আপনি যখন উইন্ডোজ ১০ আপনার ল্যাপটপ বা ডেস্কটপে অপারেটিং সিস্টেম হিসাবে নেন, তখন স্বয়ংক্রিয়ভাবে কিছু সাজেশন অ্যাপ দেখাতে থাকে, বিষয়টি নিশ্চয় খেয়াল করেছেন। উপরের চিত্রে তা দেখানো হয়েছে। যেমনঃ ক্যান্ডি ক্রাশ সোডা সাগা এবং ফার্মভিলে ২ … এই অ্যাপ্লিকেশানগুলি ইনস্টল হয়ে যাবে, যখন আপনি এর আইকনে ক্লিক করে সাইন ইন করবেন। এটি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুর বাম পাশে এবং লাইভ টাইলস হিসাবে ডান দিকে “প্রস্তাবিত অ্যাপস/ সাজেশন অ্যাপ” প্রদর্শন করে। উইন্ডোজ ১০ এ সাজেশন অ্যাপ নিয়ে আপনি নানা রকম ভোগান্তির শিকার হতে পারেন, এগুলো আপনার জন্য বিরক্তির কারণ হয়ে থাকতে পারে।
অনেক সময় ভুলবশত উক্ত সাজেশন আইকনগুলোতে ক্লিক পড়ার সাথে সাথে উক্ত অ্যাপটি আপনার কম্পিউটারে ইন্সটল হয়ে যাবে। কিংবা উইন্ডোজ মেনুতে এই সাজেশন অ্যাপগুলো আপনার কাছে স্মার্ট নাও লাগতে পারে। এমনকি, আপনার কাছে আপনার কম্পিউটারটিকে নিজের মত করে সাজাতে আপনি সাজেশন অ্যাপ অপশন বাদ দিতে চান। সেক্ষেত্রে আপনি আপনার স্টার্ট মেনু পরিষ্কার করে এই অপশন নিষ্ক্রিয় করতে পারবেন।
উইন্ডোজ ১০ এ সাজেশন অ্যাপ নিষ্ক্রিয় করতে
খুব সহজ পদ্ধতিতে এটি নিষ্ক্রিয় করতে চাইলে, উইন্ডোজ ১০ এর স্টার্ট মেনুর বাম পাশে এবং লাইভ টাইলস হিসাবে ডান দিকে যে “প্রস্তাবিত অ্যাপস/ সাজেশন অ্যাপ” প্রদর্শন করে তা সেটিং থেকে খুব সহজেই বন্ধ করা যায়। আপনি উক্ত অপশনটি খুঁজে পেতে আপনার কম্পিউটারে নিচের অপশনগুলো ফলো করুন Settings > Personalization > Start । এবার আপনি সেখানে থেকে Disable the “Occasionally show suggestions in Start” অপশন সিলেক্ট করুন । এবার অপশনটি বন্ধ করে বের হয়ে আসুন।
যেভাবে ইন্সটল করা অ্যাপ এবং টাইলস মুছে ফেলবেন
উপরের নির্দেশনা ফলো করে আপনি সাজেশন অ্যাপ অপশন বন্ধ বা নিষ্ক্রিয় করতে পারবেন। কিন্তু যদি আপনার কম্পিউটারের উইন্ডোজ থেকে ইতিমধ্যে যে সকল অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করা বা পিন করা হয়েছে- যেমন ক্যান্ডি ক্রাশ সোডা সাগা- তা কিন্তু আপনার কম্পিউটার সিস্টেমেই থেকে যাবে। হয়ত কাজের অ্যাপ খুঁজতে গিয়ে আপনাকে আবার সেই অ্যাপগুলো ইন্সটল করে দেখা লাগতে পারে। এটি আপনার কম্পিউটারের জায়গার অপচয় করবে, আপনার কম্পিউটারকে স্লো করে দিতে পারে, এমনকি আপনার কম্পিউটারের ব্যাটারির অপচয় হয়ে থাকবে। আপনি চাইলে তাদের থেকে পরিত্রাণ পেতে তাদের ম্যানুয়াল আনইনস্টল করে দিতে পারেন। এছাড়া বিকল্প কোন উপায় নেই। আপনি আপনার অ্যাপ লিস্ট থেকে অপ্রয়োজনীয় সেই অ্যাপগুলো খুঁজে বের করুন। এবং ম্যানুয়ালি অ্যানইনস্টল করুন। নতুবা আপনার বিরক্তিকর সেই আপগুলোর চেহারা মাঝে মাঝেই দেখা লাগতে পারে।
