আপনি আপনার নিজের ভাষায় ওয়ার্ডপ্রেস প্লাগিন অনুবাদ করতে চান? অনেক ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে এবং সহজেই বিশ্বের যে কোনও ভাষায় যে কেউ অনুবাদ করতে পারে। এই পোস্টে, আমরা আপনাকে দেখাব কিভাবে সহজেই নিজের ভাষায় ওয়ার্ডপ্রেস প্লাগিন অনুবাদ করবেন (কোনও কোড জানা ছাড়াই)। অনেক সময়েই নিজের প্রয়োজনে প্লাগিন অনুবাদের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে খুব সহজেই যেন প্লাগিন অনুবাদ করতে পারেন, সে জন্য চিত্রসহ ধাপে ধাপে সকল প্রক্রিয়া এখানে বর্ণনা করা হয়েছে।
কেন এবং কখন ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করা উচিত
ওয়ার্ডপ্রেস নিজেই অনেক ভাষায় পাওয়া যায় এবং অন্যান্য ভাষায় অনুবাদ করা যায়। অর্থাৎ এটি একটি বহুভাষিক ব্লগ হিসাবে পরিচিত। একজন ব্যবহারকারী হিসাবে আপনি নিজের ভাষায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন এবং আপনি প্লাগিন ব্যবহার করে বহুভাষী ওয়েবসাইটও তৈরি করতে পারেন। আপনার ওয়েবসাইট আপনার নিজের মত করে লোকালাইজেশন করতে পারবেন। এতে স্থানীয় ব্যবহারকারীদের নিকটে আপনার সাইট আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। এমনকি, একই সাথে একাধিক ভাষাও ব্যবহার করা যেতে পারে।
অধিকাংশ শীর্ষ ওয়ার্ডপ্রেস প্লাগইনই অনুবাদ করার জন্য প্রস্তুত হিসাবেই থাকে। আসুন আপনার ভাষায় ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ কিভাবে করবেন সে বিষয়ে একটু ধারাবাহিক চিত্রসহ আলোকপাত করা যাক। এখানে বিস্তারিত আলোচনা থেকে খুব সহজেই আপনি নিজেই অনুবাদ করতে সক্ষম হবেন।
পদ্ধতি ১: আপনার ভাষায় ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করতে সাহায্য করুন
এই পদ্ধতিটি খুবই সহজ একটি পদ্ধতি এবং খুব গুরুত্ব দিয়ে সবাইকে এটি সাজেশন করা হয় যেন এই পদ্ধতি ব্যবহার করে। কারণ এটি কেবল আপনার ভাষায় প্লাগইন ব্যবহার করতে সহায়তাই করে না, একই সাথে এটি অন্যান্য ব্যবহারকারীদের তাদের ভাষাতে প্লাগইন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করতে সহায়তা করে। এতে আপনার কাঙ্ক্ষিত ভাষায় ওয়ার্ডপ্রেস আরও সমৃদ্ধ হবে।
WordPress.org বর্তমানে এমন একটি ওয়েবসাইট যেখানে ওয়েব ভিত্তিক অনুবাদের বিভিন্ন টুল হোস্ট করে থাকে। যেটি শুধুমাত্র WordPress.org এর হোস্ট করা, সে সকল ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলির অনুবাদের জন্য অবদান রাখতে পারে।
যখন আপনি একটি প্লাগইন পেইজে যান, তখন আপনার ভাষাতে প্লাগইন অনুবাদ করার জন্য একটি বিজ্ঞপ্তি / বার্তা দেখতে পাবেন।
আপনি যদি কখনো এই নোটিশটি না দেখেন তখন দুশ্চিন্তা করবেন না । হয়ত কেউ আপনার ভাষাতে সেই প্লাগইন ইতিমধ্যে অনুবাদ করেছে বা চলমান রয়েছে। তখন প্লাগইনটির জন্য ওয়ার্ডপ্রেস অনুবাদ ওয়েবসাইটটিতে অনুসন্ধান করতে পারেন। সেখানে পাওয়ার সম্ভাবনা বেশি ।
