পোর্টফোলিও বা বিজনেস, যে ধরণের সাইটই তৈরি করুন না কেন, আপানকে অবশ্যই গ্যালারির কথা ভাবতে হবে। সুন্দর গ্যালারি আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলবে। ফলে, আপনার অনলাইনে সফলতার সম্ভাবণা বেড়ে যাবে। তবে, গ্যালারির জন্যে আপনাকে টাকা খরচ করতে হবে না। কেননা, অসংখ্য ফ্রি ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগিন রয়েছে। আর সেখান থেকে সেরা ৫টি নিয়েই আজকের ওয়ার্ডপ্রেস পোস্ট।
ফটোগ্রাফারদের জন্য ফ্রি ফটোগ্রাফি থিম যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ফটো সাজানোর জন্যে গ্যালারি প্লাগিন। ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্যে গ্যালারির বিকল্প নেই। কিন্তু কোডিং এর উপর ভাল নলেজ না থাকলে, ওয়েবসাইটে গ্যালারি ডিজাইন করা সহজ ব্যাপার নয়। তবে, গ্যালারি প্লাগিন ব্যবহার করে কোন কোডিং ছাড়াই আপনি আপনার ওয়েবসাইটে গ্যালারি যুক্ত করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টোরিতে প্রচুর ফ্রি গ্যালারি প্লাগিন। আবার, এর বাইরে আরো অনেক প্রিমিয়াম প্লাগিনও আছে। শুরুর দিকে নিশ্চয়ই আপনার প্রিমিয়াম প্লাগিনের দিকে না যাওয়াই ভাল, যেহেতু আপনি সেগুলো ফ্রিতেই পাচ্ছেন। আমি এখানে ৫টি ফ্রি প্লাগিনের বর্ণনা ও লিংক তুলে এনেছি। আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর গ্যালারি তৈরির জন্যে এখান থেকে আপনি একটি পছন্দ করে নিতে পারেন।
ফ্রি ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগিন
ফটো গ্যালারি হোক আর ভিডিও গ্যালারি হোক, কিংবা হোক পিন্টারেস্ট টাইপ ইমেজ গ্যালারি, এখানকার যে কোনও প্লাগিন দিয়েই আপনি সেটা সৃষ্টি করতে পারবেন। এখানে আমি কোনও ব্যাক-ডেটেড কিংবা ওয়ার্ডপ্রেস ভার্সণের সঙ্গে ক্ল্যাশ করবে, এমন প্লাগিন যুক্ত করিনি। সবগুলোই মডার্ন, ফাংশনাল এবং আপডেটেড।
NextGEN Gallery
লাখ লাখ ওয়েবসাইটে লাইভ রয়েছে এই প্লাগিনটি। ভিজ্যুয়াল আর্টিস্টদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। একই সাথে ফটোগ্রাফারদের ওয়েবসাইটেও সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাগিন এটি। লাইটবক্স ইফেক্ট, বাটন ম্যানেজমেন্ট, অ্যালবাম লিকংসহ আরো নানা ফিচারের কারণে এটি ওয়ার্ডপ্রেস ইউজারদের কাছে খুবই জনপ্রিয় প্লাগিন।
NextGEN Gallery এর রয়েছে পাওয়ারফুল গ্যালারি সিস্টেম। এটি আপনাকে অ্যালবাম ও ফটো সুন্দরভাবে সেট-আপ করার অপশন দিচ্ছে। এখানে আপনি গ্যালারি গ্রুপ তৈরি করতে পারবেন। এমনকি, ২টি ভিন্ন ভিন্ন স্টাইলে সেগুলো সাজাতে পারবেন। আবার, চাইলে আপনি স্লাইড শো সৃষ্টি করতে পারবেন।
Responsive Photo Gallery
জনপ্রিয় গ্যালির প্লাগিনের মধ্যে এটিও অন্যতম। ফিচার-রিচ এই প্লাগিনটি আপনাকে এমন পাওয়ারফুল ফাংশনালিটি অফার করছে যা দিয়ে আপনি খুব সুন্দরভাবে রেসপন্সিভ গ্যালারি তৈরি করতে পারবেন। যেহেতু, এটি ইউজার ফ্রেন্ডলি, আপনি তাই সহজেই ইমেজ এবং ভিডিও আপলোড করতে পারবেন।
Responsive Photo Gallery আপনাকে আনলিমিটেড ফটো আপলোডের অপশন দিচ্ছে। সেই সাথে, মাল্টপল গ্যালারি ও অ্যালবাম তৈরির সুবিধাটিও পাচ্ছেন। আবার, প্রতিটি গ্যালারির জন্যেই আলাদা কাস্টোমাইজেশন অপশন রয়েছে। আর স্লাইড শো তৈরির সুযোগ তো রয়েছেই।
Photo Gallery by Envira
ক্রিয়েটিভ গ্যালারি তৈরির জন্যে Photo Gallery by Envira প্লাগিনটি খুবই জনপ্রিয়। এটিও রেসপন্সিভ। এই গ্যালারি প্লাগিনটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটির লোড টাইম কম এবং যে কোন ডিভাইসেই ফিট হয়ে যায়। সেই সাথে এটি উকমার্স সাপোর্ট করে যা আপনাকে আপনার আর্টওয়ার্ক বিক্রির সুবিধা দেয়।
FooGallery
রেসপন্সিভ গ্যালারি প্লাগিনের মধ্যে FooGallery’ও অনেক সমাদৃত। এই প্লাগিনটি ম্যাসনরি, গ্রিড, থাম্বনেইলসহ নানা ফরমেটে গ্যালারি তৈরির সুবিধা দিচ্ছে। ফটো আপলোড করা, এডিট করা, সেগুলো ভিজ্যুয়ালি আই-ক্যাচি করার জন্যে এই প্লাগিনটিতে অনেক ফিচার রয়েছে।
Gallery by Supsystic
স্টানিং গ্যালারি তৈরির জন্যে Gallery by Supsystic একটি অসাধারণ প্লাগিন। প্রচুর লে-আউট ও ফিচার সমৃদ্ধ এই প্লাগিনটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্যে দারুণ। ব্যতিক্রমী স্টাইলের গ্যালারি তৈরির জন্যে এই রেসপন্সিভ প্লাগিনটি অনেক ভাল।
নিশ্চয়ই আপনি আপনার ফটোগ্রাফি কিংবা পোর্টফলিও ওয়েবসাইটের জন্যে ইতিমধ্যেই এখানকার ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগিন থেকে একট পছন্দ করে নিয়েছেন। আশা করি, আপনি একটি অসাধারণ ওয়েবসাইট তৈরি করে তার মাঝে এই গ্যালারি প্লাগিন দিয়ে আপনার সকল আর্টওয়ার্ক সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবেন।
Leave a Reply