হৈচৈ বাংলা বাংলাদেশের একটি অনলাইন ম্যাগাজিন যার পুরনো নাম ছিল টেক ট্রেইনি বাংলা। ২০১৮ সালের জানুয়ারিতে এর যাত্রা শুরু হয়। শুরুর সময় থেকেই এই ম্যাগাজিনের পাঠকরাই এর লেখক এবং লেখকরাই এর পাঠক। তবে, প্রতিটি লেখাই অত্যন্ত গুরুত্ব সহকারে যাছাই বাছাই করা হয়। এমন লেখা প্রকাশ করা হয় না যা পাঠকদের প্রয়োজন নেই কিংবা ভুল তথ্যে ভরপুর।
যদিও পাঠকরাই লেখক, তবু সব পাঠকই কিন্তু লেখক হতে পারে না। কারণ, লেখকদের জন্যে রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন। আর নিয়ম-কানুনগুলো নির্ধারণ করা হয়েছে মূলত ম্যাগাজিনটির মান ঠিক রাখার জন্যে। এই ম্যাগাজিনে কোনও ডুপ্লিকেট লেখা নেই, নেই কোনও চটুল ধরণের লেখাও; যা আছে তার সবই প্রয়োজনীয় এবং পরিচ্ছন্ন।