সেখানে আপনাকে আপনার ভাষা নির্বাচন করতে বলছে, এমন একটি নোটিফিকেশন পাবেন। সেটি সিলেক্ট করার পর আপনি অনুবাদে অবদান রাখা শুরু করতে পারেন।
অনুবাদ পর্দায়, আপনি নির্দিষ্ট শব্দগুলির জন্য অনুবাদ প্রদানের জন্য উৎস পাঠ্য এবং পাঠ্য এলাকা সহ একটি সাধারণ ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। এটি খুবই সহজ যা আপনি দেখলেই বুঝতে পারবেন আশা রাখি।
পদ্ধতি ২: আপনার নিজের ওয়েবসাইটের জন্য একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করুন
এই পদ্ধতিতে আপনাকে নিজের ব্যবহারের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করতে হবে। অর্থাৎ আপনি সকলের জন্য অনুবাদ করতে আগ্রহী নন বা নিজের মত করে সাইটের প্লাগিন অনুবাদ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকার মধ্যে প্লাগইন অনুবাদ করতে পারবেন। এবং আপনার অনুবাদ অবিলম্বে আপনার ওয়েবসাইটে প্রভাব ফেলবে বা প্রদর্শন করবে।
এ জন্য প্রথমে আপনাকে লোকো ট্রান্সলেট প্লাগিন ইন্সটল এবং সক্রিয় করতে হবে। এই প্লাগিন আপনাকে অনুবাদে সাহায্য করবে। আরো বিস্তারিত জানার জন্য, কীভাবে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করবেন সে বিষয়ে ধাপে নির্দেশিকা দেখুন।
প্লাগিন ইন্সটল এবং অ্যাক্টিভেশন করার পরে, আপনার প্লাগইন অনুবাদ করার জন্য Loco Translate » Plugins পেজ পরিদর্শন করতে হবে। সেখানে আপনি অনুবাদের সকল অপশন দেখতে পাবেন।
বর্তমানে আপনার ওয়েবসাইটে ইনস্টল করা সমস্ত প্লাগইনগুলির তালিকা দেখতে পাবেন। আপনি যে প্লাগইনটি অনুবাদ করতে চান তাতে ক্লিক করুন। এবার আপনি অনুবাদের একদম ফাইনাল পর্যায়ে এসে গিয়েছেন।
পরবর্তী স্ক্রিনে, আপনি প্রতিটি ভাষার জন্য অনুবাদ অগ্রগতির অবস্থানের সাথে প্লাগিনের জন্য উপলব্ধ ভাষাগুলির একটি তালিকা দেখতে পাবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত ভাষাটি খুঁজতে থাকুন।
আপনি যে ভাষায় অনুবাদ করতে চান, সে ভাষা সেখানে তালিকাভুক্ত করতে হবে। এ জন্য আপনাকে কাঙ্ক্ষিত ভাষাতে ক্লিক করতে হবে। অন্যথায়, আপনি শীর্ষে ‘নতুন ভাষা’ বাটন ক্লিক করতে পারেন। এতে আপনি আপনার ভাষায় প্রথম অনুবাদ শুরু করলেন।
নতুন ভাষা পৃষ্ঠাতে, প্রথমে আপনাকে আপনার ভাষা নির্বাচন করতে বলা হবে। আপনার আরও দুটি বিকল্প উপলব্ধ অপশন আছে সেখানে। প্রথম বিকল্প ওয়ার্ডপ্রেস ভাষা। এই বিকল্পটি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকাটি এই ভাষাতে রূপান্তরিত করে যদি এই ভাষাটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলটি ব্যবহার করা শুরু করবে। দ্বিতীয় বিকল্প হল একটি কাস্টম ভাষা ব্যবহার করা।
