আজকে আপনাদের সাথে বাংলা ভাষার সেরা ১০টি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট শেয়ার করতে চলেছি। এসব ওয়েবসাইটে আপনি আপনার প্রশ্ন পোস্ট করতে পারবেন এবং কেউ যদি আপনার প্রশ্নের উত্তর জানে, তাহলে সে আপনার প্রশ্নের উত্তর দিবে।
আপনার মতো অন্যরাও এসব ওয়েবসাইটে প্রশ্ন পোস্ট করে। আপনি যদি পোস্ট করা প্রশ্নের উত্তর জানেন, তাহলে আপনি উত্তর দিয়ে অন্যকে সাহায্য করতে পারেন। এতে করে অন্যের উপকারের পাশাপাশি আপনি আপনার জ্ঞান বা মেধাকেও বৃদ্ধি করতে পারেন।
এই লিস্টে উল্লেখ্য করা কিছু কিছু ওয়েবসাইটে আপনি আপনার উত্তর দিতে পারবেন না, যেমনঃ স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট বা ইসলাম বিষয়ক ওয়েবসাইট। তবে, আপনি আপনার মন্তব্য প্রকাশ করতে পারবেন। এসব ওয়েবসাইটে আপনার উত্তর না গ্রহন করার অনেক কারন আপনারা হয়তো বুঝতেই পারছেন।
তাহলে, চলুন জেনে নিই বাংলা ভাষার সেরা ১০টি কোশ্চেন-আনসার বা প্রশ্ন-উত্তর ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত।
বাংলা ভাষার সেরা ১০ টি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট
১। Quora (jx)
সেরা প্রশ্ন-উত্তর ওয়েবসাইটগুলোর মধ্যে কোরা একটি। এ ওয়েবসাইটে প্রায় সব ধরনের প্রশ্ন করা যায়। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে এ ওয়েবসাইটি ভিজিট করেছেন। কেননা, কোরার SEO অনেক ভালো হওয়ায় গুগলে বাংলায় কোন প্রশ্ন সার্চ করলেই সার্চ রেজাল্টে কোরা ১ থেকে ৫ এর মধ্যে পাবেন।
প্লে-স্টোরে Quora এর অ্যাপ রয়েছে। অ্যাপের মাধ্যমে সেবাগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। আপনার প্রশ্ন করতে বা উত্তর দিতে আজই কোরাতে রেজিস্টার করুন।
২। Bissoy (বিস্ময়)
বিস্ময় বর্তমানে জনপ্রিয় একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট। বিস্ময়ে আপনি বিভিন্ন বিষয়ের উপর আপনার প্রশ্ন ও উত্তর দিতে পারবেন। তাছাড়া, এ ওয়েবসাইটের সেরা উত্তর দাতাকে চকলেট, কফি, আইসক্রিম ও বার্গার অথবা সম-মূল্যের অর্থ পুরুস্কার হেসেবে দেওয়া হয়।
প্রশ্ন-উত্তরের পাশাপাশি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার ও চাকরির সার্কুলার দেওয়া হয়। বিস্ময়কর সব প্রশ্ন করতে কিংবা আপনার প্রশ্নের উত্তর পেতে বিস্ময়ে রেজিস্টার করতে পারেন।
৩। Beshto (বেশতো)
Beshto এর নাম আপনারা অনেকই হয়তো শুনে থাকবেন। জনপ্রিয় প্রশ্ন-উত্তর ওয়েবসাইটগুলোর মধ্যে বেশতো একটি। ওয়েবসাইটের ডিজাইন অনেক সাদামাটা। খুব সহজে যে কেউ বেশতোর সব সেবা অ্যাক্সেস করতে পারবেন।
বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন আপনি বেশতো-তে সাবমিট করতে পারবেন। উত্তরদাতাকে উৎসাহিত করার জন্য সেরা উত্তর বাছাই করে আলাদাভাবে প্রকাশ করা হয়। Beshto-তে আপনি অসাধারণ সব প্রশ্ন-উত্তর দেখতে পাবেন।
৪। Prosnouttar (প্রশ্নোত্তর)
প্রশ্নোত্তর নতুন একটি ওয়েবসাইট। নতুন হওয়ার পরেও কিছু দিনের মধ্যেই ওয়েবসাইটে অনেক মেম্বার অ্যাড হয়েছে। এই ওয়েবসাইটটিতে প্রায় সব ক্যাটাগরির প্রশ্ন সাবমিট করতে পারবেন। আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ের প্রশ্নগুলোর উত্তর দিয়ে অন্যকে সাহায্য করতে পারেন।
ওয়েবসাইট নতুন হওয়ায় প্রথমে উত্তর পেতে কিছু টাইম লাগতে পারে। তবে, আশা করা যায় কিছু দিনের মধ্যেই ওয়েবসাইট অনেক মেম্বার হয়ে যাবে। ফলে, আপনার উত্তর পেতে সুবিধা হবে। চাইলে আপনিও প্রশ্নোত্তরে রেজিস্টার করতে পারেন।
৫। Enolez (ই-নলেজ)
ই-নলেজ খুব সুন্দর একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট। অন্য প্রশ্ন উত্তর ওয়েবসাইটের মতোই আপনি এখানেও প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবেন। তবে, এ ওয়েবসাইটের কিছু ফিচার আপনাকে মুগ্ধ করবে।
ওয়েবসাইটে ইনো চ্যাট নামে একটি ফিচার আছে যার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর খুব দ্রত পেয়ে যাবেন। তাছাড়া ওয়েবসাইটের মেম্বারগুলোকে প্রশ্ন বা উত্তর দিলে পয়েন্ট প্রদান করা হয়। পয়েন্ট বৃদ্ধি পেলে মেম্বারের লেভেল বৃদ্ধি পায়।
৬। Ask Proshno (আস্ক প্রশ্ন)
