরই। ফলে, অনেকেই ফ্যাশন ডিজাইনিং এর উপর ডিগ্রি নিচ্ছেন। আবার, এমন অনেকেই আছেন যাদের এ বিষয়ে কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই কিন্তু বহুদিন ধরে এই প্রপেশনে থাকার কারণে কাজ করতে করতে দক্ষ হয়ে গিয়েছেন।
যিনি ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করছেন, তার যেমন দক্ষ হওয়ার জন্যে কোর্স করা দরকার, তেমনই যিনি ডিগ্রি ছাড়াই ফ্যাশন ডিজাইনে দক্ষ, তারও দক্ষতা বৃদ্ধির জন্যে কোর্স করা প্রয়োজন।
আজ আমি আপনাদের ৫টি ফ্রি কোর্সের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেগুলোতে অংশ নিয়ে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন।
ফ্রি ফ্যাশন ডিজাইনিং কোর্স
Fashion Designing by Marc Jacobs
Marc Jacobs একজন অ্যাওয়ার্ড উইনার ফ্যাশন ডিজাইনার। নিজস্ব ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তিনি ফ্যাশন ডিজাইনিং এর উপর দারুণ একটি কোর্স চালু করেছেন। এই কোর্সটি আপনাকে ফ্যাশন ডিজাইনের বেসিক থেকে শুরু প্রয়োজনীয় সব অ্যাসপেক্টিই শেখাবে।
সঠিক কালার নির্বাচন, ডিজাইনের জন্যে স্কেচ তৈরি, ফ্রেবিক চয়েজ করা থেকে প্রোডাকশন পর্যন্ত প্রায় সবই শেখা যাবে এই কোর্সের মাধ্যমে। এই কোর্সে উপরোক্ত বিষয়গুলোর উপর মোট ১৮টি ভিডিও টিউটোরিয়াল রয়েছে যা আপনাকে মোটামুটি একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হতে সাহায্য করবে।
Fashion Design By The Museum of Modern Art
স্কেচিং থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত সবকিছুই রয়েছে এই কোর্সটিতে। যারা ফ্যাশন ডিজাইনে পড়ছেন কিংবা বর্তমানে এই সেক্টরের সাথে জড়িত আছেন, তাদের সবার জন্যে এটি একটি পারফেক্ট ফ্যাশন ডিজাইনিং কোর্স।
কোর্সটির শুরুতে রয়েছে গার্মেন্টস্ ডিজাইনিং এর কয়েক দশকের ইতিহাস ও সোসিও কালচারাল ইকোনোমির উপর এর প্রভাব সম্পর্কে সম্যক ধারণা সম্বলিত লেসন। টেক্সার ও ম্যাটেরিয়াল ইউটিলিটি থেকে শুরু করে প্রোডাকশ ও মার্কেটিং পর্যন্ত ফ্যাশন ডিজাইনিংয়ের লাইফ সাইকেল নিয়ে আলোচনা। মোট ২১ ঘন্টার এই কোর্সটি আপনার দক্ষতা নি:সন্দেহে আরো বহুগুণ বাড়িয়ে দেবে।
Fashion Design and Creation by HongKong Polytechnic
এই প্রেপেশনাল সার্টিফিকেট কোর্সটি আপনাকে শেখাবে কিভাবে বডি মেজারমেন্টের সাথে মিল রেখে অর্থাৎ ব্যক্তির বডির হাইট শেপ অনুযায়ী পারফেক্ট ডিজাইন করতে হয়। লেংথের ও উইডথ্ এর ভ্যারিয়েশন, প্যাটার্ন ও অন্যান্য স্পেসিফিকেশন অনুসারে বিভিন্ন স্টাইলের ফ্যাশন ডিজাইনিং শেখার জন্যে এটি একটি কার্য্যকর কোর্স।
ফান্ডামেন্টাল শেষ করার পরই আপনি আপনার নিজস্ব ডিজাইন তৈরির জন্যে প্রস্তুতি নিতে পারবেন। কোর্সটিতে পূরুষ ও মহিলা উভয়ের জন্যে ফ্যাশন ডিজাইনিং প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। কোর্স শেষে আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনের জন্যে যথেষ্ট নলেজ গেই ন করতে পারবেন। প্রতি সপ্তায় ৩ থেকে ৪ ঘন্টা করে মোট ৫ সপ্তায় কোর্সটি শেষ হবে।
আশা করি, এই ৩টি ফ্যাশন ডিজাইনিং কোর্স থেকে আপনি যে কোনটি বেছে নেবেন কিংবা প্রতিটিতেই অংশ নেবেন। আপনার ফ্যাশন ডিজানিং শেখার ইচ্ছেটাকে বাস্তবে প্রতিফলিত করবেন। সেই সাথে, নিজের দক্ষতা বৃদ্ধি করবেন এবং ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে ভাল ক্যারিয়ার গড়ে তুলবেন।
Sk hasanuru jaman says
Nice & helpful topic for new fashion designers & good description of every course. Thanks for finding and compiling the course.