বর্তমানের বিস্ময়কর ইন্টারনেটের যুগে সবচেয়ে বেশি যে ওয়েবসাইটে মানুষ সময় কাটাচ্ছে, সেটি হচ্ছে ইউটিউব। এমনকি অ্যাপসের জগতেও বেশি সময় ধরে যে অ্যাপটিতে মানুষ তাদের অবসর সময় ব্যয় করছে, সেটিও ইউটিউব। ইউটিউবে রয়েছে অসংখ্য চ্যানেল। এমন অনেক বিশ্ব সেরা ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো সম্পর্কে আপনি হয়তো জানেন না।
ইউটিউবকে অবশ্যই নতুন করে চিনিয়ে দিতে হবে না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হল ইউটিউব। আপনি জেনে অবাক হবেন যে, ইউটিউব তৈরির পেছনে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এক যুবক এবং তিনিই ইউটিউবে সর্ব প্রথম ভিডিউ আপলোড করেন।
আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি সেই ভিডিওটি যে চ্যানেলের অধীনে রয়েছে, অনেক সময় আমরা সেই চ্যানেলটিতে প্রকাশ হওয়া আর কোন ভিডিও দেখতে কিংবা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে থাকি। এর অর্থ হচ্ছে, আপনি এখন সেই ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার।
এই চ্যানেলটিতে যে কোন ভিডিও প্রকাশিত হলে তা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে, সেই সাথে আপনাকে আরও একটি কাজ করতে হয় যাতে খুব দ্রুত আপনি নোটিফিকেশনটি পেয়ে থাকেন। আর তার জন্য আপনাকে সাবস্ক্রাইবের পাশে থাকা একটি বেল বাটনে প্রেস করে রাখতে হয়।
একটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবাররা খুব গুরুত্বপূর্ণ। কারণ, একটি ইউটিউবে চ্যানেলে যতবেশি সাবস্ক্রাইবার থাকবে, সেই চ্যানেলটি ঠিক ততবেশি জনপ্রিয় বলে মনে করা হয়। আর সেই সাথে সেই চ্যানেলটি যার, তিনিও একজন সফল ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করেন।
ব্যক্তির পাশাপাশি অনেক প্রতিষ্ঠানও ইউটিউবে ভিডিও প্রকাশে অনেক সফলতা অর্জণ করেছেন। আর তাঁদের রয়েছে অসংখ্য সাবস্ক্রাইবার। আসুন, আর কথা না বাড়িয়ে জেনে নিই ২০১৯ সাল পর্যন্ত সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্বের শীর্ষ ৫টি ইউটিউব চ্যানেল সম্পর্কে।
সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্ব সেরা ইউটিউব চ্যানেল
এর আগে আমরা আমাদের দেশের সেরা ৫টি ফানি ভিডিও চ্যানেল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছিলাম। আর আজ শুধু ফানি নয়, বরং সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্বের সেরা ৫টি চ্যানেলকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি।
- ১. টি-সিরিজ (T-Series)
- ২. পিউডিপাই (PewDiePie)
- ৩. কোকোমেলন-নার্সারি রাইমস (Cocomelon-Nursery Rhymes)
- ৪. ফাইফ মিনিট ক্রাফটস (5-Minute Crafts)
- ৫. সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন-ইন্ডিয়া (SET India)
১. টি-সিরিজ (T-Series)
বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে প্রথম স্থানে অবস্থান করছে ভারতের জনপ্রিয় মিউজিক রেকর্ড প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’। বর্তমানে ‘টি-সিরিজ’-এর সাবস্ক্রাইবারের সংখ্যা ১২৩ মিলিয়ন অর্থাৎ ১২.৩ কোটি (২৮ ডিসেম্বর, ২০১৯)। টি-সিরিজের ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ৯৩.৫ বিলিয়ন বার, অর্থাৎ ৯,৩৫০ কোটি বার (২৮ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত)।