Ask Proshno ওয়েবসাইটটি প্রায় ই-নলেজের মতোই। এখানেও বিভিন্ন বিভাগে প্রশ্ন করা যায়। পয়েন্ট সিস্টেমের সাহায্যে আপনার লেভেল নির্বাচন করা হবে। তবে, এই ওয়েবসাইটে প্রতি মাসে সেরা ২০ জনকে নির্বাচন করা হবে। ২০ জনের মধ্যে সেরা ৩জন প্রশ্ন ও উত্তরদাতাকে ৩০০ টাকা পুরুস্কার দেওয়া হবে।
আপনিও Ask Proshno-তে জয়েন করে প্রশ্ন করে ও উত্তর দিয়ে পুরুস্কার পেতে পারেন। তাই দেরি না করে আজকেই Ask Proshno তে রেজিস্টার করে ফেলুন।
৭। IslamQA
ওয়েবসাইটের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন ওয়েবসাইটটি হচ্ছে ইসলাম বিষয়ক প্রশ্ন-উত্তর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি ইসলাম বিষয়ে যে-কোনো প্রশ্ন করতে পারবেন। তবে, এই ওয়েবসাইটে কোন সাধারণ মেম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপনার প্রশ্ন পাঠানোর পর কোন বিশেষজ্ঞ আপনার প্রশ্নের উত্তর দিবে।
তাছাড়া ওয়েবসাইট আপনি বিভিন্ন ইসলামিক বই, দিকনির্দেশনা, বিভিন্ন সূরার তাফসিরসহ ইসলামিক অনেক তথ্য পেয়ে যাবেন। আপনার মনে ইসলামের কোন প্রশ্ন থাকলে নিশ্চিন্তে এই ওয়েবসাইটে করতে পারেন।
৮। Programabad (প্রোগ্রামাবাদ)
আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে প্রোগ্রামাবাদ ওয়েবসাইটটি আপনার জন্য। আমার সবাই জানি প্রোগামিং অনেক কঠিন একটি বিষয়। প্রোগামিং করার সময় আমারা নানা ধরনের সমস্যাই পড়ি। যদিও প্রি-তে প্রোগ্রামিং শেখার অনেক ওয়েবসাইট আছে, তবু আপনার মনে এমন অনেক প্রশ্ন থাকতে পারে যেগুলোর উত্তর আপনি এই ওয়েবসাইট থেকে পেতে পারেন।
আপনার সমস্যা আপনি প্রোগ্রামাবাদের শেয়ার করে খুব ভালো একটা সমাধান পেতে পারেন। এই ওয়েবসাইটে বিগেইনার হতে প্রো লেভেলের প্রোগামার আছে। যারা আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আপনি যদি প্রোগ্রামিং ভালো পারেন, তাহলে আপনি বিগেইনারদের সাহায্য করতে পারেন।
৯। Nirbik (নির্বিক)
নির্বিক অন্যান্য প্রশ্ন-উত্তর ওয়েবসাইটগুলোর অনুরূপ। একদম সাদামাটা ডিজাইন। প্রশ্ন করুন আর উত্তর দিন, এছাড়া তেমন বিশেষ কিছু বলার নেই এই ওয়েবসাইটের ব্যাপারে। তবে, এই সাদামাটা ডিজাইনের কারনে ওয়েবসাইটটি ব্যবহার করা অনেক সহজ। এটি প্রচলিত প্রশ্ন-উত্তর ওয়েবসাইটগুলোর একটি।
১০। Maya (মায়া)
এই ওয়েবসাইটের নাম অনেকেই শুনেছেন। মায়া অসাধারণ স্বাস্থ্য বিষয়ক একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে স্বাস্থ্য বিষয়ে যে-কোনো প্রশ্ন করতে পারবেন। এই ওয়েবসাইটের ভাল একটি দিক হলো আপনি আপনার পরিচয় গোপন রেখে প্রশ্ন করতে পারবেন।
ওয়েবসাইটের কোন মেম্বার প্রশ্ন উত্তর দিতে পারবে না। উত্তর কেবল অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারগণই দিয়ে থাকেন। আমি আগেই বলেছি উত্তর না দিতে পারলেও আপনি মন্তব্য করতে পারবেন। প্রশ্ন ও মন্তব্য করার জন্য আপনি কয়েন পাবেন। কয়েন ব্যবহার করে আপনি ভালো রেপুটেড ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন বানিয়ে নিতে পারবেন।
মায়ার ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপ রয়েছে। অ্যাপ ব্যবহার করে খুব সহজে সেবাগুলো উপভোগ করতে পারবেন। মায়াতে আপনার যে-কোনো প্রশ্নের তাৎক্ষনিকভাবে উত্তর প্রদান করা হয়। মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার আপনার প্রশ্নের উত্তর দেবেন। স্বাস্থ্য বিষয়ে যে-কোনো প্রশ্নের উত্তর পেতে মায়াতে রেজিস্টার করুন।
আজকে আপনাদের সাথে অনলাইনে ছড়িয়ে থাকা ১০টি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট শেয়ার। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনার নিজের অজানা প্রশ্নের উত্তর জানার পাশাপাশি অন্যের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সহযোগিতা করতে পারেন। আমারা সবাই জানি জানার বা শেখার কোন বয়স নেই। আশা করি, ওয়েবসাইটগুলো আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে।
আব্দুল্লাহ আল মাসুদ says
বাংলা ভাষায় আরেকটি প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট হলো প্রশ্নহাব।