পরবর্তীতে, আপনি নির্বাচন ফাইল যেখানে সংরক্ষণ করছেন তা সিলেক্ট করতে হবে। ডিফল্টরূপে, Loco Translate তার নিজস্ব ফোল্ডারে অনুবাদ ফাইল সংরক্ষণের সাজেশন করবে আপনাকে। আপনি ওয়ার্ডপ্রেস ভাষার অনুবাদ ফাইল বা প্লাগইন এর নিজস্ব ভাষায় ফোল্ডার সংরক্ষণ করতে পারেন, এতে ঝামেলা কম হবে।
এভাবে একটি প্লাগইন অনুবাদ করা সত্যিই খুব সহজ কাজ। এখানে আপনি সোর্স পাঠ্যটি দেখতে পাবেন এবং এটির নীচে আপনি অনুবাদ ক্ষেত্রটি দেখতে পাবেন।
উৎস স্ট্রিং এর জন্য আপনার অনুবাদটি লিখুন এবং তারপর অনুবাদ করার জন্য পরবর্তী স্ট্রিং নির্বাচন করুন। আপনার অগ্রগতি সংরক্ষণ এর জন্য সংরক্ষণ/ সেইভ বাটনে ক্লিক করতে ভুলবেন না। নতুবা আপনার শুধুই পণ্ডশ্রম হতে পারে।
পদ্ধতি ৩. আপনার কম্পিউটারে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ
আপনি Gettext অনুবাদ অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনার কম্পিউটারে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করতে পারেন। এটি মোটামুটি সুবিধাজনক, এবং কাজ শেষে আপনি প্লাগইন লেখকদের জন্য আপনার অনুবাদ জমা দিতে পারেন, যাতে তারা তাদের প্লাগইনগুলিতে এটি অন্তর্ভুক্ত করতে পারে। ফলে সকলেই আপনার স্থানীয় ভাষাতে প্লাগিন সেবা পাবে।
প্রথমে আপনাকে আপনার প্লাগইনটি ডাউনলোড করতে হবে যা আপনি আপনার কম্পিউটারে অনুবাদ করতে চান। পরবর্তী, আপনি এটি আনজিপ করার পর প্লাগইন দিয়ে জিপ ফাইলটি ডাবল ক্লিক করতে হবে।
ফাইলটি এক্সট্রাক্ট করার পর, প্লাগইন ফোল্ডার খুলুন এবং ভাষা ফোল্ডারটি শনাক্ত করুন। এটির ভিতরে, আপনি একটি ডট পট ফাইল পাবেন। এটি অনুবাদ টেমপ্লেট ফাইল যা আপনাকে প্লাগইন অনুবাদ করতে সাহায্য করবে।
যদি কখনো দেখেন প্লাগইনে কোন ডট পট নামক ফাইল বা একটিও ভাষা ফোল্ডার নেই, তাহলে এটি সম্ভবত আপনার অনুবাদের জন্য প্রস্তুত না। সেই ক্ষেত্রে, আপনি প্লাগইন লেখকের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের প্লাগইন অনুবাদ প্রস্তুত করার কোনও পরিকল্পনা থাকলে তাদের সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তারা আপনাকে সে বিষয়ে সাহায্য করতে পারবেন।
একবার আপনার কাঙ্ক্ষিত ডট পট ফাইলটি পেয়ে গেলে, আপনি যে প্লাগিনটি চান সেটিতে প্লাগইনটি অনুবাদ করার জন্য প্রস্তুত হবে। এখন আপনি চাইলেই তা অনুবাদ করতে পারবেন।
প্রথমে, আপনার কম্পিউটারে Poedit অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। Poedit একটি ম্যাক এবং উইন্ডোজ জন্য বিনামূল্যে অনুবাদ অ্যাপ্লিকেশন। যা প্রায় বিনামূল্য আপনাকে প্লাগিন অনুবাদের সুযোগ দিবে । তবে সকল সুবিধা পেতে আপনাকে প্রো ভার্সন ইন্সটল দিতে হবে। এর জন্য নাম মাত্র সামান্য পরিমানে সাবক্রিপশন ফিতে সকল সুবিধা দিয়ে থাকে।
আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে, অনুবাদের দিকে এগিয়ে যান এবং এজন্য অ্যাপ্লিকেশনটি খুলুন। আপনি একটি উইজেড, একটি বিকল্প নির্বাচন করার জন্য জিজ্ঞাসা দেখতে পাবেন। আপনি যদি অ্যাপটির প্রো সংস্করণ ব্যবহার করেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন বা থিমটি অনুবাদ করতে পারেন। অন্যথায়, আপনাকে ‘নতুন অনুবাদ তৈরি করুন’ বিকল্পটি নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে প্রো ভার্সন ব্যবহার সুবিধা দিবে।
আপনি প্লাগইন এর POT ফাইল নির্বাচন করতে জিজ্ঞাসা করা হবে। একবার আপনি ফাইলটি নির্বাচন করলে, আপনাকে অনুবাদের জন্য ভাষা নির্বাচন করতে বলবে।
শুধু আপনার কাঙ্ক্ষিত ভাষা নাম টাইপ করুন। অথবা ড্রপ ডাউন মেনু থেকে নির্বাচন করুন এবং নির্বাচন শেষে ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনার পছন্দের ভাষার নাম সংরক্ষিত হবে।
Poedit এখন অনুবাদ করার জন্য অনুবাদ ইন্টারফেস দেখাবে। আপনি উপলব্ধ স্ট্রিং এর একটি তালিকা দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে তা হলো নির্বাচন করার জন্য একটি স্ট্রিং এ ক্লিক করুন এবং একটি অনুবাদ প্রদান করুন। সেইভ অপশন থেকে সংরক্ষন করুন।
অনুবাদ সম্পন্ন হওয়ার পর আপনি এটি সংরক্ষণ এবং অন্য কোথাও রপ্তানি/ ইমপোর্ট করতে প্রস্তুত এমন অপশন পাবেন। এজন্য আপনাকে ফাইলের জন্য যেতে হবে » ভাষা নাম এবং দেশের কোডের পরে আপনার ফাইলটি সংরক্ষণ করুন এবং নাম দিন যেমন ফ্রেঞ্চ এবং ফ্রান্সের জন্য fr_FR, en_GB ইংরেজি এবং গ্রেট ব্রিটেনের জন্য।
Poedit .po এবং .mo ফাইলগুলিতে আপনার অনুবাদ সংরক্ষণ করবে। আপনাকে তাদের প্লাগিনের ভাষা ফোল্ডারে এই ফাইলগুলি স্থাপন করতে হবে যাতে সেগুলি তাদের ব্যবহার শুরু করতে হয়।
আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে নিজের ভাষায় ওয়ার্ডপ্রেস প্লাগিন অনুবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই গাইডটি আপনাকে ওয়ার্ডপ্রেস প্লাগইন অনুবাদ করার পদ্ধতি শিখতে সাহায্য করেছে। আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচের মন্তব্য সেকশনে লিখে আমাদের জানাতে পারেন।
Kamar says
প্রিয়,
ওয়ার্ডপ্রেস প্লাগিন অনুবাদ বিষয়ক টিউটোরিয়ালটি ভাল লাগলো। আমি একজন সম্পূর্ণ অনভিজ্ঞ আগ্রহী। কিন্তু আমার নিজের মতো করে প্লাগইন শিখা এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভাল ধারণার প্রয়োজন। একজন বিগেনার হিসাবে নিজের মতো করে প্লাগইন তৈরি এবং পূর্ব নির্ধারিত প্লাগইন ইনস্টল এবং প্রকাশ করার মতো ধারাবাহিক ধারণা আমার প্রয়োজন। আমি একজন বয়স্ক লোক। আমার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। কিন্তু আমার ইচ্ছা আছে বিষয়টি শেখার। আমি পারবো যদি আপনি আমাকে ধারাবাহিকভাবে সাহায্য করেন।
ধন্যবাদ।
কমর
গাজীপুর।