টি-সিরিজ প্রতিষ্ঠা করেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী ও বলিউড চলচ্চিত্রের প্রযোজক গুলশান কুমার। গুলশান কুমার ‘টি-সিরিজ প্রতিষ্ঠা করেন ১৯৮৩ সাল থেকে। আর ইউটিউবে এটির যাত্রা শুরু হয় ২০০৬ সালের মার্চের ১৩ তারিখ। বর্তমানে বিশ্ব সেরা ইউটিউব চ্যানেল এর তালিকায় এটিই রয়েছে সবার প্রথমে।
এক নজরে টি-সিরিজ-
- সাবস্ক্রাইবার সংখ্যাঃ ১২৩ মিলিয়ন অর্থাৎ, ১২.৩ কোটি (২৮ ডিসেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত)
- ইউটিউব যাত্রা শুরুঃ ১৩ মার্চ, ২০০৬।
- চ্যানেলের ক্যাটাগরিঃ সঙ্গীত (মিউজিক)
- ভাষাঃ হিন্দি
২. পিউডিপাই (PewDiePie)
দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও উপরে সময় ধরে সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল PewDiePie এই চ্যানেলটি। তবে, শীর্ষস্থানটি হারিয়ে ফেলে ভারতের জনপ্রিয় মিউজিক লেভেল প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’-এর কাছে। PewDiePie চ্যানেলটির মালিকের নাম ফেলিক্স আরভিড উলফ জেলবার্গ (Felix Arvid Ulf Kjellberg)।
ফেলিক্স জেলবার্গ ৩০ বছরের একজন সুইডিশ নাগরিক। বর্তমানে তিনি থাকেন ইংল্যান্ডের ব্রাইটন শহরে। তার ইউটিউব চ্যানেলটি মূলত গেমস এবং কৌতুকপূর্ণ ভিডিওতে ভরপুর। ইউটিউব থেকে তিনিই সবচেয়ে বেশি আয় করেছেন।
বর্তমানে তার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ১০২ মিলিয়ন অর্থাৎ ১০.২ কোটি ( ১ জানুয়ারি, ২০২০)। এ পর্যন্ত তার ভিডিও দেখা হয়েছে ২,৪৩৮ কোটি বার (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)।
এক নজরে পিউডিপাই-
- সাবস্ক্রাইবার সংখ্যাঃ ১০২ মিলিয়ন অর্থাৎ, ১০.২ কোটি (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)
- ইউটিউব যাত্রা শুরুঃ ২৯ এপ্রিল, ২০১০।
- চ্যানেলের ক্যাটাগরিঃ গেমস
- ভাষাঃ ইংরেজি
৩. কোকোমেলন-নার্সারি রাইমস (Cocomelon-Nursery Rhymes)
কোকোমেলন- নার্সারি রাইমস ইউটিউব চ্যানেলটি মূলত অ্যানিমেশন ভিত্তিক শিশুদের জন্য শিক্ষনীয় একটি চ্যানেল। এই চ্যানেলটিতে শিশুদের জন্য গানের সুরে ছড়া ও কবিতা শেখানো হয়। চ্যানেলটির যাত্রা শুরু হয় ২০০৬ সালের ১ সেপ্টেম্বর।
এ পর্যন্ত চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৮.৯ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৮৯ লক্ষ (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)। চ্যানেলটির ভিডিওগুলো এ পর্যন্ত দেখা হয়েছে ৪,৭১৬ কোটি বার (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)। এই চ্যানেলটির মূল মালিকানা ট্রেজার স্টুডিও নামের একটি আমেরিকান কোম্পানির।
এক নজরে কোকোমেলন-নার্সারি রাইমস-
- সাবস্ক্রাইবার সংখ্যাঃ ৬৮.৯ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৮৯ লক্ষ (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)
- ইউটিউব যাত্রা শুরুঃ ১ সেপ্টেম্বর, ২০০৬।
- চ্যানেলের ক্যাটাগরিঃ এডুকেশন
- ভাষাঃ ইংরেজি