এই অ্যাপ্লিকেশন থেকে পরিত্রাণ পেতে শুধু একটু কাজ করা লাগবে। আর তা হলো প্রথমেই আপনার কম্পিউটারের স্টার্ট মেনু খুলুন, তাদের টাইলসে ডান ক্লিক করুন/ মাউসের ডানে ক্লিক করুন এবং “অ্যানইনস্টল” নির্বাচন করুন। এবার অ্যাপ্লিকেশন অবিলম্বে আপনার সিস্টেম থেকে অ্যানইনস্টল হবে। কিছু বিশেষ ক্ষেত্রে, সাজেশন অ্যাপ্লিকেশনের জন্য টাইলগুলি কেবল মাত্র পিন করা অবস্থায় থাকতে পারে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি তখনো আপনাকে দেখতে হবে যদি না আপনি “আনইনস্টল” এর আরেকটি বিকল্প না দেখেন। আর তা হলো অ্যানপিন করা। এজন্য স্টার্ট উপরের নির্দেশনা মত গিয়ে শুধু “আনপিন” অপশনে ক্লিক করুন। সেজন্য উক্ত টাইলসের উপর মাউসের ডান দিকে ক্লিক করলে “আনপিন” নামক অপশন পাবেন, এবার তাতে ক্লিক করে আপনি অপছন্দের সাজেশন অ্যাপগুলো আনপিন করুন।
এবার আপনি ইনস্টল করা অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ তালিকাটি স্ক্রোল করতে পারেন এবং আপনি যেগুলি চান না এমন অ্যাপগুলি আনইনস্টল করতে পারেন।
উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ এর মাইক্রোসফ্ট কনজিউমার এক্সপিরিয়েন্স নিষ্ক্রিয় করতে
টেকনিক্যালি এই অ্যাপ্লিকেশন (উইন্ডোজ ১০) এবং সাজেশন “মাইক্রোসফ্ট কনজিউমার এক্সপেরিয়েন্স” অংশ হিসাবে ইনস্টল করা থাকে। যা ২০১৫ সালের নভেম্বরে প্রথম চালু করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, যখন মাইক্রোসফ্ট কনজিউমার এক্সপেরিয়েন্স ফিচার অক্ষম/ নিষ্ক্রিয় করার জন্য শুধুমাত্র একটি উপায় রয়েছে। সেই বিকল্পটি শুধুমাত্র উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ এবং এডুকেশন ব্যবহারকারীদের জন্য বার্ষিক আপডেটের সাথে পাওয়া যায়, তা ছাড়া সম্ভব নয়।
যদি আপনার উইন্ডোজ এর এন্টারপ্রাইজ বা এডুকেশন সংস্করণ ব্যবহার করে থাকেন, তবে আপনি এই সিস্টেমে সাজেশন অপশন নিষ্ক্রিয় করতে পারবেন। আপনার বর্তমান সিস্টেমের জন্য অপশন পরিবর্তন করতে , উইন্ডোজ + আর টিপুন, এবার খালি ঘরে ” gpedit.msc ” টাইপ করুন, এবং Enter বাটন চাপুন অথবা উক্ত উইন্ডো থেকে “ওকে” অপশন সিলেক্ট করুন।
এটি করার জন্য আরও একটি বিকল্প অপশন রয়েছে। এর জন্য আপনি নিচের নির্দেশনা ফলো করুন, Configuration > Administrative Templates > Windows Components > Cloud Content। এখানে গিয়ে “Turn off Microsoft consumer experiences” অ্যাক্টিভ করুন। এই পরিবর্তনটি করার পর আপনাকে সাইন আউট করতে হবে এবং পুনরায় সাইন ইন করতে হবে।
সংস্থা তাদের অপারেটিং সিস্টেম ইন্সটল করা পিসিতে /যেকোনো পিসিতে / তাদের নেটওয়ার্কে উইন্ডোজ ১০ এর এন্টারপ্রাইজ বা এডুকেশন সংস্করণ চালানোর জন্য তাদের পলিসিটি প্রয়োগ করতে পারে। তাদের পলিসি বলতে সাজেশন অ্যাপ এর বিষয়ে বলছি। যা তাদের পিসিতে ডাউনলোড করা থাকে এবং তাদের ব্যবহারকারীদের কাছে ক্যান্ডি ক্রশের মত অ্যাপগুলি সাজেশন হিসাবে প্রদর্শন করে।
তখন আপনাকে লোকাল পলিসি এডিটরে গিয়ে তা বন্ধ করতে হবে।
আশা করি, উইন্ডোজ ১০ এ সাজেশন অ্যাপ বন্ধ করার প্রক্রিয়াটি আপনার কাজে লাগবে। হয়তো ইতিমধ্যেই আপনি সেটি শুরু করে দিয়েছেন। সাজেশন অ্যাপ বন্ধ করতে গিয়ে কোন রকম সাহায্যের প্রয়োজন হলে, নিচের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন, আমরা যথাসম্ভব সহযোগীতা করবো।
Leave a Reply