৪. ফাইভ মিনিট ক্র্যাফটস্ (5-Minute Crafts)
5-Minute Crafts ইউটিউব চ্যানেলটি বিভিন্ন ধরণের জিনিস কীভাবে তৈরি করা হয় এবং দৈনন্দিন কাজে দরকারী অনেক বিষয় শেখানো হয়। চ্যানেলটির মালিকানায় রয়েছে ইউরোপের দেশ সাইপ্রাসের লিমাসোলের শহরের দ্যা সৌল পাবলিশিং কোম্পানি।
চ্যানেলটির যাত্রা যাত্রা শুরু হয় ১৫ নভেম্বর, ২০১৬ সালে। এর মধ্যেই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩.২ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৩২ লক্ষ এবং দেখা হয়েছে ১,৬৮১ কোটি বার (১ জানুয়ারি, ২০২০ সাল পর্যন্ত)। বিশ্ব সেরা ইউটিউব চ্যানেল হিসেবে এটি রয়েছে ৪র্থ অবস্থানে।
এক নজরে ফাইভ মিনিট ক্র্যাফটস্-
- সাবস্ক্রাইবার সংখ্যাঃ ৬৩.২ মিলিয়ন অর্থাৎ, ৬ কোটি ৩২ লক্ষ (১ জানুয়ারি, ২০২০ সাল পর্যন্ত)
- ইউটিউব যাত্রা শুরুঃ ১৫ নভেম্বর, ২০১৬।
- চ্যানেলের ক্যাটাগরিঃ হাউ টু (How to), স্টাইল।
- ভাষাঃ ইংরেজি
৫. সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন-ইন্ডিয়া (SET India)
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন জাপানের সনি কোম্পানির একটি সাব-সিডিয়ারি কোম্পানি যেটি ভারতে অবস্থিত। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অধীনে রয়েছে অসংখ্য টিভি চ্যানেল।
তবে, ইউটিউবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের যাত্রা শুরু হয় ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর। সেই সময়ের পর থেকে এখন পর্যন্ত সনি এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৬২.২ মিলিয়ন বা ৬ কোটি ২২ লক্ষ (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত অনুসারে)। চ্যানেলটিতে থাকা ভিডিওগুলো এ পর্যন্ত দেখা হয়েছে মোট ৪,৫৭১ কোটি বার (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)।
এক নজরে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন-ইন্ডিয়া-
- সাবস্ক্রাইবার সংখ্যাঃ ৬২.২ মিলিয়ন অর্থাৎ, ৬ কোটি ২২ লক্ষ (১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত)
- ইউটিউব যাত্রা শুরুঃ ২০ সেপ্টেম্বর, ২০০৬।
- চ্যানেলের ক্যাটাগরিঃ এন্টারটেইনমেন্ট (বিনোদন)
- ভাষাঃ হিন্দি
বিশ্ব সেরা ইউটিউব চ্যানেল নিয়ে লেখাটি শেষ করার আগে ইউটিউব সম্পর্কে আরও কিছু কথা বলছি। আমরা সবাই জানি, ইউটিউব বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিনোদন এবং ভিডিও শেয়ারিং মাধ্যম। আপনি চাইলেই ইউটিউবের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। সারা বিশ্বেই এখন ইউটিউবের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছে।
তাই, অযথা সময় নষ্ট না করে আপনি চাইলেই একজন সফল ইউটিউবার হতে পারবেন। কীভাবে একজন সফল ইউটিউবার হবেন তার জন্য কিছু সহজ উপায় জেনে নিতে পারেন অভিজ্ঞদের কাছ থেকে। আপনি চাইলে, ইউটিউব প্লাটফর্মে বিভিন্ন ধরণের চ্যানেলের আইডিয়া নিয়ে শুরু করতে পারেন। বেছে নিতে পারেন আপনার জন্য সবচেয়ে সহজ কোনটি, আর এতে করে অনেক সময় আপনার তৈরি করা ভিডিও ভাইরাল হতে পারে, আর এতে আপনি আরও উৎসাহ পাবেন নতুন নতুন ভিডিও তৈরির জন্য।
Leave a Reply